- Bengali Word কাগজ Bengali definition [কাগোজ্] (বিশেষ্য) ১ কাপড় তুলা খড় কাঠ পাতা ইত্যাদির আঁশ বা কাঠের মণ্ড থেকে প্রস্তুত পাতলা পত্র বা লিখনের উপকরণ; paper। ২ দলিলপত্র; document (কালে কালে কতেক কাগজ চায় রাজা-ঘনরাম চক্রবর্তী)। ৩ সংবাদপত্র; newspaper (আজকের কাগজে খবরটা বেরিয়েছে)। কাগজাত, কাগজাদ (বিশেষ্য) ১ দলিলপত্র (সুবাজাতের কাগজাতও কিছু পাইলেন না-রামরাম বসু; মতিলাল টাকার মুখ দেখিয়া তৎক্ষণাৎ কাগজাদ সহি করিয়া দিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ মোকদ্দমা সংক্রান্ত কাগজপত্র (কাগজ শব্দের বহুব.)। কাগজি , কাগজী (বিশেষণ) ১ কাগজের তৈরি (কাগজি ফুল)। ২ কাগজ সম্বন্ধীয়। ৩ কাগজের ন্যায় পাতলা আবরণ-বিশিষ্ট (কাগজি লেবু)। □ (বিশেষ্য) কাগজ প্রস্তুতকারক বা ব্যবসায়ী। কাগজে- কলমে (ক্রিয়াবিশেষণ) লিখিতভাবে। {(ফারসি) কাগয}
Closing this window will clear all results and return you back to the search section