- Bengali Word কাম ১ Bengali definition [কাম্] (বিশেষ্য) কদন; কন্দর্প; অনঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অ(অণ্); (তৎসম বা সংস্কৃত শব্দ) √কামি+অ(অচ্)}
- Bengali Word কাম ২ Bengali definition [কাম্] (বিশেষ্য) ১ কাজ; কর্ম (না বুঝিয়া করে কাম শেষে হয় বদনাম-মীর মশাররফ হোসেন)। ২ প্রয়োজন; দরকার (গুণ না থাকিলে, তার রূপে কিবা কাম-দৌলত উজির বাহরাম খান)। কাম-কাজ (বিশেষ্য) কাজ; যে কাজে সংসার চালানোর জন্যে অর্থ পাওয়া যায় (কাম-কাজ অথবা কাজ-কাম কিছুই নেই)। কাম-চোর (বিশেষণ) অলস; ফাঁকিবাজ (কামচোরের শাস্তিই হলো মেদবৃদ্ধি-রাহুল সাংকৃত্যায়ন)। কামসেরেছে (ক্রিয়া) বিপদের আশঙ্কা করা (স্যার এ দিকেই আসছেন, কাম সেরেছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্ম> (প্রাকৃত) কম্ম>কাম}
- Bengali Word কাম ৩ Bengali definition [কাম্] (বিশেষ্য) ১ সম্ভোগেচ্ছা (কামাতুর)। ২ কামনা; ইচ্ছা; অভিলাষ (সিদ্ধকাম)। ৩ অনুরাগ। কামকলা (বিশেষ্য) রতিশাস্ত্র; রতিবিদ্যা। কামকেলি (বিশেষ্য) যৌন সম্ভোগ; রতিক্রীড়া। কামগ, কাগম, কামগামী (বিশেষণ) আপন ইচ্ছামতো যেখানে সেখানে অতি দ্রুত যেতে সমর্থ এমন (কামগম বিহঙ্গম-রাজ…সহসা অতি প্রকাণ্ড কলেবর ধারণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কামগন্ধ (বিশেষ্য) কামের আভাস বা লেশ। কামচর (বিশেষণ) ১ স্বেচ্ছাবিহারী; যে ইচ্ছাপূর্বক সকল স্থানে যেতে পারে; সর্বত্রগামী। ২ স্বেচ্ছাচারী। কামচার (বিশেষ্য) স্বেচ্ছাচার; আপন ইচ্ছানুরূপ চলা; যথেচ্ছাগমন। □ (বিশেষণ) স্বেচ্ছাচারী; যথেচ্ছাগামী। কামচারী ( বিশেষণ) ১ স্বচ্ছন্দ গমনশীল; স্বেচ্ছাবিহারী (অমিত্রাক্ষর কবিতা কামচারী-প্রথম চৌধুরী)। ২ স্বেচ্ছাচারী। ৩ ব্যভিচারী; লম্পট প্রকৃতির; কামের বশীভূত। কামচারিণী (স্ত্রীলিঙ্গ)। কামজ (বিশেষণ) ১ যৌনসম্ভোগের ইচ্ছা থেকে জাত (সে তাহার পিতামাতার কামজ সন্তান-(কাজী নজরুল ইসলাম))। ২ বাসনাজাত। কামজ্বর (বিশেষ্য) কামাগ্নি; প্রবল কামপ্রবৃত্তি।কামতন্ত্র (বিশেষ্য) ১ কাম বা রতি পরতন্ত্র (কুলবধূ কামতন্ত্র, বেজক মুরল যন্ত্র বালুকা সহিত জল পূরে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ রতিশাস্ত্র। কামদ, কামপ্রদ (বিশেষণ) অভীষ্টপূরক; প্রার্থিত বস্তু দান করে এমন। কামদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অভীষ্টদাত্রী; কামনাদায়িনী (শুনেছি কামদা নাকি দেবেন্দ্রের পুরী-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) কামধেনু। কামদেব (বিশেষ্য) হিন্দুদের মন্মথ বা মদনদেব; প্রেমের দেবতা। কামধেনু, কামদুঘা (বিশেষ্য) হিন্দু পুরাণে বর্ণিত অভীষ্টদায়িকা গাভী-সুরভি, নন্দিনী ইত্যাদি(দাও ত্বরা করি কামদুঘা সুরভির দুগ্ধধারা-মোহিতলাল মজুমদার; কামদুঘা বঙ্গভূমি-আসকার ইবনে