Bengali Word মুকরর, মুকরররBengali definition [মুকরর্, মুকর্রর্] (বিশেষণ) নির্দিষ্ট।
মুকররি, মুকরররি (বিশেষ্য) নির্দিষ্ট খাজনায় স্থায়ীবাবে প্রাপ্ত ভূমি বা জাতি।
{ফারসি মুকর্ররী}
Bengali Word মুকানোBengali definition ⇒ মুখান
Bengali Word মুকাবিলাBengali definition ⇒ মোকাবিলা
Bengali Word মুকুটBengali definition [মুকুট্] (বিশেষ্য) কিরীট; উষ্ণীয় মস্তক-ভূষণ; শিরোভূষণ; বরের ও কনের টোপর।
{(তৎসম বা সংস্কৃত) √মস্ক্+উট}
Bengali Word মুকুতাBengali definition ⇒ মুক্তা
Bengali Word মুকুতিBengali definition ⇒ মুক্তি
Bengali Word মুকুন্দBengali definition [মুকুন্দো] (বিশেষ্য) ১ হিন্দুমতে মোক্ষদাতা।
২ বিষ্ণু।
{(তৎসম বা সংস্কৃত) মুক্+√দা+অ(ক)}
Bengali Word মুকুরBengali definition [মুকুর্] (বিশেষ্য) দর্পণ; আরশি; আয়না (শড়ি খুলে পরি আর বারে বারে মুখ মুকুরে নেহারি-কাজী নজরুল ইসলাম)।
{(তৎসম বা সংস্কৃত) মুখ+ √রা+অ(ক)}
Bengali Word মুকুলBengali definition [মুকুল্] (বিশেষ্য) ১ কুড়িঁ; কোরক; কলিকা।
২ আমের মউল/বউল।
৩ স্ফুটনোন্মুখ অবস্থা।
মুকুলিকা (বিশেষ্য) ছোট কুঁড়ি (মুকুলিকা-বালিকা বয়সী-রবীন্দ্রনাথ ঠাকুর)।
মুকুলিত (বিশেষণ) ১ অর্ধমুদ্রিত।
২ আধফুটন্ত বা পূর্ণ বিকাশ প্রাপ্ত হয়নি এমন।
মুকুলিল (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) মুকুলিত হলো।
মুকুলোদ্গম (বিশেষ্য) কুঁড়ির উৎপত্তি।
{(তৎসম বা সংস্কৃত) √মুচ্+উল)ঘুলক্)}
Bengali Word মুকেরিBengali definition [মুকেরি] (বিশেষ্য) মধ্যযুগে বাংলাদেশে মুসলমান সম্প্রদায়বিশেষ (বলদ বাহিয়া কেহ বলায় মুকেরি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)।
{অজ্ঞাতমূল}
Bengali Word মুক্তBengali definition [মুক্তো] (বিশেষণ) ১ অব্যাহতিপ্রাপ্ত; নিষ্কৃতিপ্রাপ্ত।
২ মোহহীন; উদার (মুক্তপ্রাণ)।
৩ মোক্ষপ্রাপ্ত; ত্রাণপ্রাপ্ত।
৪ আরোগ্যপ্রাপ্ত।
৫ উন্মোচিত খোলা।
৬ অবাধ; অবারিত।
৭ বদ্ধ নয় এমন।
৮ পরিষ্কৃত; সাফ।
□ (বিশেষ্য) অসংকোচ; স্পষ্ট।
মুক্তা১ (স্ত্রীলিঙ্গ)।
মুক্তকচ্ছ (বিশেষণ) কাছাখোলা।
মুক্তকণ্ঠে (ক্রিয়াবিশেষণ) ১ উচ্চকণ্ঠে।
২ অসংকোচে।
৩ স্পষ্ট কথায়।
মুক্তকেশ (বিশেষ্য) খোলাচুল।
□ (বিশেষণ) চুল খোলা এমন।
মুক্তকেশা, মুক্তকেশী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আলুলায়িত কেমবিশিষ্টা (মুক্তকেশী শোকাবেশে তুমি-মাইকেল মধুসূদন দত্ত)।
মুক্তছন্দ (বিশেষণ) ছন্দের বাঁধাধরা নিয়ম বর্জিত।
