Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খোদ ১, খুদ Bengali definition [খোদ্‌, খুদ্‌] (বিশেষণ) ১ নিজে; স্বয়ং (খোদ সে খোদার প্রেরিত-(কাজী নজরুল ইসলাম)) ২ আসল (খোদ মালিক)। ৩ নিজ; স্ব; আত্ম (খোদপরস্ত খোদমতলবি)। খোদ-কর্তা (বিশেষ্য) ১ আসল মালিক বা কর্তা। ২ প্রভু স্বয়ং। খোদ কস্তা, খোদ কস্ত, খোদ কস্তা (বিশেষ্য) স্থানীয় প্রজা; যে নিজে জমি চাষ করে (এক্ষণে গাঁতি অর্থাৎ খোদকস্তা প্রজা এত ও পাইকস্তা এত- প্যামি; প্রজা দুই শ্রেণীতে বিভক্ত ছিল-খোদকস্ত আর পাইকস্ত -প্রথম চৌধুরী)। খোদ কুশি/কুশী (বিশেষ্য) আত্মহত্যা (করে সে খোদকুশী নিজের খঞ্জরে-ফররুখ আহমদ)। খোদ গরজ (বিশেষণ) স্বার্থপর। খোদজমি (বিশেষ্য) বাস্তুভূমি। খোদ পছন্দ (বিশেষণ) ১ যে নিজের ইচ্ছামতো বা খুশিমতো কাজকর্ম করে। ২ আয়সর্বস্ব; দাম্ভিক। খোদ পরস্ত (বিশেষ্য) ১ আত্মপূজক; আত্মাভিমানী। ২ স্বার্থপর। খোদ পরস্তি (বিশেষ্য) আত্মপূজা (খোদপরস্তীর খেলা খেলে কুনী স্বার্থের সংগ্রামে....-ফররুখ আহমদ)। খোদ মতলবি (বিশেষ্য) যে নিজের সুবিধানুযায়ী কাজ করে; স্বার্থপর। খোদ মোক্তার (বিশেষ্য) যে নিজেই নিজের প্রতিনিধি; স্বাধীন; স্বনির্ভর। খোদ মোক্তারি/মুখতারি (বিশেষ্য) স্বাধীনতা; সার্বভৌমত্ব (আওধ রাজ্যের খোদমুখতারী শুরু হয়েছিল নওয়ার সা’দত আলী খাঁর যমানা থেকে -জগলুল হায়দার আফরিক)। খোদ হাকিমি (বিশেষ্য) স্বায়ত্তসরকার; self-government। {(ফারসি) খুদ}
  • Bengali Word খোদকার, খোদগার Bengali definition [খোদকার্‌, খোদগার] (বিশেষ্য) ১ খোদাই কাজ করে যে; engraver। □ (বিশেষণ) স্বয়ংক্রিয়; automatic। খোদকারি, খোদকারী বি। খোদার উপর খোদকারি (বিশেষ্য) ১ অসঙ্গত ও অন্যায় হস্তক্ষেপ। ২ অপরের সম্পাদিত কোনো কাজকে নিজ বুদ্ধিতে অধিকতর সুন্দর ও বৈচিত্র্যপূর্ণভাবে সম্পাদন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুদ্>খোদ+কার}
  • Bengali Word খোদা ১ Bengali definition [খোদা] (বিশেষ্য) আল্লাহ (কোরান খোদার কালাম-হাবীবুল্লাহ বাহার)। খোদই খিদমতগার (বিশেষ্য) ১ খোদার পথে সেবক। ২ নিঃস্বার্থ সেবক। খোদাই ষাঁড় (বিশেষ্য) ১ খোদার নামে ছেড়ে দেওয়া ষাঁড়। (তুলনীয়) ধর্মের ষাঁড়। ২ স্বেচ্ছাচারী; স্বাধীন। খোদা ওন্দ, খোদা বন্দ (বিশেষ্য) ১ প্রভু; দীন-দুনিয়ার মালিক; কর্তা। ২ হুজুর; রাজা; মনিব বা অন্য ব্যক্তিগণের প্রতি সম্বোধনে ব্যবহৃত হয়। খোদা তায়ালা, খোদা তা’আলা, খোদা ওন্দতাআলা (বিশেষ্য) মহান আল্লাহ। খোদা না খাস্তা (ক্রিয়া) আল্লাহ না করুন। খোদার কসম (বিশেষ্য) খোদার নামে শপথ। খোদার খাসি, খোদার খাসী (বিশেষ্য) ১ খোদার নামে ছেড়ে দেওয়া খাসি-স্বাধীনভাবে চলাফেরা করার জন্য হৃষ্টপুষ্ট। ২ (ব্যঙ্গার্থ) চিন্তাভাবনাহীন অলস অকর্মণ্য হৃষ্টপুষ্ট ব্যক্তি। খোদার জীব (বিশেষ্য) খোদার সৃষ্ট জীব। খোদার নূর (বিশেষ্য) আল্লাহর জ্যোতি (মাথায় ঝুলিয়ে দেব টিকি; দাঁড়িতে খোদার নুর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খোদা হাফেজ, খুদা হাফিয (ক্রিয়া) আল্লাহ রক্ষা করুন। {(ফারসি) খুদা}
  • Bengali Word খোদা ২, খুদা Bengali definition [খোদা, খুদা] (ক্রিয়া) ১ খনন করা। ২ উৎকীর্ণ করা; ক্ষোদিত করা। □ (বিশেষ্য) উৎকৃতি; খনন। □ (বিশেষণ) ক্ষোদিত; উৎকীর্ণ; খাত। খোদাই (বিশেষ্য) উৎকীর্ণ; খোদাইয়ের কাজ। খোদানো (ক্রিয়া) অন্যের দ্বারা খোদাই কাজ করানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষুদ্‌>}
  • Bengali Word আজখোদ , আযখোদ Bengali definition [আজ্‌খোদ্] (অব্যয়) ১ নিজে; স্বয়ং। ২ নিজ থেকে বিনা পরোয়ানায় (আজ খোদ হাজির)। {(ফারসি) আজখোদ }
  • Bengali Word আযখোদ Bengali definition আজখোদ
  • Bengali Word নাখোদা, নাখুদা Bengali definition [নাখোদা, নাখুদা] (বিশেষ্য) ১ অর্ণবপোতের অধ্যক্ষ; জাহাজের কাপ্তান। ২ যে ব্যক্তি জাহাজে মাল আমাদানি-রপ্তানি করে। ৩ জাহাজের মাল সরবরাহ-কারক। ৪ বোম্বাই প্রদেশের মুসলমানদের একটি সম্প্রদায় (নাখোদাদের তৈরি মসজিদ)। {(ফারসি) নাখুদা}
  • Bengali Word শেরে-খোদা, শের-এ-খোদা Bengali definition [শেরেখোদা] (বিশেষ্য) আল্লাহর সিংহ; হজরত আলী (রা.)-র উপাধি। {(ফারসি) শের-এ-খোদা}
  • Bengali Word সুখোদয় Bengali definition [শুখোদয়্‌] (বিশেষ্য) সুখের উপলব্ধি; সুখসঞ্চার। {(তৎসম বা সংস্কৃত) সুখ+উদয়; (বহুব্রীহি সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section