- Bengali Word কর্ক, কাক ১ Bengali definition [কর্ক্, কাক্] (বিশেষ্য) শিশিবোতলের মুখ আটকাবার ছিপি; কাক। {(ইংরেজি) cork}
- Bengali Word কর্কট, কর্কটক Bengali definition [কর্কট্, কর্কটক্] (বিশেষ্য) ১ কাঁকড়া। ২ টিউমার জাতীয় প্রসারণশীল সাংঘাতিক রোগবিশেষ; ক্যান্সার। ৩ জ্যোতিষ শাস্ত্রে উল্লিখিত রাশি বিশেষ। কর্কটক্রান্তি (বিশেষ্য) বিষুব রেখার উপরিস্থ নিরক্ষীয় অঞ্চরের সীমা নির্দেশক অক্ষরেখা; tropic of Cancer। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কর্ক্+অট(অটন্)}
- Bengali Word কর্করা , করকরা , কড়কড়া Bengali definition [কর্করা, কর্করা, কড়্কড়া] (বিশেষণ) শুষ্ক বাসি (ভাত); পর্যুষিত (সালন দিয়ে কর্করা ভাত খাওয়ার প্রস্তাব)। {ধ্বন্যাত্মক; (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ক+ √রা+ অ(ক)}
- Bengali Word কর্কশ Bengali definition [কর্কশ্} (বিশেষণ) ১ শ্রীহীন; দুষ্টিকটু; অসুন্দর (মাণিক্য প্রবাল নীরস কর্কশ-সৈয়দ আলাওল)। ২ অমসৃণ; খশখশে (কর্কশ গাত্র)। ৩ পরুষ (কর্কশ বাক্য)। ৪ শ্রুতিকটু (কর্কশ স্বর)। ৫ শুষ্ক; নীরস; কঠিন (কর্কশ প্রকৃতি)। কর্কশতা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্ক+শ}
- Bengali Word অকর্কশ Bengali definition [অকর্কোশ] (বিশেষণ) ১ কোমল; নরম। ২ মসৃণ; তেলতেলে। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কর্কশ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section