- Bengali Word শোকর, শুকুর, শুকর, শোকর Bengali definition [শোকর্, শকুর্, শুকর্, শোকর্] (বিশেষ্য) কৃতজ্ঞতা; প্রশংসা; তৃপ্তি বা তুষ্টি প্রকাশ ও তার জন্যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন (শোকর করি খোদা পাকের)। শোকরানা (বিশেষ্য) ১ কৃতজ্ঞতা (শোকরানা নামাজ)। ২ আনন্দের বা সুখের কারণ ঘটলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ (হামিদা স্বামীদর্শনে মৃতদেহে প্রাণ পাইল এবং দুই রেকাত শোকরানার নামাজ আদায় করিল-নজিবর রহমান)। {(আরবি) শুক্র}
Closing this window will clear all results and return you back to the search section