Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মেজ ১ Bengali definition [মেজো] (বিশেষণ) মধ্যম; দ্বিতীয়; মেঝো; মধ্যের। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>}
  • Bengali Word মেজ ২ Bengali definition [মেজ্‌] (বিশেষ্য) টেবিল (আমরা যদিও পাতিয়াছি মেজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মেজ}
  • Bengali Word মেজবান, মেজমান Bengali definition [মেজ্‌বান্‌, মেজ্‌মান্‌] (বিশেষ্য) আপ্যায়ক; অতিথি সৎকারকারী; host। মেজবানি (বিশেষ্য) আতিথেয়তা; মেহমানদারি; অতিথির জন্য ভোজের ব্যবস্থা। {(ফারসি) মেজবান}
  • Bengali Word মেজমেজ, ম্যাজম্যাজ Bengali definition [ম্যাজ্‌ম্যাজ্‌] (অব্যয়) আলস্য বা অসুস্থতার ভাব; জড়তার ভাব। মেজমেজে, ম্যাজমেজে (বিশেষণ) জড়তাযুক্ত। {অজ্ঞাতমূল}
  • Bengali Word মেজাজ Bengali definition [মেজাজ্‌] (বিশেষ্য) ১ মানসিক অবস্থা বা পরিস্থিতি; মনের হাল। ২ প্রকৃতি; স্বভাব। ৩ ক্রোধ; রোষ; কোপ; উগ্রতা। মেজাজি (বিশেষণ) ১ মেজাজবিশিষ্ট; রুক্ষ প্রকৃতিযুক্ত। ২ দাম্ভিক; গুর্বত। {(আরবি) মিজাজ}
  • Bengali Word আমেজ Bengali definition [আমেজ্] (বিশেষ্য) ১ ঈষৎ প্রকাশ; আদরা; আভাস। ২ আভা (নীলের আমেজ)। ৩ স্পর্শ; রেশ (গাঢ় শ্যাম ছায়াময় স্বপ্ন এক আমেজ লাগায় তৃষ্ণার্ত নয়ন মনে-সুফী মোতাহার হোসেন)। ৪ মিশ্রণ। {(ফারসি) আমিজ}
  • Bengali Word কামিজ , কামেজ Bengali definition [কামি্‌&, কামেজ্‌] (বিশেষ্য) একরকম জামা; ঢিলা শার্ট (তার নিদর্শন স্বরূপ আমরা কামিজের প্লেট ও কাফ এবং বুটজুতা ধারণ করি-প্রথম চৌধুরী; ছেঁড়া পচা কামেজ তাহার নাই হাতা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {( আরবি) কমীস}
  • Bengali Word ডেমেজ Bengali definition ড্যামেজ
  • Bengali Word ড্যামেজ, ডেমেজ Bengali definition [ড্যামেজ্‌] (বিশেষ্য) ক্ষতি। {(ইংরেজি) damage}
  • Bengali Word আলিমিযাজ, আলি মেজাজ Bengali definition আলি৫
  • Bengali Word কামেজ Bengali definition কামিজ
  • Bengali Word জনমেজয় Bengali definition জন্মেজয়
  • Bengali Word জন্মেজয়, জনমেজয় Bengali definition [জন্‌মেজয়্‌] (বিশেষ্য) সর্পযজ্ঞ অনুষ্ঠাতা পৌরাণিক রাজা; অর্জুনের প্রপৌত্র। {(তৎসম বা সংস্কৃত) জন্মন্‌+√এজি+অ(খশ্‌)}
  • Bengali Word মিজরাব, মেজরাপ Bengali definition [মিজ্‌রাব্‌, মেজ্‌রাপ্‌] (বিশেষ্য) সেতার বাদন কালে দক্ষিণ তর্জনীর মাথায় যে তারের বেষ্টনী লাগানো হয় (কেহ সেতারার মেজরাপ হাতে দেয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) মিদরাব}
  • Bengali Word মেঝো, মেজো Bengali definition [মেঝো, মেজো] (বিশেষণ) ১ মধ্যমস্থানীয়। ২ মধ্যে অবস্থিত। ৩ দ্বিতীয় বা দ্বিতীয়টি। {(তৎসম বা সংস্কৃত) মধ্যম>}
Closing this window will clear all results and return you back to the search section