Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কেরামত, কারামত, কেরামতি Bengali definition [কেরামত্‌, কারামত্‌, কেরামাতি] (বিশেষ্য) ১ ক্ষমতা, শক্তি, প্রতাপ। ২ অলোকিক ক্ষমতা; ঐশীশক্তি; বুজুর্গি (নবীকুল কেরামত ক্ষিতিতে প্রচন্ড-সৈয়দ আলাওল ; কিন্তু কেরামতি চাই শুধু ভক্তিতত্বে চলবে না-রাজশেখর বসু (পরশু))। ৩ বাহাদুরি; নৈপুণ্য। ৪ ফের; বিপর্যয় (নসীবের কেরামত! এতদিনে বুঝি শেষ হয়ে এল জাহান্নামের পথ -মোহিতলাল মজুমদার)। কেরামতকারী (বিশেষ্য), (বিশেষণ) ক্ষমতার অধিকারী; প্রতাপশালী (মহন্ত পন্ডিতগুরু কেরামতকারী-সৈয়দ আলাওল)। কেরামতি (বিশেষণ) জাদুময়; অলৌকিক ক্ষমতাসম্পন্ন (কেরামতী মাথার টুপি দরিয়ায় ভাসাইয়া-পূর্ববঙ্গ গীতিকা)। {(আরবি) কারামত}
Closing this window will clear all results and return you back to the search section