Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কুল ১ Bengali definition [কুল্‌] (বিশেষ্য) ১ বংশ; গোষ্ঠী; গোত্র (তার তিন কুলে কেউ নেই)। ২ সদ্বংশ। ৩ আভিজাত্য; বংশমর্যাদা; কৌলীন্য। ৪ সন্তান। ৫ গৃহ; সমাজ (কুলত্যাগ)। ৬ ভবন; আবাস(গুরুকুল)। ৭ বর্ণ; জাতি(ক্ষত্রকুলে জন্ম মম-মাইকেল মধুসূদন দত্ত)। ৮ পুঞ্জ; সমূহ; গণ(বরসিল পুস্পাসার দেবকুল মিলি-মাইকেল মধুসূদন দত্ত)। ৯ যুথ; পাল (শিবাকুল, গৃধিনী, শকুনি… ফেরে কোলাহলে-মাইকেল মধুসূদন দত্ত)। ১০ দেশ; জনপদ। কুলকন্টক (বিশেষ্য) বংশের কলঙ্কস্বরূপ ব্যক্তি; যে লোক বংশের আপদ ডেকে আনে। কুলকন্যা, কুলকামিনী, কুলনারী, কুলবতী, কুলবধূ, কুলবাংলা, কুলস্ত্রী (বিশেষ্য) ১ সৎকুলের কন্যা বা বধূ, অভিজাত বংশের মেয়ে (সমাজ পিঞ্জরে একটি কুলনারীও অবশিষ্ট থাকবে না-রবীন্দ্রনাথ ঠাকুর; প্রজা যদি কোন কুলকামিনী হয়-আসকার ইবনে শাইখ)। ২ সতী নারী। কুলকরা ( ক্রিয়া) কুলীনের ঘরে বৈবাহিক সন্বন্ধ স্থাপন করা। কুলকর্ম, কুলক্রিয়া (বিশেষ্য) ১ কুলের উপযুক্ত ক্রিয়াকলাপ। ২ কুলীনের বা উপযুক্ত ঘরে পুত্র কন্যার বিবাহ দান। কুলকলঙ্ক (বিশেষ্য) বংশের গ্লানি বা অগৌরব। ⧠ (বিশেষণ) চরিত্রদোষে কুলের কলঙ্ক জন্মায় এমন। কুলকলঙ্কিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) যে নারীর চরিত্রদোষে কুলের কলঙ্ক জন্মে; কুলত্যাগিনী; পতিতা নারী। কুলকলঙ্কী (পুংলিঙ্গ)। কুলকামিনী (বিশেষ্য) কুলকন্যা। কুলক্রম (বিশেষ্য) বংশের রীতি ধারা। কুলক্রিয়া (বিশেষ্য) কুলকর্ম। কুলক্ষয়, কুলনাশ (বিশেষ্য) বংশ নাশ; বংশ লোপ। কুলগর্ব ( বিশেষ্য) সদ্বংশে জন্মের জন্য অহঙ্কার, আভিজাত্যের অভিমান। কুলগুরু ১ বংশের গুরু; পরিবারের ধর্মোপদেষ্টা। ২ শিষ্য কুলের বংশপরস্পরাগত গুরু। কুলগৌরব (বিশেষ্য) ১ বংশের মর্যাদা বা সন্মান। ২ যে ব্যক্তি বংশের গৌরবস্বরুপ। কুলঘ্ন (বিশেষণ) বংশ লোপকারী ; কুলনাশক। কুলচ্যুত (বিশেষণ) ১ স্বীয় বংশ হতে ভ্রষ্ট; কুলভ্রষ্ট। ২ জাতিচ্যুত; স্বীয় জাতি থেকে বহিস্কৃত। কুলজ ( বিশেষ্য) সদ্বংশজাত; কুলীন। কুলজা (স্ত্রীলিঙ্গ)। কুলজি, কুলজী,কুলুজী (বিশেষ্য) বংশের ইতিহাস; নসবনামা; বংশ-পরিচয়; বংশ-তালিকা; কুলপঞ্জি (প্রিয় অশ্বগুলির কুলজী প্রস্তুত করিয়া যত্নের সহিত উহা রক্ষিত-মোহাম্মদ বরকতুল্লাহ)। কুলজ্ঞ (বিশেষ্য) বংশের পরিচর্যাদি জানে এরূপ ব্যক্তি। কুলটা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভ্রষ্টা; অসতী স্ত্রী; কুল বা স্বামীগৃহ ত্যাগ করে যে রমনী (গোঁড়া ব্রাহ্মন বাবা কুলটা