- Bengali Word সহা (প্রাচীন প্রয়োগ) Bengali definition [শহা] (ক্রিয়া) ১ বরদাস্ত করা (এত জ্বালা প্রাণে সহে না-গান)। ২ ক্ষমা বা মাফ করা (অন্যায় সহা)। ৩ সহ্য করা (অন্যায় যে করে আর অন্যায় যে সহ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) সহ্য হয় বা হয়ে গেছে এমন (গা-সহা)। সহানো (ক্রিয়া) সহ্য বা সহন করানো। {(তৎসম বা সংস্কৃত) √সহ্>}
- Bengali Word সহাধ্যায়ী (-য়িন্) Bengali definition [শহাদ্ধায়ি] (বিশেষ্য) ১ সমপাঠী; সহপাঠী। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। সহাধ্যায়িনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সহপাঠিনী। {(তৎসম বা সংস্কৃত) সহ+অধ্যায়+ঈ}
- Bengali Word সহান Bengali definition ⇒ সহা
- Bengali Word সহানুভূতি Bengali definition [শহানুভুতি] (বিশেষ্য) ১ অন্যের দুঃখ-বেদনায় তার সাথে সমান অনুভূতি। ২ সমবেদনা; দরদ। সহানুভূতিশীল (বিশেষণ) সমবেদনাসম্পন্ন; সমব্যথী; দরদি। {(তৎসম বা সংস্কৃত) সহ=অনুভূতি}
- Bengali Word সহাবস্থান Bengali definition [শহাবস্থান] (বিশেষ্য) বিরুদ্ধ মতাবলম্বীদের শান্তিপূর্ণভাবে একত্র অবস্থিতি। {(তৎসম বা সংস্কৃত) সহ+অবস্থান}
- Bengali Word সহায় Bengali definition [শহায়্] (বিশেষ্য) ১ সাহায্যকারী। ২ অবলম্বন (ঘটনাক্রমে তাঁহার অননুভূতপূর্ব সহায় উপস্থিতি হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ সহকারী (কাজের সহায়)। ৪ সমর্থক; সমর্থনকারী। সহায়ক (বিশেষণ) ১ সাহায্যকারী। ২ সমর্থক; পরিপোষক। সহায়তা (বিশেষ্য) সাহায্য; সাহায্যকরণ; সমর্থন। সহায়সম্পত্তি, সহায়সম্পদ (বিশেষ্য) লোকবল ও অর্থবল। {(তৎসম বা সংস্কৃত) সহ+√অয়+অ(অচ্)}
- Bengali Word সহাস্য Bengali definition [শহাশ্শো] (বিশেষণ) হাসিসংযুক্ত; হাস্যরত। সহাস্যে (ক্রিযা-বিশেষণ) হাস্যরত অবস্থায়; হাসতে হাসতে। {(তৎসম বা সংস্কৃত) স+হাস্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অসহায় Bengali definition [অশহায়্] (বিশেষণ) ১ নিঃসহায়; সহায়হীন (ভুললো তার অসহায় স্ত্রী, অসহায়তর শিশুগুলি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ নিরুপায়। ৩ নিঃসঙ্গ; একা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সহায়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word - আবু ইসহাক Bengali definition [আই] বাংলা প্রত্যয়বিশেষ, -আবু ইসহাক প্রত্যয়যোগে গঠিত শব্দ, যথা-লম্বাই, ঢালাই, ধোলাই, মিঠাই, জগাই, মাধাই, বড়াই, ঢাকাই, যাচাই, বাঁধাই, ইত্যাদি। {(বাংলা) প্রত্যয়বিশেষ}
- Bengali Word আসহাব Bengali definition [আশ্হাব্] (বিশেষ্য) হজরত মুহম্মদ (সা.)–এর সহচরবৃন্দ; সাহাবিগণ (আসহাব সকলে হেন কর জ্ঞান-সৈয়দ আলাওল)। {(আরবি)আসহাব}
- Bengali Word আসহাব-এ-কাহাফ, আসাব কাহাফ Bengali definition [আস্হাব্-এ-কাহাফ্, আসাব্ কাহাফ্] (বিশেষ্য) গুহাবাসীগণ-কোরআনে উল্লিখিত সাত ব্যক্তি যাঁরা আল্লাহর প্রতি ঈমান এনে রাজরোষের ভয়ে একটি গুহায় বহুকাল ঘুমিয়ে থেকে জেগে উঠে দেশের বহু পরিবর্তন দেখে। আসাব কাহাফি (বিশেষণ) আসহাব-এ-কাহাফ সম্পর্কিত (আসাব কাহাফি ঘুম ভেঙ্গে আসিবে না গান গেয়ে-আজহারুল ইসলাম)। {(আরবি)আসহাবে কাহফ}
- Bengali Word মাসহরা, মাসহারা Bengali definition ⇒ মাস১
Closing this window will clear all results and return you back to the search section