মুক্তবেণী (বিশেষণ) চুল দিয়ে বিনুনি বাঁধেনি এমন (মুক্তবেণী গঙ্গা-সত্যেন্দ্রনাথ দত্ত)।
মুক্তায়িত (বিশেষণ) মুক্তি থেকে উৎপন্ন (কী মুক্তি কী মুক্তায়িত শান্তি-বুদ্ধদেব বসু)।
মুক্তহস্ত (বিশেষণ) ১ বদান্য; দানশীল।
২ খরচে; ব্যয়শীল।
মুক্তহস্ততা বি।
মুক্তহৃদয় (বিশেষণ) উদারহৃদয়; খোলামন (সাধ্যাতীত চেষ্টা করিয়াও মুক্ত হৃদয়ে প্রকৃত মনের কথা পিতাকে বুঝাইতে পারিলেন না-মীর মশাররফ হোসেন)।
{(তৎসম বা সংস্কৃত) √মুচ্+ত(ক্ত)}
Bengali Word মুক্তা ২, মুকুতাBengali definition (পদ্যে ব্যবহৃত) [মুক্তা, মুকুতা] (বিশেষ্য) মোতি; মুক্তির বা ঝিনুকের মধ্যকার রত্নবিশেষ।
{(তৎসম বা সংস্কৃত) √মুক্ত+আ(টাপ্)}
Bengali Word মুক্তি, মুকতিBengali definition (পদ্যে ব্যবহৃত) মুকুতি (পদ্যে ব্যবহৃত) [মুক্তি, মুকোতি, মুক্তিকুতি] (বিশেষ্য) ১ স্বাধীনতা।
২ পরিত্রাণ।
৩ মোক্ষ।
৪ অবসান।
৫ হিন্দুমতে জীবজন্ম পরিগ্রহ থেকে অব্যাহতি।
৬ নিষ্কৃতি; রেহাই।
৭ অবরোধ বা বন্ধন থেকে উদ্ধার।
৮ আরোগ্যলাভ।
৯ মোহ বাসনাদির সমাপ্তি।
□ (বিশেষণ) স্বাধীন।
মুক্তিনামা (বিশেষ্য) ছাড়পত্র।
মুক্তিপত্র (বিশেষ্য) মুক্তির নির্দেশসূচক লিপি।
মুক্তিবাহিনী, মুক্তিফৌজ, মুক্তিযোদ্ধা (বিশেষ্য) দেশের মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেন; দেশকে হানাদার মুক্ত করার জন্য যাঁরা যুদ্ধে রত হন; বাংলাদেশকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত করার জন্য যাঁরা ১৯৭১-এ লড়াই করেছিলেন।
মুক্তিযুদ্ধ (বিশেষ্য) রাজনীতিক আর্থনীতিক সামাজিক তথা সার্বিক মুক্তি বা স্বাধীনতার জন্য যে যুদ্ধ।
মুক্তিসংগ্রাম (বিশেষ্য) স্বাধীনতা ও সামাজিক মুক্তির জন্যে যে আন্দোলন।
মুক্তিস্নান (বিশেষ্য) চন্দ্রসূর্যের গ্রহণ-মুক্তি উপলক্ষে হিন্দুদের স্নান।
{(তৎসম বা সংস্কৃত) √মুক্+ তি(ক্ত); (মধ্যস্বরাগম বা স্বরভক্তির ফলে মুকতি/মুকুতি}
Bengali Word মুখBengali definition [মুখ্] (বিশেষ্য) ১ মুখগহ্বর।
২ মুখমণ্ডল।
৩ বাচনশক্তি (উকিল বেটার মুখ নেই)।
৪ বাক্যনিঃসরণ; ভোজ্য গ্রহণের দ্বার।
৫ গৃহাদির প্রবেশপথ (গুহামুখ)।
৬ মোহনা (নদীর মুখ)।
৭ সম্মুখ অংশ।
৮ অীভমুখ।
৯ প্রগল্ভতা; বেয়াদবি; ধৃষ্টতা।
১০ মানমর্যাদা।
১১ আশা।
১২ আরম্ভ; সূত্রপাত।
১৩ বাক্য; ভাষা; বাক-প্রণালি।
১৪ কবল; আক্রমণ (বিপদের মুখে, বাঘের মুখে)।
মুখআলগা (বিশেষণ) ১ অসংযতভাবে ভালো-মন্দ যা মুখে আসে তাই বলে এমন (যদি কোন মুখ আলগা লোক অগ্রপশ্চাৎ না ভাবিয়া অম্লান বদনে বলিয়া বসেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
