- Bengali Word করী ১ , করি Bengali definition [কোরি] (বিশেষ্য) হস্তী; হাতি; গজ (করি পুচ্ছে ধরিলে সমুদ্র হয় পার। ধরিলে অজার পুচ্ছে ডুবে মধ্য ধার-সৈয়দ আলাওল)। করিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+ইন্(ইনি)}
- Bengali Word করী ২ Bengali definition ⇒ কর
- Bengali Word করীষ Bengali definition [কোরিশ্] (বিশেষ্য) শুকনা গোবর; ঘুঁটে; ঘসি। করীষাগ্নি (বিশেষ্য) ঘুঁটের আগুন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ঈষ(ঈষন্)}
- Bengali Word টুকরি, টুকরী Bengali definition [টুক্রি] (বিশেষ্য) বাঁশের তৈরি ঝুড়ি বিশেষ; ছোট ঝুড়ি বা চুপড়ি বা চেঙাড়ি। {(তুলনীয়) (হিন্দি) টোকরী}
- Bengali Word মাধুকরী Bengali definition [মাধুকোরি] (বিশেষ্য) মধুকরের নানা পুষ্প থেকে মধু আহরণের মতো নানা স্থান থেকে সংগ্রহবৃত্তি। মাধুকরী-বৃত্তি (বিশেষ্য) ১ মধুকরের মতো বিভিন্ন গৃহে ভিক্ষাগ্রহণ রূপ বৃত্তি। ২ পরের ভাব, তথ্য প্রভৃতি আত্মসাৎ করে নিজের নামে চালিয়ে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) মধুকর+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word করিম , করীম Bengali definition [কোরিম্] (বিশেষণ) করুণাময়; দয়াময়; দয়ালু (বন্দেগী করিবে বন্দী জমিনে ঠুকিয়া। করিম দিয়াছে মাথা করম করিয়া- ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষ্য) ১ দয়ালু ঈশ্বর; করুণাময় আল্লাহ। ২ উদার ক্ষমাকারী (মুমীন সবের গুণা করিমে ক্ষেমিব-সৈয়দ আলাওল)। {(আরবি) করীম }
- Bengali Word করিমা , করীমা Bengali definition [কোরিমা] পারস্য কবি শেখ সা’দী রচিত উপদেশমালার কাব্যগ্রন্থ ‘পন্দেনামা’; এর প্রথম পঙ্ক্তির প্রথম শব্দ ‘করীমা’ (করীম শব্দের সম্বোধনে) বলে সমগ্র পুস্তক ‘করীম’ নামে প্রসিদ্ধ (বাবুদিগের পাঠ আরম্ভ হইল। অতি সূক্ষ্ম বুদ্ধি প্রযুক্ত দুই বৎসরের মধ্যেই প্রায় করিমা সমাপ্তি করিলেন-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) কারীমা }
- Bengali Word খুকরি, খুকরী, কুকরি Bengali definition [খুক্রি, খুকরী, কুকরি] (বিশেষ্য) ভোজালি; নেপালদেশীয় ছোরা বিশেষ (এদের ‘খুকরী’ দেখলে এখনও জার্মানরা রাইফেল ছেড়ে পালায়-(কাজী নজরুল ইসলাম))। {নে. কুকরি>}
- Bengali Word চাকরি, চাকরী, চাকুরী Bengali definition [চাক্রি, চাক্রি, চাকুরি] (বিশেষ্য) ১ নির্দিষ্ট বেতনের বিনিময়ে অপরের কাজ করা বা কারো অধীনে ক্রিয়া সম্পাদন। ২ দাসত্ব। ৩ অপরের সেবা বা পরিচর্যা (যত অবলা কুমারী অনুক্ষণ এ সকলে করএ চাকরি-সৈয়দ সুলতান)। চাকরি-বাকরি (বিশেষ্য) চাকরি বা ঐ ধরনের জীবিকা; কাজকর্ম; জীবিকার সংস্থান। {(ফারসি) চাকরী}
Closing this window will clear all results and return you back to the search section