Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word অকৃত Bengali definition [অকৃত] (বিশেষণ) ১ করা হয়নি এমন; অসম্পাদিত। ২ নিরর্থক; বিফল। অকৃতকর্মা (বিশেষণ) অপটু; অপারগ; অকর্মণ্য। অকৃতকার্য (বিশেষণ) নিষ্ফল; ব্যর্থ। অকৃতকার্যতা বি। অকৃতদার (বিশেষণ) অবিবাহিত; অনূঢ়। অকৃতধী (বিশেষণ) অল্প বুদ্ধিসম্পন্ন. অস্থিরচিত্ত। অকৃতনামী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অখ্যাতা; অপ্রসিদ্ধ (অচিরাৎ সেই অকৃতনাম্নী প্রতিবাসিনী স্বর্ণালঙ্কারে ভূষিতা হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অকৃতনামা (পুংলিঙ্গ)। অকৃতবিদ্যা (বিশেষণ) অশিক্ষিত; নিরক্ষর (অনেক অকৃতবিদ্য মূর্খেরও ঈশ্বর জ্ঞান আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ কৃত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section

Nearby Words | অনুরূপ শব্দসমূহ

  • Bengali Word অকৃতঘ্ন Bengali definition [অকৃতঘ্নো] (বিশেষণ) উপকারীর উপকার স্বীকার করে এমন; কৃতজ্ঞ; নিমকহালাল। অকৃতঘ্নতা বি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কৃতঘ্ন; (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকৃতজ্ঞ Bengali definition [অকৃতগ্গোঁ] (বিশেষণ) উপকারীর উপকার স্বীকার করে না এমন; নিমকহারাম। অকৃতজ্ঞতা বি।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃতজ্ঞ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতাত্মা Bengali definition [অকৃতাত্তাঁ] (বিশেষ্য), (বিশেষণ) অপবিত্র চিত্ত; অবিশুদ্ধ চিত্ত। {(তৎসম বা সংস্কৃত) অ+ কৃত+আত্মা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতাদর Bengali definition [অকৃতাদর্] (বিশেষণ) ১ অনাদৃত; অনভ্যর্থিত। ২ অনাদরকারী; অন্যের প্রতি আদর দেখায়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অকৃত + আদর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতাপরাধ Bengali definition [অকৃতাপোরাধ্] (বিশেষণ) নির্দোষ; নিরপরাধ; অপরাধ করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+কৃত+অপরাধ;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতার্থ Bengali definition [অকৃতার্থো] (বিশেষণ) ১ অকৃতকার্য; ব্যর্থ (পরীক্ষায় অকৃতার্থ হইবার বেদনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দরিদ্র; অর্থ উপার্জন করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত+অর্থ; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস) }
  • Bengali Word অকৃতিত্ব Bengali definition [অকৃতিত্তো] (বিশেষ্য) অক্ষমতা; অপটুতা; অযোগ্যতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ কৃতিন্+ত্ব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অকৃতী Bengali definition [অকৃতি] (বিশেষণ) অক্ষম; অপটু; অযোগ্য (অকৃতী আতুর অন্ধ অন্ন করে খায়-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত+ইন্(ঈ);(নঞ্ তৎপুরুষ সমাস)(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃতোদ্বাহ Bengali definition [অকৃতোদ্বাহো] (বিশেষণ) অবিবাহিত। অকৃতোদ্বাহা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত+উদ্বাহ; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃত্য Bengali definition [অকৃত্তো] (বিশেষণ) অকর্তব্য; অকরণীয়।  (বিশেষ্য) নিন্দিত কাজ; কুকাজ। অকৃত্যকারী (বিশেষণ) কুকর্মকারী {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্, কুৎসিত) + কৃত্য; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অকৃত্রিম Bengali definition [অকৃত্ত্রিম্] (বিশেষণ) ১ বিশুদ্ধ; খাঁটি; আসল (অকৃত্রিম ঔষধ)। ৩ অকপট; ছলনাশূন্য (অকৃত্রিম হাসি-রাজশেখর বসু (পরশু))। অকৃত্রিমতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) + কৃত্রিম;(নঞ্ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section