- Bengali Word রব ১ Bengali definition [রব্] (বিশেষ্য) ১ শব্দ; ধ্বনি; আওয়াজ। ২ গোলমাল। ৩ সাড়া। ৪ জনরব; কথা; গুজব (একটা রব উঠেছে)। রবদব বি জাঁকজমক; প্রভাব- প্রতিপত্তি (কোন এক সময়ে তাদের বাড়িতে খুব রবদব ছিল)। রবরবা (বিশেষ্য) শোভা; খ্যাতি; প্রতাপ। □ (বিশেষণ) সম্পদশালী; ধনৈশ্বর্যে পরিপূর্ণ। রবাহূত (বিশেষণ) ১ ভোজের সংবাদ শুনে উপস্থিত হয় এমন; অনিমন্ত্রিত। ২ শব্দ বা গোলমাল শুনে আগত। {(তৎসম বা সংস্কৃত) √রু+অ(অপ্)}
- Bengali Word রব ২ Bengali definition [রব্] (বিশেষ্য) ঈশ্বর; আল্লাহ; প্রভু; পালয়িতা প্রভু। ইয়া রব, ইয়া রব্বী-হে প্রতিপালক; আমার প্রভু। {(আরবি) রব্ব}
- Bengali Word রবার, রাবার Bengali definition [রবার্, রাবার্] (বিশেষ্য) বীণা জাতীয় বাদ্যযন্ত্র (নীরব বৃক্ষের নির্যাস থেকে প্রস্তুত স্থিতিস্থাপক পদার্থ)। {(ইংরেজি) rubber}
- Bengali Word রবাহূত Bengali definition [রবাহুতো] (বিশেষণ) ১ ভোজের সংবাদ শুনে উপস্থিত হয় এমন; অনিমন্ত্রিত আগন্তুক। ২ কাঙালি; শব্দ বা গোলমাল শুনে আগত। {(তৎসম বা সংস্কৃত) রব+আহুত}
- Bengali Word রবি ১ Bengali definition [রোবি] (বিশেষ্য) সূর্য; ভাস্কর; আফতাব; দিবাকর; শাম্স (গগনের থালে রবি চন্দ্র দীপক জ্বলে)। □ (বিশেষণ) চৈতালি; বসন্তকালের। রবিকর, রবিরশ্মি (বিশেষ্য) সূর্যের কিরণ। রবিচ্ছবি (বিশেষ্য) সূর্যের দীপ্তি বা প্রভা বা শোভা। রবিতনয়, রবিনন্দন, রবিসূত (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত সূর্যের পুত্র। ২ শনি; যম; কর্ণ।রবিতনয়া, রবিনন্দনী, রবিসূতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দু পুরাণোক্ত সূর্যের কন্যা যমুনা। রবিবর্ষ (বিশেষ্য) (জ্যোতির্বিজ্ঞান) সৌর বৎসর; এক নক্ষত্র থেকে শুরু করে সমুদয় রাশিচক্র পরিক্রমণ শেষে আবার সেই নক্ষত্রে সঞ্চারিত থেকে সূর্যের যে সময় লাগে; সূর্যের রাশিচক্র পরিক্রমণ কাল; প্রায় ৩৬৫ দিন ৬ ঘন্টা কাল। রবিমন্ডল (বিশেষ্য) সূর্যের পরিধি। রবিমার্গ (বিশেষ্য) সূর্যের রাশিচক্র পরিক্রমণ পথ। {(তৎসম বা সংস্কৃত) √রু+ই}
- Bengali Word রবিউল আউয়াল Bengali definition [রোবিউল্ আউয়াল্] (বিশেষ্য) হিজরি সালের তৃতীয় মাস। {(আরবি) রবীউল আউয়াল}
- Bengali Word রবিখন্দ Bengali definition [রোবিখন্দো] (বিশেষ্য) বসন্তকালের শস্য; রবিশস্য। {(আরবি) রবী+আ খন্দক}
- Bengali Word রবিবার, রবিবাসর Bengali definition [রোবিবার্, রোবিবাশোর্] (বিশেষ্য) বাইবেল অনুসারে সপ্তাহের প্রথম বা শুরু দিবস; ভট্টারক বার। {(তৎসম বা সংস্কৃত) রবি+বার, বাসর}
- Bengali Word রবিশস্য Bengali definition [রোবিশোশ্শো] (বিশেষ্য) বসন্তকালীন ফসল; চৈতালি ফসল; রবিখন্দ; হেমন্তকালে বীজ বুনে যে ফসল বসন্তকালে ঘরে তোলা হয়। {(আরবি) রবী + (তৎসম বা সংস্কৃত) শস্য}
- Bengali Word রব্ধ Bengali definition [রব্ধো] (বিশেষণ) ১ আরব্ধ; আরম্ভ করা হয়েছে এমন; কৃতারম্ভ এমন। {(তৎসম বা সংস্কৃত) √রভ্+ত(ক্ত)}
- Bengali Word অদ্রব Bengali definition [অদ্দ্রোবো] (বিশেষণ) অগলিত; গলে না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্রব; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অরব Bengali definition [অরব্] (বিশেষ্য) শব্দাভাব; নিঃশব্দ। □ (বিশেষণ) রবশূন্য; নিঃশব্দ; মূক। অরবে (ক্রিয়া বিশেষণ) নিঃশব্দে; নির্বাক হয়ে; নীরবে (বসেছে অরবে শাখে পাখী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+রব; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word আরাব , আরব Bengali definition [আরাব্, আরব্] (বিশেষ্য) ১ ধ্বনি; শব্দ (মিনার চূড়ে মুয়াজ্জিনের শুনছি আরাব-কাজী নজরুল ইসলাম)। ২ কোলাহল (হ্রেষার তীব্র তীক্ষ্ণ আরাবে-বেনজীর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) আ + Öরু+অ(ঘঞ্), +অ(অপ্)}
