Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word এলেম , এলম , ইলম , ইলিম (বিরল), ইলেম (বিরল) Bengali definition [এলেম্‌, এল্‌ম্‌, ইল্‌ম্‌, ইলিম্‌, ইলেম্‌] (বিশেষ্য) বিদ্যা; জ্ঞান; বিজ্ঞান (আপনি এত কম ইলেম নিয়ে-ওহিদুল আলম)। এলেমদার (বিশেষ্য), (বিশেষণ) ১ বিদ্বান; জ্ঞানী; সুধী (পরে এ সেও, দেখা যাচ্ছে, অধিক এলেমদার-মনোজ বসু)। ২ অভিজ্ঞ; সুদক্ষ। এলেমবাজ (বিশেষণ ) ১ বিদ্বান; জ্ঞানী। ২ বুদ্ধিমান; সুচতুর। ৩ বিশেষজ্ঞ; কার্যকুশল। এলেম ভরা (বিশেষণ) (ব্যঙ্গার্থ) বিদ্যাদিগ্‌গজ; বিদ্যাবাগীশ; বিদ্যায় পূর্ণ (বগলে যার এলেম ভরা ‘ডি এল’ মারা পছন্দ আমার-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। এলমে দীন (বিশেষ্য) ধর্মীয় জ্ঞান; ধর্ম শিক্ষা (এলমে দীনের পরিবর্তে এলমে দুনিয়ার উপর ঝুঁকিয়া পড়িল-কাজী ইমদাদুল হক)। এলমে দুনিয়া (বিশেষ্য) ব্যবহারিক জ্ঞান; সাংসারিক শিক্ষা। এলমে লাদুন্নি (বিশেষ্য) ঐশীজ্ঞান (এলমে লাদুন্নির ফয়েয হাসেল করিয়াছে-মুহম্মদ মনসুর উদ্দীন)। তালিব-ই-ইলম (বিশেষ্য) ছাত্র; বিদ্যার্থী। {আরবি ‘ইল্‌ম্‌ }
  • Bengali Word এলেমান , আলমানি Bengali definition [এলেমান্‌, আল্‌মানি] (বিশেষ্য) জার্মান; জার্মানির অধিবাসী (দিনেমার এলেমান করে গোলন্দাজী-ভারতচন্দ্র রায়গুণাকর; হিম্পানী আলমানী ..... আর পর্তুগীস-সৈয়দ আলাওল)। {ফারসি আল্‌মাঁ allemande}
Closing this window will clear all results and return you back to the search section