২ মুখাগ্রে কিছুই আটকায় না এমন।
মুখ উজ্জ্বল করা (ক্রিয়া) গৌরবমণ্ডিত করা।
মুখ কমল (বিশেষ্য) পদ্ম ফুলের মতো সুন্দর মুখ।
মুখ খারাপ করা (ক্রিয়া) অশ্লীল বাক্য বলা।
মুখ খিচানো (ক্রিয়া) ১ ভেংচানো।
২ মুখভঙ্গি সহকারে তিরস্কার করা।
মুখখিস্তি করা (ক্রিয়া) অশ্লীল গালাগালি করা।
মুখ খোলা (ক্রিয়া) ১ নীরবতার পর কথা বলা।
২ অনিচ্ছুকভাবে প্রকৃত বা গোপন কথা প্রকাশ করতে বাধ্য হওয়া।
মুখগোঁজ করা (ক্রিয়া) অভিমান হেতু মুখের চেহারা বিকৃত করা।
মুখচন্দ্র (বিশেষ্য) চাঁদের ন্যায় সুন্দর মুখ।
মুখচন্দ্রিকা (বিশেষ্য) জ্যোৎস্নার মতো সুন্দর মুখ; শুভদৃষ্টি; রুসুমাত।
মুখ চলা (ক্রিয়া) অনর্গল কথা বলা; ভোজন করা বা তিরস্কার করা।
মুখ চাওয়া (ক্রিয়া) সহায়তা লাভের প্রত্যাশী হওয়া।
মুখ চুন করা (ক্রিয়া) ভয় বা লজ্জায় মুখ ম্নান হওয়া।
মুখচোরা (বিশেষণ) লাজু+ক; অল্প কথা বলে এমন (বাহিরে সে বেজায় মুখচোরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)।
মুখচ্ছটা, মুখচ্ছবি (বিশেষ্য) মুখের সৌন্দর্য; চেহারা; মুকের অবয়ব।
মুখ ছোট করা (ক্রিয়া) অপ্রতিভ করা; কথা বলার সাহস খর্ব করা; লজ্জা পাওয়া।
মুখ ছোটা (ক্রিয়া) মুখ থেকে প্রচুর গালি ও বক্তৃতা বের করা।
মুখ ছোটানো (ক্রিয়া) ১ প্রচুর গালিগালাজ করা।
২ অবাধে কথা বলা।
মুখ ঝামটা (বিশেষ্য) মুখবিকৃতি সহ গঞ্জনা।
মুখ টিপে হাসা (ক্রিয়া) রহস্যজনকভাবে হাসা।
মুখ তুলতে না পারা (ক্রিয়া) লজ্জাজনিত সঙ্কুচিত হওয়া।
মুখ তুলে চাওয়া, মুখ তোলা (ক্রিয়া) প্রসন্ন দৃষ্টিপাত করা।
মুখ থাকা (ক্রিয়া) সম্মান বজায় থাকা।
মুখ থুবড়ে পড়া (ক্রিয়া) হুমড়ি খেয়ে পরা; স্থবির হয়ে পড়া।
মুখ দেখা (ক্রিয়া) ১ আয়না প্রভৃতিতে মুখের ছায়া দেখা।
২ বিয়েতে পাত্রীর মুখ দেখে টাকা বা অলঙ্কার প্রদান করা।
মুখনিঃসৃত বিন মুখ থেকে বহির্গত (মুখনিঃসৃত ধ্বনি সৃষ্টি করে-আহমদ শরীফ)।
মুখপত্র, মুখপাত (বিশেষ্য) ১ ভূমিকা; প্রস্তাবনা।
২ দলের কর্ম বা আদর্মজ্ঞাপক প্রচারপত্র বা পত্রিকা।
মুখপাত্র (বিশেষ্য) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরূপে যিনি কথা বলেন।
মুখপোড়া (বিশেষ্য) ১ এক প্রকার গালি।
২ হনুমান।
মুখ ফসকানো (ক্রিয়া) হঠাৎ করে কিছু বলে ফেলা।
মুখ ফোটা (ক্রিয়া) মুখ থেকে কথা বের হওয়া।
মুখফোড় (বিশেষণ) ১ স্পষ্ট বক্তা।
২ দুর্মুখ।
মুখ ফোলানো (ক্রিয়া) মুখ গোমড়া করা।
মুখ বদলানো (ক্রিয়া) স্বাদ বদলানো।
