Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হায়া ১ Bengali definition [হায়া] (বিশেষ্য) লজ্জা; শরম। হায়া-শরম (বিশেষ্য) লজ্জা-শরম; শালীনতাবোধ (ওদের মেয়েদের পর্যন্ত হায়াশরম নেই-সৈয়দ মুজতবা আলী)। বেহায়া (বিশেষণ) নির্লজ্জ। {(আরবি) হায়া}
  • Bengali Word হায়া ২ Bengali definition [হায়া] (বিশেষ্য) হাওয়া বিবি; Eve (আপনি চন্ডিকা দেবী তিঁহ হৈল হায়া বিবি-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(আরবি) হওরা}
  • Bengali Word হায়াত Bengali definition [হায়াত্‌] (বিশেষ্য) আয়ু; জীবন; পরমায়ু (রহিবেন জেন্দা জাহানে হায়াতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) হায়াত}
  • Bengali Word আব - ই - হায়াত Bengali definition আবে হায়াত
  • Bengali Word আবে হায়াত , আব - ই - হায়াত Bengali definition [আবেহায়াত্, আবইহায়াত্‌] (বিশেষ্য) জীবনবারি; অমৃতবারি (হারা সম্বিত ফিরে দিতে বুকে তুমি আনো আবে হায়াত-ফররুখ আহমদ; পান করেছি অমর-করা তোমার ঠোঁটের ‘আব-ই-হায়াত-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আব+ (আরবি)হায়াত; ( তৎপুরুষ সমাস)}
  • Bengali Word বেহায়া Bengali definition ⇒ বে২
Closing this window will clear all results and return you back to the search section