কন্যাকে বাড়ীতে ঢুকতে দিলেন না-হেমায়েত হোসেন। কুলট (পুংলিঙ্গ)। কুলতিলক, কুলপ্রদীপ, কুলভূষণ (বিশেষ্য), (বিশেষণ) ১ যার গুণে ও ক্ষমতায় বংশের গৌরব বৃদ্ধি পায়। ২ বংশের শিরোমণি। কুলত্যাগ (বিশেষ্য) ১ স্বীয় বংশ বা স্বামীগৃহ ত্যাগ করা। ২ কুপথগামী হওয়া; কুলধর্ম বিসর্জন দেওয়া; কুলটা হওয়া। কুলত্যাগিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ যে কুল বা স্বামীগৃহ ত্যাগ করে। ২ কুলটা বা কুলধর্ম বিসর্জনকারিণী। কুলত্যাগী (পুংলিঙ্গ)। কুলদৃষক, কুলদুষণ (বিশেষ্য), (বিশেষণ) কুলাঙ্গার; কুলে কলঙ্ক লেপন করে যে। কুলদেবতা (বিশেষ্য) হিন্দুদের বংশানুক্রমে পূজ্য দেবতা। কুলধর্ম (বিশেষ্য) বংশগত আচার অনুষ্ঠান; স্বজাতীয় ধর্ম; কুলাচার। কুলনারী (বিশেষ্য) কুলকন্যা। কুলনাশ (বিশেষ্য) কুলক্ষয়। কুলনাশক (বিশেষ্য ), (বিশেষণ) কুলনাশকারী; বংশ লোপকারী। কুলনাশন (বিশেষ্য) কুলক্ষয় করণ; বংশ লোপকরণ। কুলপঞ্জি বি বংশতালিকা; নসবনামা; বংশপরিচয়। কুলপতি (বিশেষ্য) বংশের প্রধান ব্যক্তি; গোষ্ঠীর প্রধান; কুলশ্রেষ্ঠ। কুলপাংশুল (বিশেষ্য), (বিশেষণ) বংশের কলঙ্ক; কুলাঙ্গার(মোসলেম-কুল-পাংশুল নীচ নরাধমগণ-ইসমাইল হোসেন শিরাজী)। কুলপুত্র (বিশেষ্য) ১ সদ্বংশজাত পুত্র বা ব্যক্তি। ২ বংশের মর্যাদারক্ষক পুত্র। কুলপুরোহিত (বিশেষ্য) বংশানুক্রমে পৌরহিত্যকারী যাজক ব্রাহ্মণ । কুলপ্রদীপ (বিশেষ্য) কুলতিলক। কুলবতী (বিশেষণ) বংশগৌরব রক্ষার উপযুক্ত গুণসম্পন্না । কুলবধু (বিশেষ্য) লজ্জা প্রভৃতি গুণসম্পন্না বৌ। কুলবালা (বিশেষ্য) কুলকন্যা। কুলব্রত (বিশেষ্য) বংশানুক্রমে আচরিত অনুষ্ঠান। কুলভঙ্গ (বিশেষ্য) বংশমর্যাদাহানি; কোলীন্য নাশ। কুলভঙ্গ করা (ক্রিয়া ) নিজ কুল থেকে নিম্ন কূলে পুত্র-কন্যাদির বিবাহ দিয়ে কুলমর্যাদায় হীন হওয়া। কুলভূষণ (বিশেষ্য) কুলতিলক। কুল ভ্রষ্ট (বিশেষণ) পতিত; স্বীয় কুল বা বংশ থেকে পতিত বা বিচ্যুত। কুলভ্রষ্টা (স্ত্রীলিঙ্গ)। কুলমজানে (বিশেষণ) বংশের মর্যাদা নষ্টকারী। কুল মজানো (ক্রিয়া) খারাপ কর্মাদি দ্বারা বংশমর্যাদা নষ্ট করা। কুলমর্যাদা, কুলমান (বিশেষ্য) ১ বংশের সন্মান; কুলের গৌরব; আভিজাত্য। ২ হিন্দু সমাজে কুলীনের প্রাপ্য দক্ষিণা। কুল রাখা (ক্রিয়া) ১ কুলাচার রক্ষা করা। ২ কৌলীন্য বজায় রাখা। ¨ (বিশেষ্য) চরিত্র বিশুদ্ধ রাখা। কুলরাখা কি শ্যাম রাখা (ক্রিয়া) একদিকে শ্যামের সঙ্গে অবৈধ প্রণয়, অন্যদিকে সতীধর্ম ও বংশের সন্মান রক্ষা-রাধিকার মতো এই বিপরীত আকর্ষণের মধ্যে পড়া। ২ ((আলঙ্কারিক))উভয় সংকটে