Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আছ , আছি , আছে , আছেন , আছিল Bengali definition [আছ, আছি, আছে, আছেন, আছিলো] (ক্রিয়া) ১ হওয়া; থাকা। ২ বিদ্যমান বা উপস্থিত থাকা (আমি এখানে আছি)। ৩ জীবিত থাকা; বেঁচে থাকা (তিনি এখনও আছেন)। ৪ অবস্থান করা; বাস করা (সে এখন দেশে আছে)। ৫ সহায় হওয়া (আমার আল্লাহ্ আছে)। {(তৎসম বা সংস্কৃত) √অস্}
  • Bengali Word আছ্ ‌ প , আস্ ‌ প Bengali definition [আছ্‌প] (বিশেষ্য) অশ্ব; ঘোড়া। {(ফারসি) আসপ }
  • Bengali Word আছওয়ার Bengali definition আসোয়ার
  • Bengali Word আছড়া Bengali definition [আছ্‌ড়া] (বিশেষ্য) ছিটা; ছড়া; সেচ (পানির আছড়া)। আছড়া-আছড়ি (বিশেষ্য) ১ পরপর আছাড় খেয়ে পড়া। ২ ছড়াছড়ি; গড়াগড়ি; অঙ্গবিক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) ছটা>ছড়া}
  • Bengali Word আছড়ানো Bengali definition [আছ্‌ড়ানো] (ক্রিয়া) আছাড় দেওয়া; সজোরে মাটিতে বা নিম্নে নিক্ষেপ করা। □ (বিশেষ্য) আছাড় দেওয়া; নিক্ষেপকরণ। □ (বিশেষণ) আছাড় দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত ) আ+√ক্ষিপ্> √আছ্‌ড়া+আনো}
  • Bengali Word আছমান Bengali definition আসমান
  • Bengali Word আছাঁকা Bengali definition [আছাঁকা] (বিশেষণ) ছাঁকা হয়নি বা ছাঁকা নয় এমন (আছাঁকা দুধ)। {আ(নঞর্থক)+ছাঁক্ +আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আছাঁটা Bengali definition [আছাঁটা] (বিশেষণ) ছাঁটা হয়নি বা ছাঁটা নয় এমন (আছাঁটা চাল)। ২ অকর্তিত; কাটা হয়নি এমন (আছাঁটা চুল)। { (বাংলা) আ(নঞর্থক)+√ছাঁট্ +আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস) (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আছাড় Bengali definition [আছাড়্‌] (বিশেষ্য) উর্ধ্বে উঠিয়ে সজোরে ভূতলে নিক্ষেপ; বেগে নিম্নে বা মাটিতে নিক্ষেপ বা পতন (পায়ে ধরি পাক দিয়া মারিল আছাড় -ঘনরাম চক্রবর্তী)। আছাড় খাওয়া (ক্রিয়া) পা পিছলে মাটিতে বা নিম্নে পড়ে যাওয়া। আছাড় দেওয়া, আছাড় মারা (ক্রিয়া ) আছড়ানো; নিক্ষেপ করা। আছাড়ি-পিছাড়ি (বিশেষ্য) ওলট-পালট; এপাশ-ওপাশ (সাত দিনে সাত রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খী গুলি সমুদ্রের মধ্যে আছাড়ি-পিছাড়ি করিল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। {( আরবি)আশর }
  • Bengali Word আছাড়ি Bengali definition [আছাড়ি] (বিশেষ্য) দা কুড়াল কোদাল ইত্যাদির হাতল। {আছাড়+ই}
  • Bengali Word আছাড়ি - পিছাড়ি Bengali definition আছাড়
  • Bengali Word আছান Bengali definition আসান
  • Bengali Word আছানা Bengali definition [আছানা] (বিশেষণ) ছানা হয়নি বা চটকানো হয়নি এমন (আছানা আটা)। {আ+ছানা}
