Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কানা ১ , কাণা (অশুদ্ধ) Bengali definition [কানা] (বিশেষণ) ১ একচক্ষুহীন। ২ চক্ষুহীন; অন্ধ। ৩ ফুটা; ছেঁদা(কানাহাঁড়ি)। কানি, কাণী (অশুদ্ধ)(স্ত্রীলিঙ্গ)। কানা কড়ির উপকার (বিশেষ্য) অতি সামান্য পরিমাণ উপকার। কানা করে দেওয়া (ক্রিয়া) একেবারে হারিয়ে দেওয়া; নষ্ট করে ফেলা; দূষিত করে দেওয়া। কানা কলসির জল (বিশেষ্য) ক্ষণস্থায়ী বস্তু। কানা খোঁড়ার একগুণ বাড়া- নির্গুণ লোকেরই অহঙ্কার বা দোষক্রটি বেশি থাকে। কানা গুরুর ভিন্ন গোয়াল/পথ-অজ্ঞান লোক কানা গরুর মতো গোয়ালের পথ অর্থাৎ নিরাপদ পথ ত্যাগ করে বিপথে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন- চক্ষুহীনের পদ্মলোচন নাম রাখা যেমন নিরর্থক এবং হাস্যকর তদ্রূপ অসংগতিপূর্ণ ও হাস্যকর। কানামাছি (বিশেষ্য) ছোট ছেলেমেয়েদের চোখ বেঁধে অন্ধ সেজে খেলা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ (অর্থ একচক্ষুহীন)+ (বাংলা) আ=কানা}
  • Bengali Word কানা ২ Bengali definition [কানা] (বিশেষ্য) ১ প্রান্তভাগ; কিনারা (পুকুরের কানা)। ২ পাত্রাদির মুখের বেড়; হাঁড়ি কলসির গলা। কানায় কানায় (ক্রিয়াবিশেষণ) গলা পর্যন্ত; কানা পর্যন্ত; পরিপূর্ণভাবে (কানায় কানায় পূর্ণ আমার পরাণ ভরা ভাদরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কণ্ন>কান,+আ=কানা}
  • Bengali Word কানাই , কানু , কান Bengali definition [কানাই, কানু, কানো] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ (তার মুখে ছাই দিয়ে সে কানাই আসিবে তোমা নিকটে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); জলদবরণ কান দলিত অঞ্জন জনু-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); তো বিনে উনমত কান-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> (প্রাকৃত) কণ্‌হ> ( বাংলা) কাহ্ন>কান+আই, উ(আদরে)=কানাই, কানু}
  • Bengali Word কানাকড়ি Bengali definition কড়ি১
  • Bengali Word কানাকানি Bengali definition কান২
  • Bengali Word কানাকুয়া , কানাকুয়ো Bengali definition [কানাকুয়া, কানাকুয়ো] (বিশেষ্য) একপ্রকার পাখি (কানাকুয়া ডাকবে শুধু পহরের পর পহর গনে-(জসীমউদ্‌দীন); বাঁশঝাড়ের ভিতর থেকে একটা কানাকুয়ো ডেকে উঠল-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণকূপ>?}
  • Bengali Word কানাঘুষা Bengali definition [কানাঘুশা] (বিশেষ্য) কানে কানে বলাবলি; গোপনে বলাবলি (ছেলেরা এই নিয়ে কানাঘুষাও কম করে না-আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণঘোষ(?)> কানাঘোষ+আ=কানাঘোষা>কানাঘুষা (‘ঘোষ’ শব্দের এক অর্থ ‘জনশ্রুতি’}
  • Bengali Word কানাচ Bengali definition [কানাচ্‌] (বিশেষ্য) ১ দেয়ালের বাইরে স্থিত চালাঘরের ছাঁচ। ২ ছাঁচতলা; ঘরের পশ্চাদ&ভাগ। কানাচি পাতা (ক্রিয়া) আড়ালে লুকিয়ে অন্যের কথা শোনা। আনাচে কানাচে (ক্রিয়াবিশেষণ) ঘরের পাশে বা নিকটবর্তী গোপন স্থানসমূহে (আনাচে কানাচে লুকিয়ে থাকে)। {(আরবি) কুনাসাহ্‌; (ফারসি) কুন&জ্‌ > ‘কানাচ’, (অনুকারক শব্দ , শব্দদ্বৈত) ‘আনাচ’}