পড়া। কুলর্ষভ (বিশেষ্য) ১ কুলশ্রেষ্ঠ; বংশের প্রধান। ২ জাতির গৌরব (তোমরা বীরের পুত্র বীর-কুলর্ষভ-কায়কোবাদ)। কুললক্ষন (বিশেষ্য) সৎকুলের নয়টি গুণ-আচার, বিনয়, বিদ্যা, প্রতিষ্ঠা, তীর্থদর্শন, নিষ্ঠা, আবৃতি, তপস্যা, দান-এই নয়টি। কুললক্ষী (বিশেষ্য) ১ গৃহস্থিত সাধ্বী নারী। ২ বংশের কল্যাণস্বরুপা বধূ। ৩ হিন্দু সমাজে বংশের অধিষ্ঠাত্রী ও কুলের হিতকারিণী দেবী(স্বপ্নে তব কুললক্ষী কয়ে দিলা পরে-মাইকেল মধুসূদন দত্ত)। কুলশীল (বিশেষ্য) বংশ ও চরিত্র(অজ্ঞাত কুলশীল)। ¨ (বিশেষণ) সদ্বংশে জন্ম ও সাধু স্বভাব(কুলশীল রূপবান নিজ বংশ সমান-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কুলস্ত্রী (বিশেষ্য) সতী সাধ্বী কুলবধূ। কুলে কাঁটা দেওয়া (ক্রিয়া) বংশের গৌরববৃদ্ধির পথে বিঘ্ন উৎপাদন করা। কুলে কালি দেওয়া (ক্রিয়া) কুকর্ম করে বংশকে কলঙ্কিত করা। কুলের বাতি (বিশেষ্য) ১ কুলগৌরব। ২ বংশের একমাত্র সন্তান। কুলের বাহির হওয়া (ক্রিয়া) কুলত্যাগ করা। একুল ওকুল দুকুল যাওয়া -((আলঙ্কারিক))সব দিক দিয়ে ক্ষতিগ্রস্থ হওয়া, উভয় দিক থেকে বঞ্চিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুল+অ(ক)}
  • Bengali Word কুল ২ Bengali definition [কুল্‌] (বিশেষ্য) বদরী ফল; বরই; এক প্রকার অম্লস্বাদ ফল। কুলকাসুন্দি (বিশেষ্য) কুলের আচার(কুলকাসুন্দীতে দিবে জন্বীরের রস-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।{(তৎসম বা সংস্কৃত শব্দ) কোলি, কোল>কুল}
  • Bengali Word কুল ৩ Bengali definition [কুল্‌] (বিশেষ্য) তান্ত্রিক সাধনপন্থা; তান্ত্রিক ধর্ম-সম্প্রদায়বিশেষ। কৌল (বিশেষণ) । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√লা+অ(ক)}
  • Bengali Word কুল ৪ Bengali definition [কুল্‌] (বিশেষণ) সমগ্র; সমস্ত (কুল মখলুকে জাকে রোমাঞ্চ-শাহাদাত হোসেন)। বিলকুল (বিশেষ্য) সমুদয়; বেবাক; সমস্ত(ভুল হয়ে গেছে বিলকুল-বুদ্ধদেব বসু)। {(আরবি) কুল্ল}
  • Bengali Word কুলকুচা, কুলকুচো Bengali definition [কুল্‌কুচা, কুল্‌কুচো] (বিশেষ্য) কুলি; মুখের ভিতর পানি দিয়ে পরিস্করণ; পরিস্কার করার জন্য মুখভর্তি পানি দিয়ে ইতস্তত সঞ্চালন; gurgling । { (তুলনীয়)হি.‘কুলকুলানা’}
  • Bengali Word কুলকুন্ডলিনী Bengali definition [কুলোকুন্‌ডোলিনি] (বিশেষ্য) ১ হিন্দু তন্ত্র ও যোগাশাস্ত্রানুসারে জীবের মুলধারস্থ কুন্ডলাকৃতি শিবশক্তিবিশেষ। ২ ((আলঙ্কারিক)) জীবনীশক্তি; প্রাণ-সঞ্জীবনী শক্তি (আমাদের জাতীয় কুলকুন্ডলিনী যদি জাগ্রত করতে হয়-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+কুন্ডলিনী}
