Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মিঞা, মিঞাসাহেব Bengali definition ⇒ মিয়া
  • Bengali Word অমিঞা Bengali definition অমিয়া
  • Bengali Word অমিয়া , অমিঞা ( মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ওমিয়া, ওমিয়াঁ] (বিশেষ্য) অমৃত; সুধা (অমিয়া বরিখে মুখে হাস্যের মাধুরি-ভবানন্দ)। অমিয়াজিত বিন অমৃতাপেক্ষা অধিক (বচন অমিয়াজিত মধু-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অমৃত>}
  • Bengali Word মিয়াঁ, মিঞা, মিঞা সাহেব, মিয়া সাহেব Bengali definition [মিয়াঁ, মিঞা, মিঞাশাহেব্‌, মিয়া সাহেব] (বিশেষ্য) ১ জনাব, সাহেব, মহাশয়, বাবু প্রভৃতির প্রতিশব্দ। ২ প্রভু; প্রধান; সর্দার; মণ্ডল। ৩ মুসলমান ভদ্রলোকের নামের পূর্বে বা পরে ব্যবহৃত শব্দ (এই তল্লাটে এক মিয়া সাহেব একটি মুরগী পুষেছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মিয়াজি (বিশেষ্য) ওস্তাদ; শিক্ষক। {ফারসি মিয়াঁ,+সাহেব}
Closing this window will clear all results and return you back to the search section