- Bengali Word রাহী ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [রাহি] (বিশেষ্য) রাধা (মাধব অনুদিনে খিনি ভেলি রাহী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) রাধিকা>}
- Bengali Word করগ্রাহক , করগ্রাহী Bengali definition ⇒ কর৩
- Bengali Word সোরাহি, সোরাহী Bengali definition ⇒ সুরাহি
- Bengali Word অসদ & গ্রাহী Bengali definition [অশদ্গ্রাহি] (বিশেষণ) ১ অবৈধ দান গ্রহণকারী। ২ ঘুষখোর। অসদ্গ্রাহিতা (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সদ&গ্রাহী; বহু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word রাহি, রাহী ১ (প্রাচীন প্রয়োগ) Bengali definition [রাহি] (বিশেষ্য) পথচারী; পথিক; মুসাফির (দিল্লীশ্বর গৌড়ে রাহী রইয়াছেন-রামরাম বসু; মুজাহিদ রাহী আজি হিন্দের মুসলমান-তালিম হোসেন)। {(ফারসি) রাহী}
- Bengali Word সুরাহি, সুরাহী, সুরাই, সোরাহি, সোরাহী, সোরাই Bengali definition [শুরাহি, শুরাহী, শুরাই, শোরাহি, শোরাহী, শোরাই] (বিশেষ্য) ১ কুজো (ফের বাসে যায় সুরাহী পেয়ালা প্রিয়া নিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ৩ জলপাত্র বিশেষ। {(আরবি) সরাহী}
Closing this window will clear all results and return you back to the search section