Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খেয়াল, খিয়াল Bengali definition [খেয়াল, খিয়াল] (বিশেষ্য) ১ স্বপ্ন; কল্পনা (মিছা; সব কল্পনা; খেয়াল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ জ্ঞান; চেতনা (তাহার খেয়ালই থাকে না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ লীলা; খেলা (হঠাৎ হেসে দৌড়ে এসে খেয়ালের ঝোঁকে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ শখ; সাধ; বাসনা। ৫ মর্জি ইচ্ছা (আমরা তাঁরই খেয়াল .....- রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ খুশি (খেয়ালমাফিক)। ৭ নিয়মছাড়া ব্যাপার; অনিয়ম (প্রকৃতির খেয়াল)। ৮ স্মরণ (সে কথা খেয়াল আছে?)। ৯ বিশেষ লক্ষ্য; মনোযোগ। ১০ অনুমান; আন্দাজ (অতদূর খেয়াল করতে পারিনি)। ১১ চিন্তা। ১২ ঝোঁক; প্রবৃত্তি। ১৩ মতলব। ১৪ উচ্চাঙ্গের সংগীতবিশেষ। খেয়াল খাতা (বিশেষ্য) ১ খুশিমতো রচনার খাতা। ২ আত্মগত রচনা বা ব্যক্তিগত নিবন্ধের বিভাগ (শ্রীমতি ভারতী সম্পাদিকা নূতন বৎসরের প্রথম দিন হতে ভারতীর জন্য একটি খেয়াল-খাতা খুলবেন-প্রথম চৌধুরী)। খেয়াল মাফিক (বিশেষণ) (ক্রিয়া) খুশিমতো; মর্জিমাফিক (খেয়ালমাফিক সওদা করতে -মনোজ বসু)। খেয়ালি, খেয়ালী (বিশেষণ) ১ কল্পনাবিলাসী; আত্মভোলা। ২ মর্জির ঠিক নেই এমন; স্বেচ্ছাচারী; অব্যবস্থিতচিত্ত (আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন-(কাজী নজরুল ইসলাম))। □ (বিশেষ্য) খেয়াল গায়ক (খেয়ালী যতই কার্দানি করুন না কেন, তালচ্যুত কিংবা রাগভ্রষ্ট হবার অধিকার তাঁর নেই .....-প্রথম চৌধুরী)। খেয়ালি পোলাও (বিশেষ্য) অবাস্তব কল্পনা। {(আরবি) খেয়াল্‌}
  • Bengali Word খামখেয়াল Bengali definition [খাম্‌খেয়াল্‌] (বিশেষ্য) ১ চঞ্চলচিত্ততা; অস্থিরমতি; অপরিণত খেয়াল। ২ অদ্ভুত বা উদ্ভট বা অস্বাভাবিক খেয়াল বা ইচ্ছা; আজগুবি খেয়াল। ৩ মর্জি; খেয়ালখুশি। ৪ অকারণ বা অযৌক্তিক ইচ্ছা বা কল্পনা; কল্পনাবিলাস। ¨ (বিশেষণ) অস্থিরচিত্ত; কল্পনাবিলাসী। খামখেয়ালি, খামখেয়ালী (বিশেষ্য) অস্থিরমতিত্ব (তোমার এ সব খামখেয়ালি ছাড়ো)। ¨ (বিশেষণ) অকারণ বা অযৌক্তিক খেয়াল-খুশিমতো চলার স্বভাববিশিষ্ট (কাব্য সাহিত্যে আর একজন খামখেয়ালী মানুষ আছেন, তিনি হচ্ছেন মধুসূদন -মুহম্মদ মনসুরউদ্দীন)। খামখেয়ালি-পনা বি। {(ফারসি) খাম (আরবি) খায়াল}
  • Bengali Word শাহি খেয়াল Bengali definition [শাহিখেয়াল্‌] (বিশেষ্য) বাদশাহের উপযোগী খেয়াল বা ইচ্ছা (উভয় লোকের শাহী খেয়াল শির হতে মোর যায় চলে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(ফারসি) শাহি+ (আরবি) খয়াল}
Closing this window will clear all results and return you back to the search section