Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আমির , আমীর Bengali definition [আমির্] (বিশেষ্য) ১ বড়োলোক; ধনী; বিত্তবান; সম্ভ্রান্ত ব্যক্তি (কে আমীর তুমি নওয়াব বাদ্‌শা বালাখানার-কাজী নজরুল ইসলাম)। ২ সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। ৩ কাবুলের বাদশাহের উপাধি। আমির ওমরা (বিশেষ্য) ১ বড়ো লোক; ধনী লোক। ২ উচ্চপদস্থ কর্মচারী। ৩ বাদশাহি দরবারের সভাসদ। আমিরজাদা (বিশেষ্য) সম্পদশালী সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান। □ (বিশেষণ) আলস্যপরায়ণ; কর্মবিমুখ। আমিরানা (বিশেষ্য) বড়োলোকি; নবাবি। আমিরি, আমীরি (বিশেষ্য) নবাবি; বড়ো মানুষি (আমার মত গরীবের পক্ষে অতটা আমীরি পোষায় না-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষণ) ১ আমিরের ন্যায়; আমিরসুলভ। ২ আমির সম্বন্ধীয়। {(আরবি)আমীর; (বহুব্রীহি সমাস) উমারা}
Closing this window will clear all results and return you back to the search section