মুখ বন্ধ করা, মুখ বোজা (ক্রিয়া) কথা না বলা; নীরব বা মৌন থাকা।
মুখ ব্যাদান (বিশেষ্য) ১ হা করণ; বড় করে হা করা কার্য (একটা বিকট মুখ ব্যাদানের মতো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)।
২ বিকৃত মুখভঙ্গি।
মুখভঙ্গি (বিশেষ্য) মনোভাবব্যঞ্জক মুখের নানা বিন্যাস।
মুখ ভার করা (ক্রিয়া) মুখ গম্ভীর করা।
মুখমণ্ডল (বিশেষ্য) কপাল থেকে চিবুক সমতে মস্ত মুখ।
মুখ মারা (ক্রিয়া) ১ সম্ভ্রম নষ্ট করা।
২ নীরব বা মৌন করে দেওয়া।
৩ অতিরিক্ত মিষ্ট দ্রব্যাদি বা ঘৃতাদিযুক্ত খাদ্যসামগ্রী ভোজনের ফলে অরুচি সৃষ্টি।
৪ বস্ত্রের প্রান্ত বা থলের মুখ সেলাই করে বন্ধ করা।
মুখ মিষ্টি (বিশেষণ) মধুর ভাষা; মিষ্টভাষী।
মুখ রক্ষা (বিশেষ্য) সম্মান রক্ষা; মর্যাদা রাখা।
মুখ রাখা (ক্রিয়া) সম্মান বা মর্যাদা বাঁচানো।
মুখরুচি (বিশেষ্য) ১ মুখের সৌন্দর্য বা শোভা।
২ মুখের স্বাদ বাড়ানোর উপাদান।
মুখরোচক (বিশেষণ) সুস্বাদু।
মুখরোচক (বিশেষণ) সুস্বাদু।
মুখ লাগা (ক্রিয়া) ১ মুখ কুটকুট করা।
২ নজর লাগা; তুকতাক কার্যকর হওয়া।
মুখশশী (বিশেষ্য) চন্দ্রের ন্যায় সুন্দর মুখ।
মুখ শুকিয়ে আমসি হওয়া (ক্রিয়া) ভয়, ব্যাধি, উদ্বগ ইত্যাদি হেতু মুখের রুগ্ন অবস্থা।
মুখশুকানো (ক্রিয়া) ভয় বা রোগহেতু মুখের চেহারা ম্নাল হওয়া।
মুখশুদ্ধি (বিশেষ্য) ১ মুকের দুর্গন্ধনাশক দ্রব্য।
২ ভোজনের পর চিবানোর জন্য স্বাদযুক্ত মসলা।
মুখশ্রী (বিশেষ্য) মুখের সৌন্দর্য বা শোভা।
মুখ-সর্বস্ব (বিশেষণ) কর্মক্ষমতাহীন বাকপটু।
মুখসাট, মুখসাপট (বিশেষ্য) ১ ধমক।
২ বাকচাতুর্য; অহঙ্কৃত উক্তি (মুখ সাপটে দড়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)।
মুখ সামালানো (ক্রিয়া) ১ সাবধান হয়ে কথা বলা।
২ গালাগালি ব অশোভন কথা পুনর্বার বলা থেকে সাবধান করে দেওয়া (মুক সামলে কথা বলা)।
মুখ সিটকানো (ক্রিয়া) ঘৃণা, বিতৃষ্ণা প্রভৃতি কারণে মুখ বিকৃত করা।
মুখ সেলাই করে দেওয়া (ক্রিয়া) মৌন বা নির্বাক থাকতে বাধ্য করা।
মুখস্থ (বিশেষণ) কন্ঠস্থ; যথাযথ আবৃত্তি করার জন্য স্মৃতিতে ধারণ করা।
মুখ হওয়া (ক্রিয়া) ১ ফোড়া থেকে রক্ত, পুঁজ প্রভৃতি বের হওয়ার ছিদ্র হওয়া।
২ গালি দেওয়ার প্রকৃতি হওয়া।
মুকাঙ্গরাগ (বিশেষ্য) মুখের প্রসাধন (যেহেতু বীর পুরুষের মুখাঙ্গরাগ তাহার শোণিত-গিসে)।
মুখে আগুন (বিশেষণ) হিন্দু সম্প্রদায়ে প্রচলিত মরণ কামনাসূচক তিরস্কার।
মুখে আনা (ক্রিয়া) উচ্চারণ করা।
মুখে আসা (ক্রিয়া) বলার ইচ্ছা হওয়া।
