Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খুন Bengali definition [খুন্‌] (বিশেষ্য) ১ রক্ত; লহু (ছেড়া কলিজার খুন-মাখা সেই ঠোটের গোলাব-কুঁড়ি-মোহিতলাল মজুমদার)। ২ হত্যা; বধ (খস্রুকে খুন সেই করায়েছে-তারি কাজ নিশ্চয়-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) ১ আকুল; ব্যতিব্যস্ত; নাজেহাল (শুনিয়া গোবু ভাবিয়া হল খুন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিহত। ৩ মৃতপ্রায়; আধমরা (মেরে খুন করা)। ৪ হয়রান; অতিশয় ক্লান্ত; অত্যন্ত পরিশ্রান্ত (পেটের ধান্দায় সারাদিন ঘুরে বাছা আমার খুন হয়ে এসেছে)। খুন-খুবি, খুন-খুবী (বিশেষ্য) ১ রক্তোন্মত্ততা (রণদুন্দুভি মুনি খুন-খুবী ..... -(কাজী নজরুল ইসলাম))। ২ উদ্দীপনার সৌন্দর্য। খুন চড়া (বিশেষ্য) ১ ক্রোধে রক্ত গরম হওয়ার ফলে প্রায় জ্ঞানশূন্য বা উন্মত্ত হওয়া। ২ হত্যা করার প্রবৃত্তি হওয়া। খুন চাপা (বিশেষ্য) ১ ক্রোধে উত্তেজিত হওয়ার ফলে মাথায় রক্ত ওঠা। ২ ক্রোধেন্মত্ত হয়ে হত্যা করার জন্য প্রবৃত্ত হওয়া। খুনজোশি, খুনজোশী (বিশেষ্য) রক্ত-উত্তেজনা; রক্তোন্মাদনা (পশ্চিমে নীলা লোহিতের খুনজোশীতেরে লাগে আগ- নই)। খুনরেজ (বিশেষণ) রক্তপিপাসু (তিনি তাঁহার খুনরেজ নামক তরবারি কোমর হইতে মুক্ত করিয়া হস্তে ধারণ করিলেন ... -ইসমাইল হোসেন শিরাজী)। খুনশাল (বিশেষ্য) যে ঘরে হত্যা বা খুন করা হয় (মানিকে বান্ধিয়া তবে রাখে খুনশালে-ময়মনসিংহ গীতিকা)। খুন হওয়া (ক্রিয়া) ১ নিহত হওয়া। ২ হত্যা সংঘটিত হওয়া। খুনাখুনি, খুনোখুনি (বিশেষ্য) ১ পরস্পর মারামারি কাটাকাটি; রক্তারক্তি; রক্তপাত। ২ বিষম ঝগড়া-বিবাদ ও দাঙ্গা (দুই দলে খুনাখুনি পড়ে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খুনের খুঁটি (বিশেষ্য) যুপখাষ্ট (ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ- নই)। মাথায় খুন চাপা, মাথায় খুন চড়া (ক্রিয়া) হত্যা করাও সম্ভব এমন উত্তেজিত হওয়া। {(ফারসি) খূন্‌}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word খুনআলুদা Bengali definition [খুন্‌আলুদা] (বিশেষণ) রক্ত রাঙা; রক্ত-রঞ্জিত; রক্তাপ্লুত; রক্তাক্ত (শিমুল গাছটার দিকে চেয়ে মনে হল যেন তার ডালে ডালে নিরাশ প্রেমিকের ‘খুনআলুদা’ হৃৎপিণ্ডগুলো টাঙানো রয়েছে- নই)। {(ফারসি) খুন আলুদাহ}
  • Bengali Word খুন-খারাব Bengali definition [খুন্‌খারাব্] (বিশেষ্য) খুনাখুনি; রক্তারক্তি; হত্যাকাণ্ড (রক্ত সোঁদাল খুন-খারাব-(কাজী নজরুল ইসলাম))। {(ফারসি) খুন-খারাব}
  • Bengali Word খুন-খারাবি, খুন-খারাবী Bengali definition [খুনখারাবি] (বিশেষ্য) হত্যাকাণ্ড; রক্তারক্তি; রক্তপাত (ডরতা নেই আজ খুন-খারাবীতে রক্তলুবব্ধ মন-(কাজী নজরুল ইসলাম))। ২ দাঙ্গা-হাঙ্গামা। ৩ অত্যুজ্জ্বল লাল রং বিশেষ। {(ফারসি) খুন-খারাবী}
  • Bengali Word খুনখুনে Bengali definition [খুন্‌খুনে] (বিশেষণ) ক্রুব্দ; মারমুখো (বখশী আমার পতি সদাই খুনশী-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য) কলহের ছল; কৃত্রিম কলহ; খুনসুড়ি (মোরে পরিচয় দেহ ছাড়হ খুনশী- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(হিন্দী) খুনসী}
  • Bengali Word খুনসুড়ি, খুনসুটি Bengali definition [খুন্‌শুড়ি, খুন্‌শুটি] (বিশেষ্য) ১ কলহের ছল; কৃত্রিম বিবাদ-বিসংবাদ; প্রণয়-কলহ (দিলে দিলে আজ খুনসুড়ি করে দিল্‌লগী .... -(কাজী নজরুল ইসলাম))। ২ তুচ্ছ দোষারোপ ও লঘু কলহ। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খুনি, খুনিয়া, খুনিয়ারা ১ Bengali definition [খুনি, খুনিয়া, খুনিয়ারা] (বিশেষণ) ১ ঘাতক; হত্যাকারী (আম্মা, লাল তেরি খুন কিয়া খুনিয়া -(কাজী নজরুল ইসলাম))। ২ দাঙ্গাবাজ; বিবাদপ্রিয়। ৩ অতিশয় নিষ্ঠুর; ঘাতকের ন্যায় নিষ্ঠুর (স্বার্থে ভরা হায় দুনিয়া, মানুষ এমন হয় খুনিয়া? -গোলাম মোস্তফা; আলীবর্দীর পার্শ্বে দাঁড়ায়ে খুনিয়ারা বেশ নিয়া - আজহারুল ইসলাম)। ৪ রক্তবর্ণ (খুনি রং)। খুনি আসামি (বিশেষ্য) হত্যার দায়ে ধৃত ব্যক্তি। {(ফারসি) খুন বা, ই, ইয়া, ইয়ারা}
  • Bengali Word খুনেরা, খুনিয়ারা ২ Bengali definition [খুনেরা, খুনিয়ারা] (বিশেষণ) রক্তাক্ত; রক্তমাখা; রক্তরাঙা (জয়নালে পরালো এ খুনিয়ারা বেশ কে?-(কাজী নজরুল ইসলাম); এল খুনমাখা তৃণ নিয়ে খুনেরা ফাগুন-(কাজী নজরুল ইসলাম))। {খুনী+আরা>খুনিয়ারা>খুনেরা (স্বরসাম্যে)}
  • Bengali Word খুন্তি, খন্তি Bengali definition [খুন্‌তি, খোন্‌তি] (বিশেষ্য) ১ রন্ধনকার্যে ব্যবহৃত হাতা বিশেষ। ২ ছোট খন্তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খনিত্র>খনিত্ত>খন্তি>খুন্তি}
Closing this window will clear all results and return you back to the search section