Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মেহমান, মে’মান Bengali definition [মেহোমান, মেহ্‌মান] (বিশেষ্য), (বিশেষণ) অতিথি; নিমন্ত্রিত; অভ্যাগত (মেহমান- এসেছে; নাতিন দেইখ্যা সকল মে’মান হইলো পরম খোশ-রওশন ইজদানী)। মেহমানদারি, মেহমানদারী (বিশেষ্য) অতিথিসেবা; আতিথ্য (মেমানদারী দান- খয়রাতে তেমনি ছিল মন- রওশন ইজদানী)। মেহমানি (বিশেষ্য) নিমন্ত্রণ; জেয়াফত; অতিথি আপ্যায়ন (পাড়াগাঁয়ের মেহমানিতে দুপুরের খানা শুরু হয় দুপুর অন্তে-ঈব্রাহীম খাঁ,প্রিন্সিপাল)। {(ফারসি) মেহমান}
Closing this window will clear all results and return you back to the search section