Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রোজ ১ Bengali definition [রোজ্‌] (বিশেষ্য) ১ দিন; তারিখ (সে সাত রোজ কাজ করছে; ৩রা রোজ সে কাজে যোগ দিয়েছে)। ২ দৈনিক পারিশ্রমিক বা মজুরি (পাঁচ টাকা রোজে কাজ)। ৩ দৈনিক সরবরাহ বা জোগান (রোজ-করা)। ৪ প্রত্যেকদিন; প্রতিদিন; প্রত্যহ (আলসে নয় সে ওঠে রোজ সকালে-কাজী নজরুল ইসলাম)। রোজ রোজ (অব্যয়) প্রত্যহ; প্রতিদিন; নিত্য (রোজ রোজ তুমি আমায় বিরক্ত কর কেন?)। {(ফারসি) রোজ}
  • Bengali Word রোজ ২ Bengali definition [রোজ্‌] (বিশেষ্য) গোলাপফুল। {(ইংরেজি) rose}
  • Bengali Word রোজ কিয়ামত Bengali definition [রোজ্‌কিয়ামত্‌] (বিশেষ্য) ১ মৃত্যুর পর পুনরুত্থানের দিন। ২ শেষ বিচারের দিন। ৩ (আলঙ্কারিক) অতি কষ্টকর অবস্থা; বিপদ-আপদ (জানের উপর রোজ কেয়ামতের চলছে)। {(ফারসি) রোজ + (আরবি) কিয়ামত}
  • Bengali Word রোজগার Bengali definition [রোজ্‌গার্‌] (বিশেষ্য) আয়; উপার্জন (এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) রোজগার}
  • Bengali Word রোজগারি, রোজগেরে Bengali definition [রোজ্‌গারি, রোজ্‌গেরে] (বিশেষণ) আয় করে এমন; উপার্জনকারী (এত বড় সংসারে একজন মাত্র রোজগারী)। {(ফারসি) রোজগার + (বাংলা) ই, ইয়া>এ}
  • Bengali Word রোজদার Bengali definition ⇒ রোজাদার
  • Bengali Word রোজনামচা, রোজনামা Bengali definition [রোজ্‌নাম্‌চা, রোজ্‌নামা] (বিশেষ্য) যে বইতে প্রতিদিনের বিবরণ লেখা হয়; দিনলিপি; diary (এসব জ্ঞানপথের তীর্থযাত্রী ভ্রমণকালে রীতিমতো রোজনামচা রাখতেন-আবদুল মওদুদ)। {(ফারসি) রোজনামচা, রোজনামা}
  • Bengali Word রোজনামা Bengali definition ⇒ রোজনামচা
  • Bengali Word রোজ- হাসর Bengali definition [রোজ্‌হাশোর্‌] (বিশেষ্য) মহাপ্রলয়ের দিন (রোজ-হাসরের ময়দানেতে মোরদারা সব জীবন পাবে-জসীমউদ্‌দীন)। {(ফারসি) রোজ+ (আরবি) হাশ্‌র}
  • Bengali Word রোজ ১, রোযা Bengali definition [রোজা] (বিশেষ্য) ইসলাম ধর্মীয় বিধি অনুসারে উপবাস; ঊষাকালের সামান্য পূর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরণের আহার ও যৌনমিলন থেকে সম্পূর্ণ বিরতি (এই যে উপবাসী জনগণ, চিরকাল রোজা রাখিবেন-আসে শুভ একতার ক্ষণ-কাজী নজরুল ইসলাম)। রোজা খোলা (ক্রিয়া) সমস্ত দিন রোজা রেখে সূর্যাস্তের পর ইফতার করা অর্থাৎ আহার্য গ্রহণ করা। রোজাদার (বিশেষ্য) যে রোজা পালর করে। রোজা রাখা (ক্রিয়া) ইসলামি নিয়মানুযায়ী রোজা পালন করা। {(ফারসি) রোজাহ}
  • Bengali Word রোজা ২, রোঝা ২ Bengali definition [রোজা, রোঝা] (বিশেষ্য) ওঝা; যারা সাপের বিষ নামাবার বা ভূত-প্রেত ছাড়াবার মন্ত্র জানে। {(তৎসম বা সংস্কৃত) উপাধ্যায়>ওঝা>}
  • Bengali Word রোজানা Bengali definition [রোজানা] (বিশেষ্য) দৈনিক বরাদ্দ বা মাহিনা; পারিশ্রমিক (অবশ্য সেইজন্য রোজানা দিতে হইবে-গোপাল হালদার)। {(ফারসি) রোজানা}