- Bengali Word উপদ্রব Bengali definition [উপোদ্দ্রোব্] (বিশেষ্য) ১ উৎপাত; দৌরাত্ম্য; অত্যাচার। ২ অমঙ্গলজনক ঘটনা; বিপদ। উপদ্রুত (বিশেষণ) অত্যাচারিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+√দ্রু+অ(ঘঞ্)}
- Bengali Word কর্ঠীরব Bengali definition [কোন্ঠিরব্] (বিশেষ্য) ১ কপোত; পারাবত। ২ মত্তহস্তী। ৩ সিংহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী+রব}
- Bengali Word কুরব Bengali definition [কুরব্] (বিশেষ্য) ১ কুৎসিত শব্দ; কর্কশ স্বর (যদি এ দাসীর রব, কুরব ভেবে মাধব না শোনেন-মাইকেল মধুসূদন দত্ত)। ২ কলঙ্ক; অপবাদ; দুর্নাম। ৩ অশ্লীল কথা; কুবাক্য। ⧠ (বিশেষণ) কুৎসিত শব্দবিশিষ্ট; কর্কশ স্বরবিশিষ্ট; কুকথা বলে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√রু+অ(অপ্); (কর্মধারয় সমাস) }
- Bengali Word কৈরব Bengali definition [কোইরব্] (বিশেষ্য) কুমুদ; শ্বেতপদ্ম (ক্ষণেক কৈরবে বসে ক্ষণে মত্ত মধুরসে বিরহী জনার চিত্তশূল-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কে+রব+অ(অণ্)}
- Bengali Word কৌরব Bengali definition [কোউরব্] (বিশেষ্য) ১ মহাভারতোক্ত কুরুবংশধর। ২ ধৃতরাষ্ট্রের পুত্রগণ; দুর্যোধনাদি শত ভ্রাতা। কৌরব্য, কৌরবেয় (বিশেষণ) কুরুরাজ-বংশীয়; কুরুবংশে যাদের জন্ম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুরু+অ(অণ্)}
- Bengali Word চরব Bengali definition [চরোব্] (বিশেষ্য) চর্বি। চরবদার (বিশেষণ) চর্বিদার; চর্বিযুক্ত। {(ফারসি) চর্ব}
- Bengali Word মহারৌরব Bengali definition [মহারোউরব্] (বিশেষ্য) হিন্দুমতে মৃত্যুর পর মহাপাপীদের সর্বাধিক যন্ত্রণাভোগের স্থান; নিকৃষ্টতম নরকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মহা+রৌরব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word অগৌরব Bengali definition [অগোউ্রব্] (বিশেষ্য) ১ অসন্মান; অমর্যাদা। ২ অখ্যাতি (মগ্ন হলেম আনন্দময় অগাধ অগৌরবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অগৌরবা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মর্যাদাহীনা; অসন্মানিতা (অগৌরবার বাড়িয়ে গরব করবে আপন সাথী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+গৌরব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনারব্ধ Bengali definition [অনারব্ধো] (বিশেষণ) অনারম্ভ; শুরু করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আরব্ধ; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনুপ্রবেশ Bengali definition [ওনুপ্রোবেশ্] (বিশেষ্য) ১ ভিতরে প্রবেশ; অন্তঃপ্রবেশ। ২ মর্মগ্রহণ; হৃদয়ঙ্গম। অনুপ্রবিষ্ট বিণ। {(তৎসম বা সংস্কৃত)অনু+প্রবেশ; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অপ্রবৃত্তি Bengali definition [অপ্ প্রোব্রিত্তি] (বিশেষ্য) ১ অরুচি; অপছন্দ। ২ অনিচ্ছা; অনাসক্তি। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+প্রবৃত্তি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অরবিন্দ Bengali definition [অরোবিন্দো] (বিশেষ্য) পদ্ম; কমল (পূর্ণশশী নিন্দে মুখে নিন্দে অরবিন্দ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অর+ √বিন্দ্+অ(শ)}
Closing this window will clear all results and return you back to the search section