Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মাগা, মাঙা, মাঙ্গা Bengali definition [মাগা, মাঙা, মাঙ্‌গা] (ক্রিয়া) ১ যাচ্ঞা করা; চাওয়া (বর মাগা)। ২ ভিক্ষা করা। □ (বিশেষ্য) প্রার্থনা করা; মোনাজাত করা (মাগিবে দুয়ারে দুয়ারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। মাগানো, মাঙানো (ক্রিয়া) ভিক্ষা যাচ্ঞা বা প্রার্থনা করানো। {(তৎসম বা সংস্কৃত) √মার্গ> (প্রাকৃত) √মগ্‌গ> (বাংলা) মাগা}
Closing this window will clear all results and return you back to the search section