- Bengali Word শাহাদত ১, শাহাদাৎ Bengali definition [শাহাদত্] (বিশেষ্য) ১ সাক্ষ্য। ২ মুসলমাদের আকিদা বা বিশ্বাস অনুযায়ী দ্বিতীয় কালিমা-কালিমায়ে শাহাদত; আল্লাহ এক এবং হজরত মুহম্মদ (সা.) আল্লাহর রসুল-এই সাক্ষ্য দান। শাহাদত অঙ্গুলি (বিশেষ্য) তর্জনী (তব শাহাদাৎ অঙ্গুলি আজও ফিরদৌসের ইশারা করে-ফররুখ আহমদ)। {(আরবি) শহাদৎ}
- Bengali Word শাহাদাত, শাহাদত ১ Bengali definition [শাহাদত্, শাহাদত্] (বিশেষ্য) শহিদ হওয়া; ধর্ম; ন্যায় ও সত্য রক্ষার বা প্রতিষ্ঠার কাজে নিহত হওয়া। {(আরবি) শহাদৎ}
Closing this window will clear all results and return you back to the search section