Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word কাঠ , কাট Bengali definition [কাঠ্‌, কাট্‌] (বিশেষ্য) ১ কাষ্ঠ; গাছের কাণ্ড ও শাখার শক্ত অংশ। ২ ((আলঙ্কারিক)) কঙ্কাল; হাড় (দেহে কাঠ ছাড়া আর আছে কি!)। □ (বিশেষণ) ১ কাঠের মতো অনড় ও স্পন্দনশূন্য (আমরা ভয়ে কাঠ হইয়া রহিলাম-সুকুমার রায়)। ২ রসশূন্য (শুকিয়ে কাঠ হওয়া)। ৩ শক্ত; অসাড় (মরে কাঠ হওয়া)। ৪ নিস্তব্ধ; অবাক (নারায়ণী কাঠ হইয়া দাঁড়াইয়া রহিলেন-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঠ কাঠ, কাট কাট (বিশেষ্য) কাঠের ন্যায় শক্ত; শুষ্ক ও লাবণ্যহীন (গড়নটা বড় কাটকাট-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। কাঠকাঠরা, কাটকাটরা (বিশেষ্য) কাঠের তৈরি আসবাবপত্র। কাঠকুড়ানি, কাঠকুড়ানিয়া/ কাঠকুড়ানে (বিশেষ্য), (বিশেষণ) কাঠ কুড়িয়ে জীবিকা নির্বাহকারী (সাত আট বৎসরের সৌভাগ্যবান কাঠকুড়ানে ব্রাহ্মণের ছেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাঠখড় (বিশেষ্য) মাল মসলা। কাঠখড় পোড়ানো (ক্রিয়া) অভীষ্ট সিদ্ধির জন্য বহুবিধ চেষ্টা ও উদ্যোগ আয়োজন করা; ব্যয় ও পরিশ্রম করা (কাইরো যাওয়ার জন্য আলাদা করে কাঠখড় পোড়াবার প্রয়োজন হয় না-সৈয়দ মুজতবা আলী)। কাঠখড়ি (বিশেষ্য) ১ শক্ত খড়িমাটি বিশেষ। ২ জ্বালানি কাঠ। কাঠখড়ি হওয়া, কাঠে খড়ে হওয়া (ক্রিয়া) মরা; মরে কাঠ ও কঠিন রোগে পোড়ার মতো হওয়া। কাটখোট্টা ⇒ কাটখোট্টা। কাঠখোলা (বিশেষ্য) বালি না দিয়ে যে খোলায় ভাজা হয়। কাঠগড় ( বিশেষ্য) উদূখল। কাঠগড়া (বিশেষ্য) ১ কাঠের বেড়া দেওয়া মঞ্চ বা ঘর; কাঠরা (কাঠগড়াতে যারা দাঁড়ায় অশুচি তো নয়কো তারা মূলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কাঠের তৈরি বেড়া (চারিদিকে কাঠগড়া মত্ত হাতী মাঝে- ঘচ)। কাঠগোলা (বিশেষ্য) কাঠের আড়ত ও কারখানা; কাঠের গুদাম। কাঠ গোলাপ (বিশেষ্য) বনগোলাপ; গন্ধহীন গোলাবিশেষ (আবাদ করিতে জানিলে কাঠগোলাপ বসরাগোলাপে পরিণত হয়- প্রথম চৌধুরী)। কাঠচোটা (বিশেষণ) কর্কশ; নীরস; রুক্ষ (বজ্রনির্ঘোষের মত এই কাঠচোটা স্বরই করুণা আর স্নেহক্ষীর হয়ে ঝরে- নই)। কাঠঠোকরা (বিশেষ্য) এক রকম পাখি; woodpecker। কাঠপিঁপড়া, কাটপিঁপড়া (বিশেষ্য) কালো রঙের বড়ো পিঁপড়া বিশেষ যা কাঠে থাকে। কাঠফড়িং (বিশেষ্য) কাঠির মতো সরু ফড়িং বিশেষ। কাঠফাটা (বিশেষণ) কাঠও ফেটে যায় এমন তীব্র (দুপুরের এই কাঠফাটা রোদ-এআ)। কাঠবমি (বিশেষ্য) শুষ্ক বমনের বেগ যাতে কিছুই ওঠে না। কাঠবিড়াল, কাঠবেরাল (বিশেষ্য) ইঁদুর জাতীয় বৃক্ষচর প্রাণী বিশেষ। কাঠবিড়ালি, কাঠবেরালি (স্ত্রীলিঙ্গ)। কাঠমল্লিকা (বিশেষ্য) বনমল্লিকা ফুল। কাঠমূরতি (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) কাঠের ন্যায় প্রাণহীন মূর্তি; জড়মূর্তি (কাঠমূরতি ঐছন আছয়ে কবি বিদ্যাপতি ভনে-(বিদ্যাপতি))। কাঠে কাঠে (ক্রিয়াবিশেষণ) ১ ঠিক ঠিক; ‍মুখে মুখে পরস্পরের জোড়ের সঙ্গে(কাঠে কাঠে মেলা)। ২ সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। কাঠে খড়ে করা (ক্রিয়া) চরম ব্যবস্থা করা। কাঠের পুতুল ( বিশেষ্য) ব্যক্তিত্বহীন মানুষ; figurehead। {স.কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ, কাট}
  • Bengali Word কাঠখোট্টা Bengali definition কাটখোট্টা