  • Bengali Word কুলকুল Bengali definition [কুল্‌কুল্‌] (অব্যয়) বারিধারার মৃদু কলকল ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কুলক্ষণ Bengali definition [ কুলক্‌খোন্‌] (বিশেষ্য) ১ অশুভ চিহৃ; খারাপ লক্ষণ। ¨ (বিশেষণ) অশুভ লক্ষণযুক্ত ; দুর্ভাগা। কুলক্ষণা, কুলুক্ষণে (স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+লক্ষণ; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word কুলগ্ন Bengali definition [কুলগ্‌নো] (বিশেষ্য) অশুভক্ষণ; অশুভ রাশি সংক্রান্ত মূহুর্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+লগ্ন; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word কুলঙ্গি, কুলুঙ্গি Bengali definition [কুলঙ্‌গি, কুলুঙ্‌গি] (বিশেষ্য) জিনিসপত্র রাখার জন্য দেয়ালের মধ্যস্থিত ছোট খোপ (কর্তৃজনের ভয়ে কাব্য কুলুঙ্গিতে তোলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুড্য+অঙ্ক>}
  • Bengali Word কুলজি Bengali definition কুল১
  • Bengali Word কুলটা Bengali definition কুল১
  • Bengali Word কুলত্থ Bengali definition [কুলত্‌থো] (বিশেষ্য) একপ্রকার কলাই। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল=√স্থা+অ(ক)}
  • Bengali Word কুলপি, কুলফি Bengali definition [কুল্‌পি, কুল্‌ফি] (বিশেষ্য) বরফ জমানোর জন্য ব্যবহৃত টিনের চোঙ বা নলবিশেষ; বরফ জমাট করার ছাঁচ। কুলফি বরফ (বিশেষ্য) কুলপি বা টিনের ছাঁচে জমানো বরফ। কুলফি মালাই (বিশেষ্য) মালাই বরফ; দুধ-চিনি মিশ্রিত কুলপিতে জমানো বরফ। {(আরবি) কুলফ+ই}
  • Bengali Word কুলা, কুলো Bengali definition [কুলা, কুলো] (বিশেষ্য) শূর্প; ধান্যাদি শস্য ঝাড়ার অর্ধবৃত্তাকার ডালবিশেষ। ছাই ফেলতে ভাঙ্গা কুলো-তুচ্ছ কাজের জন্য নিযুক্ত নগণ্য লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল্য>কুল্ল> +আ, ও=কুলা, কুলো}
  • Bengali Word কুলাঙ্গার Bengali definition [কুলাঙ্‌গার্‌] (বিশেষ্য) কুলকলঙ্ক; কুলের কালি; যার চরিত্রদোষে কুলের কলঙ্ক হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+অঙ্গার; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কুলাচল, কুলাদ্রি Bengali definition [কুলাচল্‌, কুলাদ্‌দ্রি] (বিশেষ্য) হিমালয়; মহেন্দ্র; মলয়; সহ্য; শক্তিমান; ঋক্ষ; বিন্ধ্য; পারিষাত্র (বা পারিপাত্র)-পুরাণে উল্লিখিত এই আটটি পর্বত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+অচল, অদ্রি; (কর্মধারয় সমাস) }
