Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খেদ Bengali definition [খেদ্‌] (বিশেষ্য) ১ দুঃখ; আফসোস; অনুতাপ। ২ বিলাপ; আক্ষেপ। ৩ ক্লান্তি; অবসন্নতা। খিদ্যমান, খিন্ন, খেদিত বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খিদ্‌+অ(ঘঞ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word খেদঙ্গ Bengali definition [খেদঙ্‌গো] (বিশেষণ) তীক্ষ্ন; ধারালো (মারিনু খেদঙ্গ তীর খেঁচিয়া কামান - সৈহা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেদ√খিদ্‌+অ)+অঙ্গ>}
  • Bengali Word খেদমত, খিদমত Bengali definition [খেদ্‌মত, খিদমত] (বিশেষ্য) ১ সেবাযত্ন; পরিচর্যা (স্বয়ং কর্ত্রী মন দিয়া মান্যের সহিত খেদমত করিবেন .... -মীর মশাররফ হোসেন; গণেশ মামা খিদমত করছেন ....-রাজশেখর বসু (পরশু))। ২ চাকরি (.....ধন্য রে কোটালি খেদমত-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ দাসত্ব। খেদমতগার (বিশেষ্য) সেবক; ভৃত্য; পরিচারক (তাহার খেদমতগার আমরা তামাম....-সৈয়দ আলাওল)। খেদমতগারী (বিশেষ্য) সেবকত্ব; দাসত্ব; গোলামি (...... ইউরোপীয় সভ্যতা খিদমতগারির পুরস্কার স্বরূপ হ্যাট-শমক .... শিরোপা লাভ করেছি-প্রথম চৌধুরী)।{(আরবি) খিদমত}
  • Bengali Word খেদা ১ Bengali definition [খেদা/খ্যাদা] (বিশেষ্য) হাতি ধরার এক প্রকার ফাঁদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেদ্‌+আ}
  • Bengali Word খেদা ২ Bengali definition [খ্যাদা] (ক্রিয়া) তাড়ানো; দূর করা। খেদানো (ক্রিয়া) তাড়িয়ে দেওয়া; বিতাড়িত করা; দূর করে দেওয়া (তিনিও যে এদেরই মতো তাকে খেদিয়ে দেবেন না, তারই বা ঠিক কি!-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) বিতাড়ন। □ (বিশেষণ) বিতাড়িত। খেদানে, খেদানিয়া (বিশেষ্য) তাড়নকারী। খেদিত (বিশেষণ) ১ তাড়িয়ে দেওয়া হয়েছে এমন। ২ ব্যথিত; দুঃখিত; অবসাদগ্রস্ত; খিন্ন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খিদ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word খেদিত Bengali definition খেদ
  • Bengali Word খেদিব Bengali definition [খেদিব্‌] (বিশেষ্য) মিশরের সাবেক শাসনকর্তার উপাধি। {(ফারসি) খিদীর}
  • Bengali Word অখেদ Bengali definition [অখেদ্] (বিশেষণ) অনুতাপহীন; আক্ষেপশূন্য।  (বিশেষ্য) খেদহীনতা; দুঃখের অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + খেদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section