- Bengali Word আলস (পদ্যে ব্যবহৃত) Bengali definition [আলশ্] (বিশেষ্য) আলস্য; জড়তা (ক্রমে ক্রমে আনন্দ আলস-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অলস। আলসে, আলসিয়া (বিশেষণ) অলস; কুঁড়ে (আলসে নয় সে ওঠে রোজ সকালে-কাজী নজরুল ইসলাম)। আলসেমি, আলসেমো (বিশেষ্য) কুঁড়েমি; অলসতা। {(তৎসম বা সংস্কৃত) আলস্য>}
- Bengali Word আলসে ১ Bengali definition ⇒ আলিসা
- Bengali Word আলসে ২ , আলসেমি, আলসেমো Bengali definition ⇒ আলস
- Bengali Word আলস্য Bengali definition [আলোশ্শো] (বিশেষ্য) ১ কুঁড়েমি; অলসতা। ২ জড়তা। ৩ শ্রমবিমুখতা; কর্মে উপেক্ষা বা অনুৎসাহ। আলস্যত্যাগ (বিশেষ্য) ১ হাই তোলা; আড়মোড়া ভাঙা। ২ পরিশ্রমী হওয়া; জড়তা ত্যাগ; অলসতা বর্জন। {(তৎসম বা সংস্কৃত) অলস+য(ষ্যঞ্)}
- Bengali Word আলিসা, আলিশা, আলসে Bengali definition [আলিশা, আলিশা, আল্শে] (বিশেষ্য) ১ ছাদের প্রান্তভাগ বা কার্নিশ (আলিসায় একটি সলজ্জা রজনীগন্ধা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ছাদের প্রান্তস্থ অনুচ্চ প্রাচীর (বসি আলিসার আড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আলি + (বাংলা) সা (সাদৃশ্যার্থে)}
Closing this window will clear all results and return you back to the search section