- Bengali Word কাটা Bengali definition [কাটা] (ক্রিয়া) ১ ছেদন বা কর্তন করা (গাছ কাটা)। ২ খনন করা; খোঁড়া (পুকুর কাটা)। ৩ খণ্ডন করা (যুক্তি কাটা)। ৪ প্রতিবাদ করা (কথা কাটা)। ৫ অতিবাহিত হওয়া; যাপিত হওয়া(সময় কাটা)। ৬ রেখা এঁকে কোনো লেখা বাতিল করা(ভুল কাটা)। ৭ দাগ দেওয়া; অঙ্কন করা; আঁকা(লাইন কাটা)। ৮ দূর হওয়া (বিপদ কাটা)। ৯ বিক্রয় হওয়া; চালু হওয়া (মালকাটা)। ১০ রচনা করা (ছড়া কাটা)। ১১ লিখে দেওয়া (চেক কাটা)। ১২ অতিবাহিত হওয়া; দূর হওয়া (মেঘ কাটা)। ১৩ সামঞ্জস্যচ্যুত হওয়া; নির্দিষ্ট ক্রম থেকে বিচ্যুত হওয়া (তাল কাটা)। ১৪ নিঃসৃত হওয়া; নির্গত হওয়া (জল কাটা)। ১৫ তৈরি করা (খাল কাটা, সুতা কাটা)। ১৬ বিন্যাস করা (টেড়ি কাটা)। ১৭ ছিন্ন হওয়া (ঘুড়ি কাটা)। ১৮ খোদাই করা; তক্ষণ করা; কোঁদা(পাথর কাটা)। ১৯ কাটার ভঙ্গি করা(চিমটি কাটা)। ২০ দেওয়া (সাঁতার কাটা)। ২১ পৃথক করা (ছানা কাটা)। □ (বিশেষণ) ১ কর্তিত; ছিন্ন। ২ খণ্ডিত। ৩ বাতিল। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। কাটকূট (বিশেষ্য) ১ ভুল কাটাকটি; ভুল সংশোধন। ২ সংক্ষেপ করণ। কাটছাঁট (বিশেষ্য) ১ পোশাক ইত্যাদি কাটার ভঙ্গি (কাটছাঁট অবিকল তাই-মনোজ বসু)। ২ বাদসাদ; কেটে ছেঁটে যা বাদ দেওয়া হয়। কাটতি (বিশেষ্য) ১ বিক্রয়াধিক্য; অতিরিক্ত চাহিদার জন্য বেশি পরিমাণে বিক্রি। ২ বিক্রির পরিমাণ।কাটন (বিশেষ্য) কাটা। কাটা কাটা কথা (বিশেষ্য) মর্মভেদী তীক্ষ্ণ কথা। কাটা কাটি (বিশেষ্য) ১ হানাহানি; খুনাখুনি; পরস্পর অস্ত্রাঘাত। ২ পরস্পর খণ্ডন বা অপনয়ন (কথা কাটাকাটি)। কাটা কান চুল দিয়ে ঢাকা- বিপন্ন সম্মান কোনো প্রকারে রক্ষা করা; নিজের প্রতি অবমাননা গোপন করা। কাটাকুটি (বিশেষ্য) লেখা প্রভৃতি সংশোধন; কাটকুট (আমি তাহাতে কাটাকুটি বড় কিছু করি নাই- বচ)। কাটা গায়ে নুনের ছিটা/ছিটে-১ এক কষ্টের উপর অন্য কষ্ট। ২ লজ্জা ও কষ্টের উপর অতিরিক্ত আঘাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ= (বাংলা) √কাট্ (( তুলনীয়) (ইংরেজি) To cut)+আ=কাটা}
Closing this window will clear all results and return you back to the search section