Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কেবল Bengali definition [কেবোল্‌] (বিশেষণ) ১ একমাত্র; শুধু (কেবল আপনিই আমার সহায়)। ২ অবিরাম; নিরন্তর; সর্বদা (কেবল কথাআর কথা)। ৩ অমিশ্র; নিরবচ্ছিন্ন (কেবল সুখ)। ৪ অনন্য (কেবল একই কথা)। ৫ অদ্বিতীয়; অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ)। ৬ অধিকারী; শুদ্ধ (কেবলাত্না)। ¨ (ক্রিয়াবিশেষণ) ১ এইমাত্র; সবে (কেবল এসেছি)। ২ অবিরত (কেবল কাঁদছে)। কৈবল্য বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কেব্‌+অল(কলচ্‌)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word কেবলা ১, ক্যাবলা Bengali definition [কেব্‌লা, ক্যাব্‌লা] (বিশেষণ) স্থূলবুদ্ধি; বোকা (কেবলার মত আমি তখন একটুখানি হে হে করেছিলুম-সৈয়দ মুজতবা আলী)। কেবলরাম (বিশেষ্য) মূর্খলোক; যে লোকের বুদ্ধি স্থূল বা মোটা। { (আরবি) কাবিল=উপযুক্ত; (ব্যাঙ্গার্থে) অনুপযুক্ত}
  • Bengali Word কেবলা ২, কিবলা Bengali definition [কেব্‌লা, কিব্‌লা] (বিশেষ্য) ১ মক্কার কা’বা গৃহ; যার দিকে মুখ করে নামাজ পড়া হয়। ২ পিতামাতা বা শিক্ষকের স্থলাভিষিক্ত হতে পারেন এমন শ্রদ্ধেয় ব্যাক্তি; পিতা (আপনার কেবলা সাহেব তাঁর এই গোলামের উপর বড়ই মেহেরবান ছিলেন-কাজী ইমদাদুল হক)। {(আরবি) কিবলাহ}
Closing this window will clear all results and return you back to the search section