- Bengali Word আচার ১ Bengali definition [আচার্] তৈল মসলা যোগে আম-লেবু-কুল-জলপাই প্রভৃতি ফলে প্রস্তুত মুখরোচক চাটনি। {পো.achar (তুলনীয়) (ফারসি) আচার }
- Bengali Word আচার ২ Bengali definition [আচার্] (বিশেষ্য) ১ ব্যবহার; চালচলন (সদাচার)। ২ প্রথা; নিয়ম; পদ্ধতি; রীতি (দেশাচার)। ৩ নিষ্ঠা; সদাচার (আচারবান)। ৪ সংস্কার (ধর্মাচার)। আচারনিষ্ঠ (বিশেষণ) সদাচার পরায়ন (শ্বশুরগণ আচারনিষ্ঠ পরম হিন্দু-রবীন্দ্রনাথ ঠাকুর)। আচার বর্জিত, আচারহীন (বিশেষণ) ১ অশিষ্ট; সদাচারবিরহিত। ২ ধর্মীয় বা সামাজিক প্রথা অমান্য করে এরূপ। আচারবাণ (বিশেষণ) নিষ্ঠাবান; ধর্মানুরক্ত (হিন্দুশাস্ত্র বিহিত আচারবান নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আচার-বিচার (বিশেষ্য) ১ নিয়ম-শৃঙ্খলা (আচর-বিচার নাই)। ২ শাস্ত্র সম্মত বাছবিচার। আচার-ব্যবহার (বিশেষ্য) চালচলন; অন্যের সঙ্গে আচরণ।আচারভ্রষ্ট (বিশেষণ) ১ শাস্ত্র সম্মত বিধি লঙ্ঘনকারী; আচারবিচ্যুত। ২ দুশ্চরিত্র। আচারী, আচারি (বিশেষণ) আচারপূত; নিষ্ঠাবান; শিষ্টাচারী (আচারি তোমার বাপ ধর্মে কর্মে মতি-ময়মনসিংহ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত) আ+√চর্+অ(ঘঞ্)}
- Bengali Word আচার্য Bengali definition [আচার্জো] (বিশেষ্য) ১ যিনি কোনো শাস্ত্রে জ্ঞান অর্জন করে তদনুরূপ আচরণ করেন তাঁকে ‘আচার্য’ বলে-এই আচরণের মধ্যে শিক্ষাদানই প্রধান (বিজ্ঞানাচার্য)। ২ হিন্দু ধর্মের শিক্ষাগুরু (আচার্যের আসন)। ৩ যিনি শিষ্যকে বেদ পড়ান। ৪ গণক ব্রাহ্মণ। আচার্যা (স্ত্রীলিঙ্গ)। আর্চাযানী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) আচার্যের পত্নী। {(তৎসম বা সংস্কৃত) আ+√চর্ + য}
Closing this window will clear all results and return you back to the search section