Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সামান Bengali definition [শামান্‌] (বিশেষ্য) ১ সাজসরঞ্জাম; আসবাবপত্র (কোন দামান কামান তামাম সামান নির্ঘোষে কার নাম পড়ে সাল্লাল্লাহু আলায় হিস্‌সালাম-কাজী নজরুল ইসলাম)। ২ জোগাড়; ব্যবস্থা (আর কার কাম নহে যেতে পরীস্থান, জৈগুণ যাইয়া ভেজে করিয়া সামান-সৈয়দ হামজা)। {(ফারসি) সামান}
  • Bengali Word সামান্তরিক Bengali definition [শামোন্‌তোরিক্‌] (বিশেষ্য) (জ্যামিতি) চতুর্ভুজ যার বিপরীত বাহু দুইটি পরস্পর সমান্তরাল; parallelogram। {(তৎসম বা সংস্কৃত) সমান্তর+ইক}
  • Bengali Word সামান্য Bengali definition [শামান্‌নো] (বিশেষ্য) সাধর্ম্য; সাধারন লক্ষণসমূহ। □ (বিশেষণ) ১ অতিশয়; অল্প (সামান্য খাবার)। ২ সাধারণ (সামান্য লোক)। ৩ গুরুত্বহীন; তুচ্ছ (সামান্য ব্যাপার)। সামান্য (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) সমান+য(ষ্যঞ্‌)}
  • Bengali Word সামান্যকরণ Bengali definition [শামান্‌নোকরোন্‌] (ক্রিয়া) হ্রস্বীকরণ (এতাদৃশ সামান্যকরণ নিরতিশয় ব্যাপক-সুধীন্দ্রনাথ দত্ত)। {সামান্য+করণ}
  • Bengali Word সামান্যত, সামান্যতঃ Bengali definition [শামান্‌নোতো, শামান্‌নোতোহ্‌] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) সাধারণত; সাধারণভাবে। {(তৎসম বা সংস্কৃত) সামান্য+তস্‌}
  • Bengali Word সামান্যা Bengali definition [শামান্‌না] (বিশেষ্য) বারবিলাসিনী। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গুরুত্বহীনা; তুচ্ছ; সাধারণী। {(তৎসম বা সংস্কৃত) সামান্য+আ}
  • Bengali Word সামান্যীকরণ Bengali definition [শামান্‌নিকরোন্‌] (ক্রিয়া) নিরসনকরণ; সাধারণ লক্ষণাক্রান্তকরণ (সেই শ্রেণী সংরক্ষিত রহস্যের সামান্যীকরণ শিষ্যদের স্কন্ধে চাপিয়ে নিজে গিয়ালেটিক-এর ঐতিহাসিক নিদর্শন সংগ্রহে প্রাণপাত করেছিলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) সামান্য+ঈ(চ্বি)+করণ}
  • Bengali Word অসামান্য Bengali definition [অশামান্‌নো] (বিশেষণ) ১ অসাধারণ; সমান নেই এমন; অতুল্য (যে সকল অসমান্য কার্য করিয়া গিয়াছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অলৌকিক। ৩ অল্প নয় এমন; বিলক্ষণ। অসামান্যতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সামান্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section