Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কুঠি , কোঠা Bengali definition [কুঠি, কোঠা] (বিশেষ্য) ১ ইষ্টকনির্মিত গৃহ; অট্টালিকা। ২ বাংলো; বাড়ি; গৃহ; আবাস (সাহেচের কুঠি)। ৩ বাণিজ্যালয়; ব্যবসায়ীর কার্যালয়; পণ্যশালা (নীলকুঠি)। কুঠিয়াল, কুঠেল (বিশেষ্য) কুঠির কর্তা মালিক বা অধ্যক্ষ। ২ কুঠিতে কার্যরত লোক (এ-দিকে বাজে দর্শকের মধ্যে দুএকজন কুটেল চোরা-গোপ্তা মাচ্চেন-কালীপসন্ন সিংহ)। ৩ বণিক; সওদাগর (তাঁর টাকা তাঁর কড়ি তাঁরি লোকজন। মাঝে থেকে লুটে খায় কুঠেল…-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোষ্ঠিকা>কোট্‌ঠিআ>কোঠি, কুঠি}
Closing this window will clear all results and return you back to the search section