Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word আগাঁথা , আগাথা Bengali definition [আগাঁথা, আগাথা] (বিশেষণ) গাঁথা হয়নি এমন; অগ্রথিত। {আ+গাঁথা}
  • Bengali Word আগা ১ Bengali definition [আগা] (বিশেষ্য) ১ ডগা; অগ্রভাগ (কত পুষ্পের আগা ভাঙ্গে মোচড়ে কলিকা-বিজয় গুপ্ত)। ২ সম্মুখভাগ। ৩ উপরিভাগ। আগাগোড়া (বিশেষ্য) আদ্যন্ত (নাইকো আগাগোড়া-রবীন্দ্রনাথ ঠাকুর) □ (ক্রিয়াবিশেষণ) ১ প্রথম থেকে শেষ পর্যন্ত; আদ্যন্ত (আগাগোড়া রাঁধে আপন হাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আপাদমস্তক (আমাকে দেখলেই সে আগাগোড়া জ্বলে ওঠে)। {(তৎসম বা সংস্কৃত) অগ্র> অগ্‌গ>আগ+ আ= আগা}
  • Bengali Word আগা ২ Bengali definition [আগা] (বিশেষ্য) প্রভু; সম্ভ্রান্ত ব্যক্তি (আগা শিরাজী; আগা সাদেক রোড; আগা মসীহ্ লেন)। {(তুর্কি) আগা }
  • Bengali Word আগাগোড়া Bengali definition আগা
  • Bengali Word আগাছা Bengali definition [আগাছা] (বিশেষ্য) অপ্রয়োজনীয় গাছ; বাজে লতাপাতা বা তৃণ; weed । {আ+গাছ+আ}
  • Bengali Word আগাজ Bengali definition [আগাজ্] (বিশেষ্য) আরম্ভ; শুরু। {(ফারসি) আগাজ }
  • Bengali Word আগাড়ি Bengali definition [আগাড়ি] (বিশেষণ) ১ অগ্রিম; advance (আজই তোমাকে টাকা দিয়ে যাব আগাড়ি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ অগ্রবর্তী; পূর্ববর্তী। ৩ প্রথম (পাশা-পাশি দুজন করে দাঁড়িয়েছে ওরা, আগাড়ি থেকে শেষ পর্যন্ত –গুণময় মান্না)। □ (বিশেষ্য) ঘোড়ার সম্মুখের পায়ে বাঁধা দাঁড় (আগাড়ি পিছাড়ি দড়ি ঘুঁড়ীর এলায়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রবর্তী; (হিন্দি) আগাড়ি}
  • Bengali Word আগাথা Bengali definition আগাঁথা
  • Bengali Word আগানো Bengali definition [আগানো] (ক্রিয়া) অগ্রসর করা বা হওয়া। □ (বিশেষ্য) অগ্রসর করণ বা হওন। {(তৎসম বা সংস্কৃত) অগ্র>আগ+আনো}
  • Bengali Word আগাপাছতলা , আগাপাস্তলা Bengali definition [আগাপাস্‌মতলা] (ক্রিয়াবিশেষণ) ১ আগাগোড়া; অগ্রপশ্চাৎ। ২ আপাদমস্তক; সর্বাঙ্গ {(তৎসম বা সংস্কৃত) অগ্রপশ্চাৎ>; দ্বন্দ্বসমাস}
  • Bengali Word আগাম Bengali definition [আগাম্] (বিশেষণ) আগামী; ভাবী (আগাম হপ্তায় দরগায় যেতে হবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (বিশেষ্য) ক্রীত বস্তু প্রাপ্তির পূর্বে দেয় অর্থের অংশ; অগ্রিম; বায়না; advance {(তৎসম বা সংস্কৃত) অগ্রিম>}
  • Bengali Word আগামী (-মিন্) Bengali definition [আগামি] (বিশেষণ) ভাবী; ভবিষ্যতে আসবে বা ঘটবে এমন। আগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভাবী; ভবিষ্যৎ (আগামিনী যামিনীর আভাস মলিন-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আ+√গম্ +ইন্ (ণিনি)}
  • Bengali Word আগার Bengali definition [আগার্] (বিশেষ্য) ১ গৃহ; ভবন (নিজ আগারে প্রতিগমনপূর্বক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ আধার (গুণের আগার)। {(তৎসম বা সংস্কৃত)অগার+ অ(অণ্)}
  • Bengali Word আগার পাগার Bengali definition [আগার্‌পাগার্] (ক্রিয়াবিশেষণ) পূর্বাপর; আগপাছ (অত আগারপাগার ভেবে কাজ কল্লে আর এ জমানায় কোন কাজ করা যায় না-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) অগ্রপশ্চাৎ; (তৎসম বা সংস্কৃত) অগ্র>অগ্‌গ>আগ+আর}
Closing this window will clear all results and return you back to the search section