  • Bengali Word কানাড়া , কানড়া , কানড় Bengali definition [কানাড়া, কানোড়া, কানোড়] (বিশেষ্য) ১ সংগীতের রাগবিশেষ; কর্ণাট রাগিণী (কানাড়া রাগিণীর কোমল গান্ধারে-(কাজী নজরুল ইসলাম))। ২ স্ত্রীলোকের কেশবিন্যাসের ধারাবিশেষ; কর্ণাটদেশ প্রসিদ্ধ কুণ্ডলাকৃতি খোঁপা (কানাড়া ছন্দে বাঁধিব কি বেণী -(জসীমউদ্‌দীন); কানড়া ছাঁদে খোঁপা বাঁধে-সত্যেন্দ্রনাথ দত্ত; কানড় খোঁপায়; কনকচাঁপা পাটের খোপা দোলে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ কর্ণাট দেশীয় (কাপড় কাণ্ডার আড়ে কানড়া রূপসী-ঘনরাম চক্রবর্তী)। কানাড়ি (বিশেষণ ) কর্ণাট দেশীয়; কর্ণাট দেশে জাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণাট> (প্রাকৃত) কন্নাড>কনাড়, কানাড়+আ=কনাড়া, কানাড়া, কানড়া}
  • Bengali Word কানাত , কানাৎ Bengali definition [কানাত্‌] (বিশেষ্য) ১ তাঁবুর পর্দা বা দেয়াল (তাম্বু কানাত সাজে উট পৃষ্ঠে দিয়া-হেয়াত মাহমুদ; তবে তাম্বু কানাৎ তৈনাত চলে ডেরা-ঘনরাম চক্রবর্তী; কিঙ্খাপ দ্বারা চতুর্দিকের কানাৎ রচিত হইল- ইহো)। ২ তাঁবু; বস্ত্রগৃহ (মখমল ঝলমল পড়ে না কানাৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) কনাত্‌ (তাঁবুর দেয়াল)}
  • Bengali Word কানামাছি Bengali definition কানা১
  • Bengali Word কানায় কানায় Bengali definition কানা২
  • Bengali Word গরঠিকানা Bengali definition [গর্‌ঠিকানা] (বিশেষ্য) ভুল ঠিকানা (গর-ঠিকানায় হাজির করে রোজ-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) লাপাত্তা; নিখোঁজ। গরঠিকানি, গর-ঠিকানিয়া (বিশেষণ) ঠিকানা জানা নেই এমন; ঠিকানাহীন। {(আরবি) গায়র (ফারসি) ঠিকানা}
  • Bengali Word ঠিকানা Bengali definition [ঠিকানা] (বিশেষ্য) ১ বাসস্থানের বিবরণ (চিঠির ঠিকানা লেখা)। ২ সন্ধান; খোঁজ; পাত্তা; উদ্দেশ (সে যে কোথায় গেছে তার কোন ঠিকানা পাওয়া গেল না)। ৩ স্থিরতা; অবধারণ; ঠিক (কত লোক যে এখানে এল গেল তার ঠিকানা নেই)। {ঠিক+স্থান>ঠিকান>ঠিকানা}
  • Bengali Word ঠেকানা Bengali definition [ঠ্যাকানা] (বিশেষ্য) ঠিকানা; হদিস (কে কোথায় গতি করিল তাহা ঠেকানা-রামরাম বসুরাম বসু)। {ঠিকানা>}
  • Bengali Word আনাচ - কানাচ Bengali definition [আনাচ্‌কানাচ্] (বিশেষ্য) ১ গলিঘুঁজি; কোনা; ঘুপচি; আড়াল; আবডাল; ছাঁচতলা (তাদের বাড়ির মেয়েমানুষ নিয়ে… আনাচে কানাচে হাসিঠাট্টা, কথাবার্তা যে হতো না, এমন নয়-সরদার জয়েনউদ্দীন)। ২ আাঁদাড়-পাঁদাড়; অস্থানকুস্থান। {কানাত্> কানাচ, অনু. আনাচ; দ্বন্দ্ব সমাস}
  • Bengali Word দাড়িকানা Bengali definition [দাড়িকানা] (বিশেষ্য) এক ধরনের ক্ষুদ্রাকৃতি মাছ (কূলে কূলে চলে খরসুলা মাছ-দাড়িকানা পালে পালে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) √দান/ডান+কুন+আ>}
  • Bengali Word সরিকানা Bengali definition ⇒ শরিকানা
  • Bengali Word মালিকানা, মালিকি, মালিকী Bengali definition ⇒ মালিক
Closing this window will clear all results and return you back to the search section