Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word সওয়াল, সুওয়াল, সোয়াল Bengali definition [শওয়াল্‌, শুওয়াল, শোয়াল্‌] (বিশেষ্য) ১ প্রশ্ন (বিবি বলে কহি মেরা দোছরা সওয়াল-সৈয়দ হামজা)। ২ জেরা (মেজিষ্ট্রেট অনেক সওয়াল করিলেন কিন্তু ঠক চাচা হেলবার দুলবার পাত্র নয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ প্রার্থনা। ৪ ভিক্ষা-বৃত্তি। সওয়াল-জবাব (বিশেষ্য) প্রশ্ন ও উত্তর; মকদ্দমায় উকিলের বাদ-প্রতিবাদ (সওয়াল জবাবে নাকাল করিয়া শেষে দিলে পিঠটান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) সাৱাল্‌}
Closing this window will clear all results and return you back to the search section