  • Bengali Word কুলাচার Bengali definition [কুলাচার্‌] (বিশেষ্য) ১ কুলে প্রচলিত আচরণ; কুলধর্ম; বংশগত আচার। ২ তান্ত্রিক আচারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+আচার; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কুলাচার্য Bengali definition [কুলাচারজো] (বিশেষ্য) ১ হিন্দুদের কুল-পুরোহিত বা ধর্মগুরু। ২ বংশ পরম্পরাগত পারিবারিক ধর্মোপদেষ্টা। ৩ তান্ত্রিক ধর্মসম্প্রদায় বিশেষের গুরু। ৪ কুলের পরিচয় প্রদান করা যার ব্যবসা; ঘটক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+আচার্য; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কুলাদ্রি Bengali definition কুলাচল
  • Bengali Word কুলানো Bengali definition [কুলানো] (ক্রিয়া) ১ যথেষ্ট হওয়া; প্রয়োজন মেটা; অভাব দুর হওয়ার মতো হওয়া (এই বেতনে আর কত কুলাবে)। ২ জায়গা পাওয়া; স্থান সংকুলান হওয়া (এখানে এত লোকের কুলানো অসম্ভব)। ৩ সংস্থান বা উপায় করা; বন্দোবস্ত করা(এত অল্প টাকায় কুলাবে কিরুপে?) ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√কুলা+আনো=কুলানো}
  • Bengali Word কুলাভিমান Bengali definition [কুলাভিমান্‌] (বিশেষ্য) আভিজাত্যের অহঙ্কার। উচ্চবংশে জন্মের জন্য গর্ব (বর্তমানেও কুলাভিমান লইয়া ইহা অপেক্ষা বৃহত্তর-রবীন্দ্রনাথ ঠাকুর)। কুলাভিমানী (-ণিন্‌) (বিশেষণ) । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+অভিমান; (তৎপুরুষ সমাস)
  • Bengali Word কুলায় Bengali definition [কুলায়] (বিশেষ্য) ১ নীড়; পাখির বাসা। কুলায়স্থ (বিশেষণ) বাসাস্থিত; নীড়স্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুল+আয়; (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word কুলায়িকা Bengali definition [কুলায়িকা] (বিশেষ্য) ১ চিড়িয়াখানা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুলায়+√ক(ঠন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word কুলাল Bengali definition [কুলাল] (বিশেষ্য) কুমোর; কুম্ভকার। কুলালচক্র (বিশেষ্য) কুমারের চাক; কুম্ভকার -চক্র (সংসারে ভাবের ও জ্ঞানের যে সকল বড়ো বড়ো কুলালচক্র ঘুরছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুল্‌+আল(কালন্‌)}
Closing this window will clear all results and return you back to the search section