- Bengali Word সুলতানাত, সলতনৎ Bengali definition [সুল্তানাত্, সুল্তনত্] (বিশেষ্য) বাদশাহি; রাজত্ব (বাংলার স্বাধীন সুলতানাত্ প্রতিষ্ঠার অনুকূলে আবহাওয়া জোগাইয়াছিল-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। সুলতানি (বিশেষণ) সুলতানবিষয়ক (পাতসাহী শিরপা সুলতানী সুলতানাৎ-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) সুলতানের পদ; সুলতানের রাজত্ব। {(আরবি) সুলতানাত}
Closing this window will clear all results and return you back to the search section