  • Bengali Word আছালতন Bengali definition আসালতন
  • Bengali Word আছি , আছিল Bengali definition আছ
  • Bengali Word আছিদর Bengali definition [আছিদর্] (বিশেষ্য) ১ নিচ্ছিদ্র। ২ নির্দোষ; দোষশূন্য। ৩ (আলঙ্কারিক) দোষদুষ্ট; সদোষ। ৪ (আলঙ্কারিক) ধূর্ত। আছিদরী (স্ত্রীলিঙ্গ) (অতি আছিদরী রাধা-বড়ু চণ্ডীদাস)। { (তৎসম বা সংস্কৃত) অচ্ছিদ্র>}
  • Bengali Word আছুদা , আসুদা Bengali definition [আছুদা] (বিশেষণ) তৃপ্ত; পরিতৃপ্ত; সন্তুষ্ট (আছুদা হইয়া সবে খাও নিয়ামত-সৈয়দ হামজা)। আছুদাগি (বিশেষ্য) পরিতৃপ্ত; তৃপ্তি; সন্তুষ্টি। {(ফারসি) আসুদাহ }
  • Bengali Word আছে , আছেন Bengali definition আছ
  • Bengali Word আছোঁয়া Bengali definition [আছোঁয়া] (বিশেষণ) ১ স্পর্শ করা হয়নি এমন। ২ অকলুষিত; অকলঙ্ক (শুধু ধপধপ করছে আছোঁয়া শাদা বরফ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আ+ছোঁয়া; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আছোলা Bengali definition [আছোলা] (বিশেষ্য) ১ খোসা ছাল বা ছিলকা ছাড়ানো হয়নি এমন (আছোলা আম)। ২ আচাঁছা; অমসৃণ (আছোলাতক্তা)। {(আরবি )(নঞর্থক)+ছুল্ +আ=আছোলা}
  • Bengali Word আছর Bengali definition আসর
  • Bengali Word আসমান, আছমান Bengali definition [আস্‌মান্] (বিশেষ্য) আকাশ। আসমান জমিন (বিশেষ্য) আকাশ ও পৃথিবী; দ্যুলোক ও ভূলোক। □ (বিশেষণ) সীমাহীন; আকাশ-পাতাল; দূরতিক্রম্য। আসমান জমিন ফারাক, আসমান জমিন তফাত (বিশেষ্য) আকাশ-পাতাল প্রভেদ; দূরতিক্রমা ব্যবধান (বুদ্ধি ও বিবেচনা বিষয়ে উভয়ের আসমান জমীন ফরক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আসমানি (বিশেষণ) ১ আকাশের রং; হালকা নীল; নীলাভ (আসমানি রঙের মাড়ি)। ২ স্বর্গীয়; ঐশী (আসমানি কিতাব)। ৩ আকাশ সম্বন্ধীয়। আসমানের চাঁদ হাতে পাওয়া (ক্রিয়া) দুষ্প্রাপ্য জিনিস লাভ করা। {(ফারসি) আসমান}
  • Bengali Word আসর ২, আছর ১ Bengali definition [আসর্] (বিশেষ্য) ১ অপরাহ্ণ; বৈকাল। ২ নমাজের ওক্ত বিশেষ (আসরের নমাজ)। {(আরবি)আসর}
  • Bengali Word আসর ৩, আছর ২ Bengali definition [আসোর্] (বিশেষ্য) প্রভাব; চিহ্ন; ফল; ক্রিয়া (জিনের আসর)। {(আরবি)আছর }
  • Bengali Word আসান, আশান, আছান Bengali definition [আসান্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ অবসান; লাঘব (মুশকিল আসান)। ২ উদ্ধার (লাঠি মাইর‌্যা বিনোদনের আছান করিল-ময়মনসিংহ গীতিকা)। ৩ রেহাই; নিষ্কৃতি; মুক্তি; সুবিধা (কিছুটা আসান পেত নিশ্চয়ই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৪ সান্ত্বনা; নিরাময় (দুঃখের দরদি নাই করিতে আসান-পূর্ববঙ্গ গীতিকা)। □ (বিশেষণ) সহজ (আসান সবক)। {(ফারসি) আসান}
Closing this window will clear all results and return you back to the search section