Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word হাজার, হাযার Bengali definition [হাজার্‌] (বিশেষ্য) দশ শত সংখ্যা; ১০০০। □ (বিশেষণ) সহস্র/ দশ শত সংখ্যক। হাজার হাজার (বিশেষণ) অসংখ্য; অগণিত; বহুসহস্র (ধনুর্বাণধারী চলে হাজারে হাজার-রঙ্গসে)। হাজারি, হাজরী, হাযারী (বিশেষ্য) ১ সহস্র সৈন্যের অধিনায়ক (হাজারি পঞ্চম সিংহ ইন্দ্রসেন সুত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সহস্র গ্রামের মণ্ডল। ৩ পদবিবিশেষ। {(ফারসি) হাজার}
  • Bengali Word হাজরা, হাজারি, হাজারী Bengali definition [হাজ্‌রা, হাজারি, হাজারি] (বিশেষ্য) ১ হাজার সৈন্যের বা লোকের অধিনায়ক। ২ গ্রামের মোড়ল। ৩ পারিবারিক উপাধিবিশেষ (আব্দুল গণি হাজারী)। {(ফারসি) হজার}
Closing this window will clear all results and return you back to the search section