  • Bengali Word রোজিনা Bengali definition [রোজিনা] (বিশেষ্য) ১ দৈনিক পারিশ্রমিক মজুরি বা বৃত্তি (রোজিনাদার)। ২ দৈনিক বরাদ্দ (দুধ রোজিনা দেওয়া)। {(ফারসি) রূজীনাহ্‌}
  • Bengali Word উরোজ Bengali definition [উরোজ্] (বিশেষণ) বক্ষঃস্থলে জন্মেছে এমন। □ (বিশেষ্য) স্তন (অভিরাম গ্রীবাভঙ্গে উরোজের অনবগুণ্ঠনে?-সুধূন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. উরস্‌+ √জন্‌+অ(ড)}
  • Bengali Word হররোজ Bengali definition ⇒ হর২
  • Bengali Word কেয়ামত, কিয়ামত, রোজকেয়ামত Bengali definition [কেয়ামত্‌, কিয়ামত্‌, রোজ্‌কেয়ামত্‌] (বিশেষ্য) ১ প্রলয়ের দিন; ধ্বংসের দিন; ইসলাম ধর্মমতে এই দিন আল্লাহ্ স্বয়ং মানুষের পাপ-পুণ্যের বিচার করবেন (কিয়ামতে তারা ফল পাবে গিয়ে?-(কাজী নজরুল ইসলাম)। ২ মহাপ্রলয়ের দিন; অন্তিম বিচারের জন্য মৃতদের পুনরুথ্থানের দিন। {(আরবি) কিয়ামত}
  • Bengali Word দরজা, দরওয়াজা, দরোজা Bengali definition [দর্‌জা, দর্‌ওয়াজা, দরোজা] (বিশেষ্য) দুয়ার; দ্বার; কবাট (হানিবে আঘাত তোর স্বপ্নের শিশমহলের দরওয়াজায়-কাজী নজরুল ইসলাম; পর্দা ছেড়ে দরজা ধাক্কায়-বুদ্ধদেব বসু)। {(ফারসি) দর্‌রজাহ}
  • Bengali Word দরোজা Bengali definition ⇒ দরজা
  • Bengali Word নওরোজ, নওরোজা Bengali definition [নওরাজ্‌, নওরোজা] (বিশেষ্য) ১ নতুন দিন। ২ পারসিক মতে নুতন বৎসরের প্রথম দিন। ৩ উৎসববিশেষ (কহিল সহেলি, আজ যে গানের নওরোজা-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) নররোজ}
  • Bengali Word নাইট্রোজেন Bengali definition [নাইট্রোজেন্‌] (বিশেষ্য) একটি মৌলিক গ্যাস; যবক্ষারযান। {(আরবি) nitrogen}
  • Bengali Word ফিরোজ Bengali definitionফিরোজা
  • Bengali Word ফিরোজা, ফিরোজ, ফিরোজী Bengali definition [ফিরোজা, ফিরোজ্‌, ফিরোজি](বিশেষণ) ১ নীলাভ (অপলক চোখে চাহি আকাশের ফিরোজা পর্দা-পানে-কাজী নজরুল ইসলাম; ফিরোজ রঙের চুড়ি পরিলে,,, মানাইবে-রবীন্দ্রনাথ ঠাকুর; রঙীন ফিরোজী পেশোয়াজ তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) এক প্রকার নীলাভ মণি। {(ফারসি) ফিরোজাহ্‌}
  • Bengali Word বরসরোজিনী Bengali definition [বরোসরোজিনি] (বিশেষ্য) মনোহর পদ্ম (বরসরোজিনী ধনী তুমি হে তার স্বজনী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বর+সরোজিনী}
  • Bengali Word সবোরোজ Bengali definition [শবোরোজ্‌] (বিশেষ্য) সব ও রোজ, রাত্রিদিন (দেখিতে না পাই কেবা করে ধূমদাম সবোরোজ হাঁকে হুম হাম খুব খাম-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) শব-ও-রোজ}
  • Bengali Word হাইড্রোজেন Bengali definition [হাইড্রোজেন্‌] (বিশেষ্য) মৌলিক গ্যাসবিশেষ, যার রাসায়নিক প্রতীক H; উদ্‌জান (দুইভাগ হাইড্রোজেনের সঙ্গে একভাগ অক্সিজেন সংযুক্ত বা মিলিত হলে জলের সৃষ্টি হয়-প্রমথ চৌধুরী; বাতাসের চেয়ে হাইড্রোজেন হালকা-শামসুল হক ফজলুর রহমান)। {(ইংরেজি) hydrogen}
Closing this window will clear all results and return you back to the search section