Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word খুঁট ১, খোঁট, খোট Bengali definition [খুঁটি, খোঁট্‌, খোট্‌] (বিশেষ্য) ১ ধুতি বা শাড়ির প্রান্তভাগ বা কোণ (আঁচলের খুঁটি কি কতকগুলো যত্ন করিয়া বাঁধা.....-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ সুতার প্রান্ত ভাগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোটি> খুট}
  • Bengali Word খুঁট ২ Bengali definition [খুঁট্‌] (বিশেষ্য) খাজনা! {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খুঁট ৩ Bengali definition [খুঁট্‌] (বিশেষ্য) ১ ত্রুটি; দোষ; খুঁত। ২ অসম্পূর্ণ; খণ্ড। খুঁট আখুঁরে, খুঁট আখরিয়া (বিশেষণ) ১ যে কষ্টে নাম সই করতে পারে; ধরে ধরে লেখে বা পড়ে যে; অল্প শিক্ষিত। ২ যে খুঁটে খুঁটে মনোযোগ দেয়। ৩ তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে এমন। খুঁট আখুরি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>খুট্ট>খুঁট}
  • Bengali Word খুঁটন, খোঁটন Bengali definition [খুঁটোন্‌, খোটোন্‌] (বিশেষ্য) ১ নখ বা চঞ্চুর সাহায্যে খোঁচানো বা চিমটানো। ২ কুড়িয়ে নেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √তুড়্‌> (বাংলা) খুট অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্ড্‌>; √খুঁট/খোঁট্‌+অন}
  • Bengali Word খুঁটরানো Bengali definition [খুঁট্‌রানো] (ক্রিয়া) খুঁটে বের করা। {খুঁট + রা +আনো}
  • Bengali Word খুঁটা ১, খুঁটি, খোঁটা ১, খুঁটো Bengali definition [খুঁটা, খুঁটি, খোঁটা, খুঁটো] (বিশেষ্য) খুঁটি; ক্ষুদ্র কাষ্ঠদণ্ড; গোঁজ। খুঁটা গেড়ে বসা (ক্রিয়া) অনেক ক্ষণের জন্য আড্ডা গেড়ে বসা; নড়বার্‌ লক্ষণ নেই এরূপভাবে বসা; অটল হয়ে বসা। খুঁটা পেতে দাঁড়ানো (বিশেষ্য) ১ পা শক্ত করে দাঁড়ানো। ২ দৃঢ় সংকল্পের সঙ্গে কাজে লাগা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোড্‌> (প্রাকৃত) খোঁটা>}
  • Bengali Word খুঁটা ২, খোঁটা ২ Bengali definition [খুঁটা, খোঁটা] (ক্রিয়া) ১ ক্ষুদ্রাকৃতি বস্তু একটি একটি করে কুড়িয়ে তোলা। ২ বেছে নেওয়া; নির্বাচন করা। ৩ পাখির ঠোঁট দিয়ে শস্যকণা তুলে খাওয়া। ৪ নখাঘাত করা (ফলটি খুঁটো না)। খুঁটনি (বিশেষ্য) যা দ্বারা খোঁটা হয়। খুঁটিয়ে দেখা (ক্রিয়া) যত্নপূর্বক সব দিক পরীক্ষা করে দেখা। খুঁটে খাওয়া (ক্রিয়া) ১ কুড়িয়ে খাওয়া। ২ স্বচেষ্টায় অন্ন সংস্থান করা। খুঁটে খেতে শেখা (ক্রিয়া) উপার্জনে সক্ষম হওয়া। দাঁত খোঁটা (ক্রিয়া) খিলাল দিয়ে দাঁতের ফাঁক থেকে ভুক্তাবিশিষ্ট খাদ্যকণা বের করা। {খুঁট+আ}
  • Bengali Word খুঁটা ৩, খোঁটা ৩ Bengali definition [খুঁটা, খোঁটা] (বিশেষ্য) ১ কলঙ্ক; নিন্দা; দোষ (আমার লাগিয়া দেশ বিদেশে তোমার থাকা খুঁটা -পূর্ববঙ্গ গীতিকা)। ২ গঞ্জনা। খোঁটা দেওয়া (ক্রিয়া) গঞ্জনা দেওয়া; দোষ দেওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ত্রুটি>}
  • Bengali Word খুঁটি, খুঁটী Bengali definition [খুঁটি] (বিশেষ্য) ১ বাঁশ বা কাঠের থাম। ২ অবলম্বন; নির্ভর। ৩ সেতার; এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের তার বাঁধার কাষ্ঠদণ্ড। খুঁটি গাড়া (ক্রিয়া) ১ নৌকা বাঁধা। ২ শক্ত বা স্থায়ী হয়ে বসা। খুঁটির জোর (বিশেষ্য) মুরুব্বির পৃষ্ঠপোষণ; যোগ্য মুরুব্বির অবলম্বন বা নির্ভর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষোড> প্রাচীন বাংলা) খোটেয়> খুন্টি> (বাংলা) খুঁটি}
  • Bengali Word খুঁটিনাটি Bengali definition [খুঁটিনাটি] (বিশেষ্য) ১ কোনো বিষয়ের ছোট বড়ো সব কিছু; সূক্ষ্মাতিসূক্ষ্ম সকল বিষয়। ২ তুচ্ছ বা নিতান্ত সামান্য দোষত্রুটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ত্রুটি> + (অনুকারক শব্দ, শব্দদ্বৈত) নাটি}
  • Bengali Word খোঁটা ২, খুঁটা ২ Bengali definition [খোঁটা, খুঁটা] (ক্রিয়া) ১ দন্ত চঞ্চু নখ দ্বারা ছিন্ন করা বা খোচানো। ২ ক্ষুদ্র বস্তু একটি করে সংগ্রহ করা বা তুলে নেওয়া। ৩ শলাকা দ্বারা খোঁচানো (দাঁত খোঁটা)। □ (বিশেষ্য), (বিশেষণ) পূর্বোক্ত সকল অর্থে। খোঁটানো (ক্রিয়া) অন্যকে দিয়ে খুঁটিয়ে নেওয়া। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্‌; খোঁট+আনো}
Closing this window will clear all results and return you back to the search section