শাইখ)। কামপত্নী (বিশেষ্য) হিন্দুদের রতিদেবী। কামপ্রদ ⇒ কামদ। কামবাই (বিশেষ্য) কামাসক্তি; প্রবল সঙ্গমেচ্ছা; কামোন্মত্ততা। কামবাণ, কামশর (বিশেষ্য) ((আলঙ্কারিক)) মদনের সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন নামক পঞ্চবাণ; কামোদ্দীপক শর। কামরূপ, কামরূপী২ (বিশেষণ) ১ ইচ্ছারূপী; ইচ্ছামতো রূপ ধারণে সমর্থ (কামরূপী তবাগ্রজ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সুন্দর মনোহর কান্তি; মদনের মতো রূপধারী (কামরূপী মোর গৃহে বাড়ে কোন জন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কামরূপা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বেচ্ছাক্রমে রূপধারিণী (অনিমেষে রূপ ধরি কামরূপা আমি নাথ সেবিব তোমারে-মাইকেল মধুসূদন দত্ত)। কামলতা (বিশেষ্য) কামিনী (যা কিছু যে চাহে অমনি পায় সে তারে; কামধুকে যথা কামলতা-মাইকেল মধুসূদন দত্ত)। কামশর⇒কামবাণ।কামশাস্ত্র, কামসূত্র (বিশেষ্য) রতিশাস্ত্র; কামকলা সম্বন্ধীয় শাস্ত্র। কামসখ (বিশেষ্য)বসন্ত ঋতু। কামস্তুতি (বিশেষ্য) কামদেবের উদ্দেশ্যে স্তব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অ(ঘঞ্)}
- Bengali Word কামট Bengali definition [কামোট্] (বিশেষ্য) হাঙ্গর (ওদিকে কুমীর কামটের ভয়-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামট}
- Bengali Word কামটঙ্গি , কামটুঙ্গি Bengali definition [কাম্টোঙ্গি, কাম্টুঙ্গি] (বিশেষ্য) পুকুরের মধ্যে বা উচ্চস্থানে নির্মিত ধনীদের গ্রীষ্মাবাসের জন্য একরূপ বিলাসগৃহ ; জলটুঙ্গি (বইয়া আছে ডিঙ্গাধর কামটঙ্গি ঘরে-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+তুঙ্গ+ই>কামটঙ্গি, কামটুঙ্গি}
- Bengali Word কামঠ Bengali definition [কামোঠ্] (বিশেষ্য) কচ্ছপের মাংস। □ (বিশেষণ) কচ্ছপ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কমট(কচ্ছপ)+ষ্ণ=কামট}
- Bengali Word কামড় Bengali definition [কামোড়্] (বিশেষ্য) ১ দংশন; দাঁতের চাপ বা আঘাত (সাপের কামড়)। ২ নির্দয় দাবি বা চাপ; অন্যায় লোভ (মহাজনের সুদের কামড়)। ৩ যন্ত্রণা; বেদনা (পেটের কামড়)। কামড় কাটা, কামড় দেওয়া, কামড় বসানো, কামড় মারা (ক্রিয়া) ১ দাঁত দিয়ে দংশন করা; দন্তাঘাত করা। ২ অধিক অর্থাদি দেওয়ার জন্য চাপ দেওয়া। কামড়াকামড়ি (বিশেষ্য) ১ পরস্পর দংশন। ২ মারামারি। কামড়ানো, কামড়ান (ক্রিয়া) ১ দংশন করা; দাঁত দ্বারা আঘাত করা। ২ দাবি করা; দাবি আদায়ের জন্য চাপ দেওয়া। ৩ বেদনা বা যন্ত্রণাবোধ করা; শূলানো। ৪ সজোরে চেপে ধরা (মেশিনে হাত কামড়ে ধরেছে)। ৫ দৃঢ়সঙ্কল্প হয়ে থাকা (ভিটে-মাটি কামড়ে থাকা)। কামড়ানি, কামড়ি (বিশেষ্য) ব্যথা; যন্ত্রণাবোধ; শূল। কামড়ে ধরা, কামড়াইয়া ধরা (ক্রিয়া) ১ দাঁত দিয়ে ধরা; দাঁতে কামড় দিয়ে