- Bengali Word ওয়ালা , ওলা , আলা Bengali definition [ওয়ালা, ওলা, আলা] (অব্যয়) তদ্ধিত প্রত্যয় বিশেষ (ব্যবসায়ী অর্থে কাপড়ওয়ালা; অধিকারী অর্থে-পয়সাওয়ালা; যুক্ত অর্থে-পাড়ওয়ালা; নিবাসী অর্থে-দিল্লীওয়ালা ইত্যাদি)।ওয়ালি/ওয়ালী, উলি/উলী (স্ত্রীলিঙ্গ)। {(হিন্দি) রালা}
- Bengali Word আগরওয়ালা Bengali definition [আগোর্ওয়ালা] (বিশেষ্য) দিল্লি, আগ্রা প্রভৃতি অঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায়। {(হিন্দি) আগরবালাহ}
- Bengali Word কাবুলিওয়ালা , কাবলিওয়ালা Bengali definition [কাবুলিওয়ালা, কাব্লিওয়ালা] (বিশেষ্য) কাবুল বা আফগানিস্তানের লোক। {(কাবুল+ই=কাবুলি শব্দের পরে ‘ওয়াল’ প্রত্যয় অনাবশ্যক, কারণ ‘কাবুলি’ শব্দ দ্বারা ‘কাবুলিওয়ালা’ শব্দের অর্থই বোঝায়, অতিরিক্ত প্রত্যয় যোগ করার কারণে ব্যাকরণগতভাবে এটি অশুদ্ধ। তবে রবীন্দ্রনাথ প্রমুখের হাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বলে বানানটি স্বীকৃত) (ফারসি) কাবুল+ (হিন্দী) বাল}
- Bengali Word টাঙ্গা ১, টাঙ্গাওয়ালা Bengali definition ⇒ টাঙা
- Bengali Word কমলিওয়ালা , কমলিওয়ালে Bengali definition [কোম্লিওয়ালা, কোম্লিওয়ালে] (বিশেষণ) কম্বল পরিহিত। □ (বিশেষ্য) কম্বলাবৃত সাধু (তারপর এই যে হিন্দু্স্তানের অলিতে গলিতে ‘কমলি-ওয়ালে’ সেজে ফিরে এলুম, সে তো শুধু এই এক ব্যথার সান্ত্বনাটা বুকে চেপেই-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দী ) কমলি+(বাংলা) ওয়ালা}
- Bengali Word কাবলি , কাবলিওয়ালা Bengali definition ⇒ কাবুলি
- Bengali Word তরকে মাওয়ালাত Bengali definition [তর্কে মাওয়ালাত্] (বিশেষ্য) অসহযোগিতা; mon-cooperation (শরীফ ঘরের মুসলমানদের উচিত অন্তঃপক্ষে তাঁর সঙ্গে তর্কে মাওয়ালাত করা-কাজী ইমদাদুল হক)। {(আরবি)তর্কে মুরালাত}
- Bengali Word নওয়ালা Bengali definition [নওয়ালা] (বিশেষ্য) ১ উপহার। ২ গ্রাস; মুখের গ্রাস। {(আরবি) নরালাহ}
- Bengali Word হাওলা, হাওয়ালা Bengali definition [হাওলা, হাওয়ালা] (বিশেষ্য) তত্ত্বাবধান; খবরদারি; অধিকার; ভার; জিম্মা (পঞ্চায়েত চৌকিদার হাওলা করে-মীর মশাররফ হোসেন)। হাওয়া জমি (বিশেষ্য) যে নিষ্কর জমি বিশেষ শর্তে দেওয়া হয়। হাওলাদার (বিশেষ্য) হাওলা জমির মালিক; ঐজমি ভোগ করে যে; বংশীয় পদবী। {(আরবি) হাৱালাহ}
Closing this window will clear all results and return you back to the search section