- Bengali Word এজেন, এজিন Bengali definition [এজেন্, এজিন্] (বিশেষ্য) মুসলমানের বিবাহে পাত্রীর প্রদত্ত সম্মতি বা অনুমতি (বিয়ে পড়ানোর কালে দুলহীনের এজেন নেওয়া ছিল এক মস্ত কঠিন ব্যাপার –ইব্রাহীম খাঁ)। {আরবি ইয্ন্ }
- Bengali Word এজেন্ট Bengali definition [এজেন্ট্] (বিশেষ্য) ১ প্রতিনিধি (স্থানীয় ব্যবসায়ী ইস্পাহানি লিমিটিডের এজেন্ট)। ২ প্রতিনিধি; আম মোক্তার। ৩ প্রধান কর্মচারী; গোমস্তা (জাহাজের এজেন্ট)। {ইংরেজি agent}
- Bengali Word এজেন্সি Bengali definition [এজেন্সি] (বিশেষ্য) ১ কোনো ব্যবসায়ীর প্রতিনিধি রূপে মাল বিক্রয়ের ব্যবস্থা (ব্যবসা বাণিজ্য দালালি, দেওয়ানি এজেন্সি করে-আনিস চৌধুরী)। ২ প্রতিনিধিত্ব। ৩ প্রধান কর্মচারী বা গোমস্তারূপে কর্তৃত্ব। ৪ এজেন্টের অফিস। {ইংরেজি agency}
Closing this window will clear all results and return you back to the search section