মুখে খই ফোটা (ক্রিয়া) প্রগল্ভবাবে কথা বলা।
মুখে জল আসা (ক্রিয়া) আহারে প্রবল লোভ হওয়া।
মুখে জল দেওয়া (ক্রিয়া) ১ উপবাসের পর সামান্য আহার করা।
২ মৃত্যুকালে পানি পান করানো।
মুখে দড় (বিশেষ্য) বাকপটু; কলহদক্ষ।
মুখে দেওয়া, মুখে ফেলা (ক্রিয়া) ১ খাওয়া।
২ খাওয়ানো; ভোজন করানো।
মুখে ফুল চন্দন পড়া (ক্রিয়া) ধন্য হওয়া; শুভ কামনার জন্য প্রশংসা করা।
মুখে মুখে (ক্রিয়াবিশেষণ) ১ শুধু কথা বলে।
২ মৌখিক-ভাবে।
মুখের উপর (ক্রিয়াবিশেষণ) ১ সামনাসামনি।
২ সঙ্গে সঙ্গে।
মুখের ভয়ে (ক্রিয়াবিশেষণ) তিরস্কারের বা গঞ্জনার ভয়ে।
মুখের মতো (বিশেষণ) যথোপযুক্ত।
{(তৎসম বা সংস্কৃত) খন্+অ(অচ্), ‘মু’(মুট্) আগম}
Bengali Word মুখটি ১Bengali definition [মুখ্টি] (বিশেষ্য) মুখের ঢাকনা ছিপি।
{(তৎসম বা সংস্কৃত) মিুখপট্টি>}
Bengali Word মুখটি ২, মুখটিBengali definition [মুখোটি, মুখুটি] (বিশেষ্য) প্রধান; মুখ্য; মুখোপাধ্যায়।
{(তৎসম বা সংস্কৃত) মুখ+(বাংলা) টি}
Bengali Word মুখতসরBengali definition [মুখ্তোসর্] (বিশেষণ) বাহুল্যবর্জিত; সংক্ষিপ্ত।
{(আরবি) মুখতাসার}
Bengali Word মুখবংশBengali definition [মুখবঙ্শো] (বিশেষ্য) মুখ্য বা প্রধান বংশ; কুলীন (গোত্রের প্রধান পিতা মুখবংশজাত-ভারতচন্দ্র রায়গুণাকর)।
{(তৎসম বা সংস্কৃত) মুখ্য+বংশ}
Bengali Word মুখবন্ধBengali definition [মুখোবন্ধো] (বিশেষ্য) ভূমিকা; অবতরণিকা; গ্রন্থারম্ভে গ্রন্থ সম্পর্কে বক্তব্য।
{(তৎসম বা সংস্কৃত) মুখ+বন্ধ}
Bengali Word মুখরBengali definition [মুখর্] (বিশেষণ) ১ বাচাল; বেশি কথা বলে এমন।
২ কটুভাষী।
৩ ধ্বনিবহুল; শব্দায়মান (মুখর নূপুর)।
মুখরা (স্ত্রীলিঙ্গ)।
মুখরতা (বিশেষ্য) ১ বাচালতা; অতিভাষণ।
২ ধ্বনিবহুলতা।
মুখরিত (বিশেষণ) ধ্বনিত; গুঞ্জিত; শব্দায়মান।
মুখরিতা (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) মুখ+র}
Bengali Word মুখস্থBengali definition [মুখস্থো] (বিশেষণ) কণ্ঠস্থ; স্মৃতি থেকে বলা যায় এমন।
{(তৎসম বা সংস্কৃত) মণ্ঠস্থ শব্দের সাদৃশ্যে গঠিত; মুখ+স্থ}
Bengali Word মুখাBengali definition ⇒ মুখো
Bengali Word মুখাগ্নিBengali definition [মুখাগ্নি] (বিশেষ্য) হিন্দুদের শবদাহকালে শাস্ত্রবিধি অনুসারে শবের শিরঃস্থানে (মুখে নয়) অগ্নি দান বা স্পর্শ।
{(তৎসম বা সংস্কৃত) মুখ+অগ্নি; (কর্মধারয় সমাস)}
Closing this window will clear all results and return you back to the search section