Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word লেপ ১ Bengali definition [লেপ্‌] (বিশেষ্য) ১ প্রলেপ; লেপন; পেঁচ (মাটির লেপ)। ২ লেপে জোড়ার জিনিস; লেই; আঁটার উপকরণ। লেপক (বিশেষণ) লেপনকারী; লেপনকর্তা। লেপন (বিশেষ্য) ১ লেপ; প্রলেপন; পোঁচ দেওয়া; বিলেপন। ২ যা লেপা যায়। লেপনীয়, লেপ্য (বিশেষণ) লেপনের যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √লিপ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word লেপ ২, নেপ Bengali definition [লেপ্‌, নেপ] (বিশেষ্য) এক প্রকার তুলাপূর্ন শীত নিবারক কাঁথা বা গাত্রাবরণ; বালাপোশ; রেজাই। {(আরবি) লিহাফ}
  • Bengali Word লেপচা Bengali definition [লেপ্‌চা] (বিশেষ্য) পূর্ব হিমালয় অঞ্চলে প্রধানত সিকিমে বসবাসকারী আদিম পার্বত্য জাতিবিশেষ। {অজ্ঞাতমূল}
  • Bengali Word লেপটা, লেপটানো Bengali definition [ল্যাপ্‌টা, ল্যাপ্‌টানো] (ক্রিয়া) ১ জড়িয়ে যাওয়া (সেই লেপটানো আঁটা জামা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ লিপ্ত বা জড়িত হওয়া। ৩ লেপা; লেপন করা। {√লেপটা, +আনো}
  • Bengali Word লেপন, লেপনীয়, লেপ্য Bengali definition ⇒ লেপ১
  • Bengali Word লেপা Bengali definition [লেপা] (ক্রিয়া) নিকানো; লেপন করা; তরল পদার্থের পোঁচ দেওয়া; আবৃত করা; ঢাকা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে (ভীষণ অন্ধকার বিশ্বছবিটির উপর লেপা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। লেপানো (ক্রিয়া) ১ তরল পোঁচ দেওয়ানো। ২ অপরকে দিয়ে নিকানো বা আবৃত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √লিপ্‌+আ}
  • Bengali Word লেপটেন্যান্ট Bengali definition [লেফ্‌টেন্যান্‌ট্‌] (বিশেষ্য) উপরওয়ালার পক্ষে কাজ চালাতে নিযুক্ত তাঁর অব্যবহিত নিম্নস্থ কর্মচারী; সহকারী; স্থলবাহিনীতে ক্যাপ্টেনের কর্মচারী (যেই কোন লেফটেন্যান্ট কাজ দেখতে আসেন-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) lieutenant}
  • Bengali Word অবোলেপ Bengali definition [অবোলেপ্] (বিশেষ্য) ১ প্রলেপ। ২ লেপন। ৩ গর্ব; অহঙ্কার। অবলেপন (বিশেষ্য) প্রলেপন। মাখানো। {(তৎসম বা সংস্কৃত)অব+লেপ}
  • Bengali Word আলেপ Bengali definition আলেপন
  • Bengali Word অনুলেপ , অনুলেপন Bengali definition [ওনুলেপ্, ওনুলেপোন্] (বিশেষ্য) লেপন; প্রলেপ। অনুলিপ্ত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+লেপ, লেপন; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word আলেপন, আলাপ Bengali definition [আলেপোন্‌, আলেপন, আলেপ্] (বিশেষ্য) ১ আলপনা। ২ লেপন; প্রলেপ দান। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলিপ+ অন(ল্যুট্), অ(ঘঞ্)}
  • Bengali Word উপলেপ, উপলেপন Bengali definition [উপোলেপ, উপলেপন্‌] (বিশেষ্য) উপরে লেপন। ২ উপরের প্রলেপ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লিপ্‌+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
  • Bengali Word একলেপচা , একল্যাপচো Bengali definition [অ্যাক্‌লেপ্‌চা, অ্যাক্‌ল্যাপ্‌চো] (বিশেষ্য) একলাগাও (এ যেন একল্যাপচো দেখাচ্ছো-কেদারনাথ মজুমদার)। {সংস্কৃত এক+লেপ+বাংলা চা, চে, চো<হিন্দি সা (মত অর্থে)= একলেপের মতো}
  • Bengali Word নির্লেপ Bengali definition [নির্‌লেপ্‌] (বিশেষণ) ১ লেপহীন; লেপনশূন্য; প্রলেপশূন্য। ২ নিঃসম্পর্ক; সম্পর্কহীন। ৩ নির্লিপ্ত; উদাসীন। □ (বিশেষ্য) স্বতন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) নিঃ+লেপ; বহুব্রীহি সমাস}
  • Bengali Word নেপটানো, লেপটানো, ন্যাপটান, ল্যাপটানো Bengali definition [ন্যাপ্‌টানো, ল্যাপ্‌টানো, ন্যাপ্‌টানো, ল্যাপ্‌টানো] (ক্রিয়া) লিপ্ত হওয়া; জড়িয়ে থাকা। {(তৎসম বা সংস্কৃত) লিপ্ত>}
  • Bengali Word বলাবলেপ Bengali definition [বলাবলেপ্‌] (বিশেষ্য) নিজের শক্তির অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) বল+অবলেপ; ৬ তৎপুরুষ সমাস}
  • Bengali Word বিলেপ, বিলেপন Bengali definition [বিলেপ্, বিলেপন্‌] (বিশেষ্য) ১ লেপা; পোঁচ দেওয়া। মাখানো। ২ লেপন করা হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√লিপ্‌+অ(ঘঞ্‌), অন(ল্যুট্‌)}
Closing this window will clear all results and return you back to the search section