- Bengali Word খুন Bengali definition [খুন্] (বিশেষ্য) ১ রক্ত; লহু (ছেড়া কলিজার খুন-মাখা সেই ঠোটের গোলাব-কুঁড়ি-মোহিতলাল মজুমদার)। ২ হত্যা; বধ (খস্রুকে খুন সেই করায়েছে-তারি কাজ নিশ্চয়-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) ১ আকুল; ব্যতিব্যস্ত; নাজেহাল (শুনিয়া গোবু ভাবিয়া হল খুন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিহত। ৩ মৃতপ্রায়; আধমরা (মেরে খুন করা)। ৪ হয়রান; অতিশয় ক্লান্ত; অত্যন্ত পরিশ্রান্ত (পেটের ধান্দায় সারাদিন ঘুরে বাছা আমার খুন হয়ে এসেছে)। খুন-খুবি, খুন-খুবী (বিশেষ্য) ১ রক্তোন্মত্ততা (রণদুন্দুভি মুনি খুন-খুবী ..... -(কাজী নজরুল ইসলাম))। ২ উদ্দীপনার সৌন্দর্য। খুন চড়া (বিশেষ্য) ১ ক্রোধে রক্ত গরম হওয়ার ফলে প্রায় জ্ঞানশূন্য বা উন্মত্ত হওয়া। ২ হত্যা করার প্রবৃত্তি হওয়া। খুন চাপা (বিশেষ্য) ১ ক্রোধে উত্তেজিত হওয়ার ফলে মাথায় রক্ত ওঠা। ২ ক্রোধেন্মত্ত হয়ে হত্যা করার জন্য প্রবৃত্ত হওয়া। খুনজোশি, খুনজোশী (বিশেষ্য) রক্ত-উত্তেজনা; রক্তোন্মাদনা (পশ্চিমে নীলা লোহিতের খুনজোশীতেরে লাগে আগ- নই)। খুনরেজ (বিশেষণ) রক্তপিপাসু (তিনি তাঁহার খুনরেজ নামক তরবারি কোমর হইতে মুক্ত করিয়া হস্তে ধারণ করিলেন ... -ইসমাইল হোসেন শিরাজী)। খুনশাল (বিশেষ্য) যে ঘরে হত্যা বা খুন করা হয় (মানিকে বান্ধিয়া তবে রাখে খুনশালে-ময়মনসিংহ গীতিকা)। খুন হওয়া (ক্রিয়া) ১ নিহত হওয়া। ২ হত্যা সংঘটিত হওয়া। খুনাখুনি, খুনোখুনি (বিশেষ্য) ১ পরস্পর মারামারি কাটাকাটি; রক্তারক্তি; রক্তপাত। ২ বিষম ঝগড়া-বিবাদ ও দাঙ্গা (দুই দলে খুনাখুনি পড়ে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খুনের খুঁটি (বিশেষ্য) যুপখাষ্ট (ঐ খুনের খুঁটিতে কল্যাণ-কেতু, লক্ষ্য ঐ তোরণ- নই)। মাথায় খুন চাপা, মাথায় খুন চড়া (ক্রিয়া) হত্যা করাও সম্ভব এমন উত্তেজিত হওয়া। {(ফারসি) খূন্}
Closing this window will clear all results and return you back to the search section