Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word রা ১, রাঅ, রাও (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [রা, রাঅ, রাও] (বিশেষ্য) রব; সাড়া; শব্দ; ধ্বনি; বাক্যস্ফূর্তি; মুখের কথা (শুনিয়া তোমার রা কাঁপে সবার গা-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। রাকরা, রাকাড়া (ক্রিয়া) কথা বলা (আমি রা করলাম না-শওকত ওসমান)। রা সরা (ক্রিয়া) বাক্যস্ফূর্তি হওয়া। {(তৎসম বা সংস্কৃত) রব>}
Closing this window will clear all results and return you back to the search section