Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হীন Bengali definition [হিন্‌] (বিশেষণ) ১ নীচ; অধম; কমিনা; হেয়; ঘৃণ্য (হীন চরিত্র)। ২ শূন্য (পিতৃহীন)। ৩ পরিত্যক্ত; বর্জিত। ৪ ক্ষীণ; শীর্ণ; কৃশ; হ্রাসপ্রাপ্ত (হীনবল)। ৫ অতি বিনীত (হীনভাবে নিবেদন)। ৬ দীন; দুর্দশাগ্রস্ত; অভাবযুক্ত; দরিদ্র (তাহার অবস্থা উত্তরোত্তর যতই হীন হইয়া আসিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। হীনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হীনতা (বিশেষ্য) ১ নীচতা। ২ দীনতা। হীনবল (বিশেষণ) ১ শক্তিহীন। ২ সৈন্যসামন্তহীন। হীনবর্ণ (বিশেষ্য) নীচজাতি। হীনমতি (বিশেষণ) ১ দুর্বুদ্ধি; নীচমতি। ২ মূঢ়মতি। হীনাবস্থা (বিশেষণ) দুর্দশাগ্রস্ত; দরিদ্র; গরিব; দীন। {(তৎসম বা সংস্কৃত) √হা+ত(ক্ত)}
  • Bengali Word হীনযান Bengali definition [হিনোযান্‌] (বিশেষ্য) ১ বৌদ্ধধর্মের প্রাচীন শাখা। ২ পালিশাস্ত্রে বর্ণিত বৌদ্ধমত। {(তৎসম বা সংস্কৃত) হীন+যান}
  • Bengali Word গহিন, গহীন Bengali definition [গোহিন্‌] (বিশেষণ) ১ গভীর; অতল; গহন (গহীন গাঙের নাইয়া-গান)। এসব অনেক গহীনের কথা তুই বুঝবি না-সরদার জয়েনউদ্দীন)। ২ দুর্গম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গহন+গভীর>}
  • Bengali Word জহিন, জহীন Bengali definition [জোহিন] (বিশেষণ) মেধাবী; তীক্ষ্ণ বুদ্ধি; অত্যন্ত চালাক; সুচতুর (জহীন কিংবা চালাক বললে আমরা বুঝতে পারি-মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি) যহীন্‌ বাংলায় ‘জেহেন’ রূপেও ব্যবহৃত}
  • Bengali Word তেজোহীন Bengali definition [তেজোহিন্‌] (বিশেষণ) ১ নিস্তেজ; দূর্বল; শক্তিহীন; বীর্যহীন। ২ দীপ্তিহীন; উজ্জ্বলতাশূন্য। ৩ ম্লান; নিষ্প্রভ। {(তৎসম বা সংস্কৃত) তেজঃ+হীন}
  • Bengali Word বর্ণপাত্র, বর্ণবিশ্লেষণ, বর্ণমালা, বর্ণসংকার, বর্ণহীন Bengali definition বর্ণ
  • Bengali Word বলহীন Bengali definition বল১
  • Bengali Word শাহিনামা, শাহীনামা Bengali definition [শাহিনামা] (বিশেষ্য) রাজকীয় আদেশপত্র; ফরমান (তথায় উপস্থিত হইয়া বিশেষ ভক্তি সহকারে শাহীনমাখানি পাঠ করিলেন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) শাহীনামহ্‌}
  • Bengali Word বিহীন Bengali definition [বিহিন্‌] (বিশেষণ) অভাববিশিষ্ট; বর্জিত; বিরহিত; ত্যক্ত। বিহীনা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিহীনতা বি। {(তৎসম বা সংস্কৃত) বি+√হা+ত(ক্ত)}
Closing this window will clear all results and return you back to the search section