ধরা। ২ আঠার মতো চেপে ধরা। তেলকামড়া (বিশেষণ) কাপড়ে তেলের মতো লেগে থাকে এমন, সহজে ছাড়তে চায় না এমন। তেল কামড়ি বি। পেট কামড়ানি (বিশেষ্য) ১ পেটের যন্ত্রণা; পেটের অসুখ। ২ গোপন কথা বলার জন্য অস্থিরতা। বিষপিঁপড়ার কামড় (বিশেষ্য) গা জ্বালাকর যন্ত্রণাদায়ক আক্রমণ (কথা তো নয় বিষপিঁপড়ার কামড়)। মরণ কামড় (বিশেষ্য) যে কামড়ের ফল মৃত্যু। ((আলঙ্কারিক )) চরম সর্বনাশকর আক্রমণ। হাত কামড়ানি (বিশেষ্য) ক্ষোভ; মনস্তাপ; আফসোস। {(প্রাকৃত) কম্মণ>কম্মড়>}
- Bengali Word কামদানি , কামদানী Bengali definition [কাম্দানি] (বিশেষ্য) ১ কাপড়ে ফুল তোলার কাজ; এমব্রয়ডারি। ২ সলমা চুমকির কাজ-করা কাপড়। ৩ তুলার কাপড়ের উপর জরি বসানোর কাজ। { (বাংলা) কাম+ (ফারসি) দানি}
- Bengali Word কামদার Bengali definition [কাম্দার্] (বিশেষণ) ১ কারুকার্যবিশিষ্ট (জরির কামদার মখমলের বালিশ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ কারচুপি (নকশার) কাজ করা জিনিস; নকশার কাজ-করা কাপড় (কামদার টুপি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> (বাংলা) কাম+ (ফারসি)দার}
- Bengali Word কামধুক Bengali definition [কাম্ধুক্] (বিশেষ্য) কামধেনু (যা কিছু যে চাহে; অমনি সে পায় তারে; কামধুকে যথা কমলতা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+√দুহ্+ক্বিপ্}
- Bengali Word কামনা Bengali definition [কামোনা] (বিশেষ্য) বাসনা; ইচ্ছা; মনোরথ; অভিলাষ। কামনা-পরাগ (বিশেষ্য) বাসনারূপ পুষ্পের রেণু (রইল যে তবু কামনা-পরাগ গন্ধটুকু ভেসে-জাহানারা আরজু)।{( তৎসম বা সংস্কৃত শব্দ) √কামি+অন(যুচ্)+আ(টাপ্)
- Bengali Word কামবর্ত্ম Bengali definition [কাম্বর্তোঁ] (বিশেষ্য) কামপথ (কামবর্ত্মে করে রঙ্গ কামিনীসঙ্কুল-সাবিরিদ খান)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+বর্ত্ম}
- Bengali Word কামরা Bengali definition [কামরা] (বিশেষ্য) কক্ষ; কুঠরি; ঘর। {(পর্তুগিজ) Camara}
- Bengali Word কামরাঙা , কামরাঙ্গা Bengali definition [কাম্রাঙা, কাম্রাঙ্গা] (বিশেষ্য) পাঁচটি শিরাযু্ক্ত অম্লমধুর ফলবিশেষ। কামরাঙা শাঁখা (বিশেষ্য) হাতের অলঙ্কারবিশেষ (সোনাতে বান্ধাইয়া দিবাম কামরাঙ্গা শাখা-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মরঙ্গ>কারাঙ্গ+আ=কামরাঙ্গা, কামরাঙা}
- Bengali Word কামরূপী ১ Bengali definition [কামরুপি] (বিশেষণ) ১ কামরূপ দেশজাত। ২ কামরূপ দেশ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামরূপ+ঈ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কামলা ১ , কামিলা Bengali definition [কাম্লা, কামিলা] (বিশেষ্য) দিনমজুর; যারা দিন-মজুরি করে খায় (কামলারা খেতি করিতে করিতে যায়; কামলার কাম বিনোদ তাও ভালা জানে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাম+ওয়ালা(=আলা)=কামলা, উচ্চারণ-বিভ্রাটে ‘কামিলা’}