  • Bengali Word কাঠরা [কাঠ্‌রা] Bengali definition কাটরা।
  • Bengali Word কাঠা Bengali definition [কাঠা] (বিশেষ্য) ১ এক বিঘার বিশভাগের এক ভাগ; ৩২০ বর্গহাত পরিমাণ; অঞ্চলভেদে ৫০০ বর্গহাত, ৭২০ বর্গহাত ও ২০০০ বর্গহাতেও এক কাঠা পরিমাণ করা হয়(পাঁচ কাঠা জমি)। ২ ধান ইত্যাদি মাপার পাত্রবিশেষ (তাহার মা চিড়ার কাঠা কাঁখে করিয়া-কাজী আবদুল ওদুদ)। কাঠাকালি (বিশেষ্য) কাঠা হিসাবে জমির মাপ। কাঠাকিয়া (বিশেষ্য) এক থেকে একশো কাঠা পর্যন্ত গণনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠিকা> ( প্রাকৃত) কট্‌ঠিআ>}
  • Bengali Word কাঠামো , কাঠাম Bengali definition [কাঠামো, কাঠাম্‌] (বিশেষ্য) ১ ফ্রেম; ঠাট (ইউরোপীয় দর্শন ও ধর্মতত্ত্ব; মুসলিম দর্শন ও ধর্মতত্ত্বের কাঠামোর উপরেই প্রতিষ্ঠিত ও বিকশিত হয়েছে-আবদুল মওদুদ)। ২ কাঠ কিংবা বাঁশের তৈরি আধার; মোটামুটি গড়ন; নির্মাণ কাজের মূল গঠন; frame (ঘরের কাঠামো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠকর্ম>কাঠকাম>কাঠআম> ( বাংলা) কাঠামো; (তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠময়>কাহমঅ> (বাংলা) কাঠামো}
  • Bengali Word কাঠি ১ Bengali definition কাঁটি
  • Bengali Word কাঠি ২ , কাটি Bengali definition [কাঠি, কাটি] (বিশেষ্য) ১ কাঠ, বাঁশ, ধাতু ইত্যাদির লম্বা সরু টুকরা (দেশলাইয়ের কাঠি)। ২ শলাকা(ঝাঁটার কাঠি)। কাঠিকাঠি (বিশেষণ) কাঠির মতো সরু বা কৃশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষ্ঠিকা> (প্রাকৃত) কট্‌ঠিআ> (বাংলা) কাঠি, কাটি}
  • Bengali Word কাঠিন্য Bengali definition [কাঠিন্‌নো] (বিশেষ্য) ১ কঠিনতা; দৃঢ়তা; শক্তভাব। ২ কঠোরতা; নির্দয়তা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠিন+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word কাঠিম Bengali definition [কাঠিম্‌] (বিশেষ্য) সুতা জড়িয়ে রাখার উপযোগী নাটাই বা রিল; reel। □ (বিশেষণ) নাটাইয়ে বা রিলে থাকে এমন (কাঠিম সুতা)। {কাঠি+ম}
  • Bengali Word কাঠুরে , কাঠুরিয়া Bengali definition [কাঠুরে, কাঠুরিয়া] (বিশেষ্য) কুঠার দিয়ে গাছ বা কাঠ কাটা যার পেশা; কাষ্ঠছেদক (একে একে কাটুরিয়া কাটি অবশেষে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঠারিক>কাঠুরিঅ>কাঠুরিয়া(‘ইয়া’>এ, কাঠুরে}
  • Bengali Word ঝনকাট, ঝনকাঠ, ঝঙ্কাট, ঝঙ্কাঠ Bengali definition [ঝন্‌কাট্‌, ঝন্‌কাঠ্‌, ঝঙ্‌কাট্‌, ঝঙ্‌কাঠ্‌] (বিশেষ্য) চৌকাঠের মাথার কাঠ; কপালি। {(তৎসম বা সংস্কৃত) ধানীকাষ্ঠ>}
  • Bengali Word অকাঠা Bengali definition [অকাঠা] (বিশেষ্য) বাজে কাঠ। {অ+কাঠ(<(তৎসম বা সংস্কৃত)কাষ্ঠ)+আ}
  • Bengali Word অবকাঠামো Bengali definition [অবোকাঠামো] (বিশেষ্য) মধ্যস্থিত ব্যাপ্ত অদৃশ্য কাঠামো বা ঠাট; infrastructure। {(তৎসম বা সংস্কৃত) অব+বা. কাঠামো}
  • Bengali Word আকাঠ Bengali definition আকাঠা
  • Bengali Word আকাঠা, আকাঠ Bengali definition [আকাঠা, আকাঠ্] (বিশেষ্য) বাজে কাঠ; মন্দ কাঠ; অসার কাঠ (আকাঠার তৈরি পিঁড়ি)।  (বিশেষণ) অসংযত (ছেলেটা বড়ো আকাঠা)। {আ+(তৎসম বা সংস্কৃত) কাষ্ঠ>কাঠ+আ}
  • Bengali Word আটকাট , আটকাঠ Bengali definition আট২
  • Bengali Word আড়কাঠ , আড়কাঠা Bengali definition আড়৩
