Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সিরা, শীরা Bengali definition [শিরা] (বিশেষ্য) ১ রস; ঝোল (তুতীর ঠোঁটে মিষ্টি ঠেকে তেমনি আজো চিনির সিরা-কাজী নজরুল ইসলাম)। ২ ধমনি; নাড়ি। {(ফারসি) শীরাহ}
  • Bengali Word সিরাজ Bengali definition [শিরাজ্‌] (বিশেষ্য) প্রদীপ; আলো (রাজার সিরাজ তুমি-দৌলত উজির বাহরাম খান)। {(আরবি) সিরাজ}
  • Bengali Word সিরাজাম মুনিরা Bengali definition [শিরাজাম্‌মুনিরা] (বিশেষ্য) ১ উজ্জ্বলকারী প্রদীপ। ২ তিমির বিনাশক মশাল (দেখো সিরাজাম মুনিরা জ্বলছে-ফররুখ আহমদ)। {(ফারসি) সিরাজাম ‍মুনিরা}
  • Bengali Word সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকীম Bengali definition [সিরাতুল্‌ মুস্‌তাকিম্‌] (বিশেষ্য) সরল ও সহজ পথ (আল্লাহ্‌ ও রসুলের প্রদর্শিত সিরাতুল মুস্তাকিমে চলিবার আহ্বান-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(আরবি) সিরাতুল মুস্তাকিম}
  • Bengali Word শিরাজ, সিরাজ Bengali definition [শিরাজ্‌] (বিশেষ্য) ১ প্রদীপ; বাতি। ২ শ্রেষ্ঠ ব্যক্তি; যার ব্যক্তিত্ব আলোকস্বরূপ। শিরাজাম-মুনিরা (বিশেষণ) ১ উজ্জ্বল আলোক দানকারী প্রদীপ। ২ হজরত মুহম্মদ (সা.)-কে আল্লাহ প্রদত্ত উপাধি (ওগো দিল-পেয়ারা শিরাজাম্‌ মুনিরা-হায়দার)। {(আরবি) সিরাজ}
  • Bengali Word শিরাজি, সিরাজি Bengali definition [শিরাজি] (বিশেষ্য) ১ ইরানের শিরাজ নগরে প্রস্তুত দ্রব্য। ২ শিরাজে প্রস্তুত মদ। ৩ মদ্য (শিরাজী পিয়ারে শিরায় শিরায় কেবলই জাগাও নেশা-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) শীরাজী}
Closing this window will clear all results and return you back to the search section