- Bengali Word কামলা ২ Bengali definition [কাম্লা] (বিশেষ্য) চক্ষু হরিদ্রাবর্ণ হয় এমন রোগ। ন্যাবা; কাঁওল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামল>কামলা}
- Bengali Word কামাই ১ Bengali definition [কামাই] (বিশেষ্য) ১ রোজগার; আয়; উপার্জন। ২ উপার্জিত অর্থ বা ধন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম>কাম+আই=কামাই}
- Bengali Word কামাই ২ Bengali definition [কামাই] (বিশেষ্য) ১ অনুপস্থিতি; গরহাজিরি (দুর্বলবশতঃ অনেকদিন আপিস কামাই করিতে হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিরাম (সে জন্যে সেকালে কাজেরও কামাই হয়নি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়া) কামাই করা। কাজও নাই কামাইও নাই-কাজ না থাকলেও বিরাম নাই এরূপ অবস্থা; কর্ম নেই তবু কাজে গরহাজিরিও নেই। {(ফারসি) কম +আই=কমাই>কামাই; (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম>(প্রাকৃত) কম্ম>কাম+আই=কামাই}
- Bengali Word কামাক্ষী , কামাখ্যা Bengali definition [কামাক্খি, কামাক্খা] (বিশেষ্য) স্ত্রী, হিন্দুদের কামাখ্যা নামক দেবী; মহাদেবী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+অক্ষি+ঈ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কামাগ্নি , কামানল Bengali definition [কামাগ্নি, কামানল্] (বিশেষ্য) প্রবল সম্ভোগেচ্ছা; অতিশয় কাম-লালসা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+অগ্নি, অনল; রূপক (কর্মধারয় সমাস)
- Bengali Word কামাচার Bengali definition [কামাচার&] (বিশেষ্য) ব্যভিচার; কামপ্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে তৈরি আচার-আচরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আচার}
- Bengali Word কামাতুর Bengali definition [কামাতুর্] (বিশেষণ) কামার্ত; কামে জর্জরিত; কাম-বিহবল। কামাতুরা (স্ত্রীলিঙ্গ) (কামী মনঃ মজাতে বিভ্রমে কামাতরা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আতুর; ৩ ( তৎপুরুষ সমাস)
- Bengali Word কামাত্মা Bengali definition [কামাত্তাঁ] (বিশেষণ) ১ কাম পরবশ; কামের একান্ত বশীভূত। ২ ফল কামনাকারী; ফলকামী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আত্মা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কামান ১ Bengali definition [কামান্] (বিশেষ্য) তোপ; বৃহৎ আগ্নেয়াস্ত্র বিশেষ; cannon (কামানের ধোঁয়ায় হিন্দুস্থান অন্ধকার হইয়া গেল- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) cannon}
Closing this window will clear all results and return you back to the search section