  • Bengali Word আড়কাঠি , আরকাটি Bengali definition [আড়্‌কাঠি, আর্‌কাটি] (বিশেষ্য) ১ কুলি বা মজুর সংগ্রাহক; কুলির ঠিকাদার; recruiter (চা বাগানের আড়কাঠি যেন চালান করছি কুলি-কাজী নজরুল ইসলাম; নির্বিরোধী ভারতপ্রজা আড়কাটিদের অত্যাচারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কর্ণধার; বন্দরের নিকটবর্তী নদীতে বা মোহনায় অপ্রশস্ত পথে জাহাজ চালনাকারী; pilot। ৩ মাকু; বস্ত্রবয়নের উপকরণ বিশেষ। ৪ কেন্দ্র; উপলক্ষ (এইবার মাগীরা মেজ বৌকে আরকাঠি করে সব বৌঝিকে খেরেস্তান করে তুলবে-কাজী নজরুল ইসলাম)। {( ইংরেজি) recruiter-এর সাদৃশ্যে গঠিত}
  • Bengali Word কাঁঠি , কাঁটি , কাঠি Bengali definition [কাঁঠি, কাঁটি, কাঠি] (বিশেষ্য) ১ মাছধরা জালে ব্যবহৃত লোহার তৈরি বর্তুলাকার দ্রব্যবিশেষ। ২ কন্ঠমালার বিচি বা দানা (উবু ঝুঁটি গলায় কাঁটি দুই কানে সোনার মাকড়ি একদল মালি মালিনী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শুকপাখির গলদেশস্থিত রেখা। ৪ ছোট পেরেক। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী>(প্রাকৃত) কংঠী> কাঁঠি}
  • Bengali Word কাটকাট ১ , কাঠকাঠ Bengali definition কাঠ
  • Bengali Word কাটখোট্টা , কাঠখোট্টা Bengali definition [কাট্‌খোট্‌টা, কাঠ্‌খোট্‌টা] (বিশেষণ) ১ গোঁয়ার; একগুঁয়ে। ২ রসবোধহীন; শুষ্ক বা নীরস (আরবীয় বৈজ্ঞানিক আলোচনা বিজ্ঞানের মতই কাঠখোট্টা-আকআ)। ৩ নির্দয়; দয়ামায়াহীন; পাষাণ(লড়াইটা ঠিক আমার মত পাথর-বুকো কাঠকোট্টা লোকের মনের মতন জিনিস- নই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাষ্ঠখট্ট> কাঠখোট্ট> কাটখোট্ট+ আ=কাটখোট্টা অর্থাৎ কাঠের খাটের মতো শক্ত ও অস্থিতিস্থাপক}
  • Bengali Word কাটমোল্লা , কাঠমোল্লা Bengali definition [কাট্‌মোল্‌লা, কাঠ্‌মোল্‌লা] (বিশেষ্য) প্রকৃত ধর্মজ্ঞানহীন ধর্মব্যবসায়ী মুসলমান (তখন বাঙ্গালা দেশে অদূরদর্শী কাঠমোল্লার আবির্ভাব ছিল না-ইসমাইল হোসেন শিরাজী)। {কাঠ+ (আরবি) মুল্লা = কাটমোল্লা; ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কাটরা , কাটারা , কাঠরা Bengali definition [কাট্‌রা, কাটারা, কাঠ্‌রা] (বিশেষ্য) ১ কাঠের ঘর। ২ কাঠগড়া (কাটরার মধ্যে শুনানি হওয়া ফৌজদারী মামলার আসামীর মত- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; কাঠরায় যেন আসামী এসে দাঁড়িয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; কমলাকান্তকে সাক্ষীর কাটারায় পূরিয়া দিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ কাঠের ঘের বা রেলিং (জাহাজের কাটরা ধরে সমুদ্রের দিকে চেয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ কাঠের জিনিস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠগৃহ> কাঠঘর+আ=কাঠঘরা> কাঠগড়া>কাঠঅরা>কাঠরা, কাটরা, কাটগড়া}
  • Bengali Word কাটি , কাঠী Bengali definition কাঠি
  • Bengali Word ক্রুশকাঠি, কুসি-কাঁটা, কুরুশ-কাঁটা Bengali definition [ক্রুশকাঠি, কুশিকাঁটা, কুরুশ্‌কাঁটা] (বিশেষ্য) সুতা বা পশম দিয়ে জামা বোনার বক্রমুখ শলাকাবিশেষ (তাই কুরুশকাঁটায় রাখিব খোঁপার সাথে বিঁধিয়া লো তায়-(কাজী নজরুল ইসলাম))। {( ইংরেজি) crochet}
Closing this window will clear all results and return you back to the search section