Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মরা Bengali definition [মরা] (ক্রিয়া) ১ প্রাণত্যাগ করা; দেহত্যাগ করা। ২ বিপদগ্রস্ত বা বিনষ্ট হওয়া (চাকরিটা না পেলে বেচারা মরবে)। ৩ মানসিক কষ্ট পাওয়া (ভেবে মরছি)। ৪ শুকিয়ে যাওয়া; মজে যাওয়া (নদীটা একেবারেই মরে গেছে)। ৫ হ্রাস পাওয়া; কমে যাওয়া (ব্যথা মরা)। ৬ নির্জীব হওয়া; কোনোক্রমে বেঁচে থাকা (লোকটা অভাবে মরে আছে)। ৭ লুপ্ত হওয়া; শেষ হয়ে যাওয়া (বাতাস আলো গেল মরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ প্রেমে আত্মবিস্মৃত হওয়া; কলঙ্কিনী হওয়া (ও রমা দিদি তাই বুঝি তুমি মরেছ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ৯ নষ্ট হওয়া (রঙ জ্বলে গেলো, ধোপ মরে গেলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। মরা কটাল ⇒ কটাল। মরা কান্না (বিশেষ্য) বাড়িতে কেউ মারা গেলে আত্মীয়-স্বজন যেরূপ উচ্চরোলে কাঁদে সেরূপ ক্রন্দন। মরাগাঙ, মরা নদী (বিশেষ্য) মজা নদী; শুষ্ক নদী। মরা মরা ধার (বিশেষ্য) যে ধার বা তীক্ষ্ণতা নষ্ট হয়ে গেছে। মরাপেট, মরানাড়ি (বিশেষ্য) বহুদিন ধরে অর্ধাহার বা অনাহারে হজমশক্তি নষ্ট হওয়ার ফলে অধিক আহার গ্রহণ করতে ও তা পরিপাক করতে অসমর্থ পাকস্থলী। □ (বিশেষণ) অল্প আহারেই পেট ভরে যায় এমন। মরামাস (বিশেষ্য) খুশকি; মরা চামড়া। মরা মুখ দেখা (ক্রিয়া) কঠিন শপথ করা। মরাস্রোত (বিশেষ্য) যে স্রোত পানির অপ্রতুলতাবশত অতি ধীরে বয় বা যে নদী শুষ্কপ্রায় হয়ে যাওয়ায় স্রোতহীন (পদ্মার মরাস্রোত শীতলতার আহ্বান প্রসারিত করে কোন দূর পানে চলে যাবার তাগিদে-সরদার জয়েনউদ্দীন)। মরাহাজা (বিশেষণ) শীর্ণ; ক্ষীণ; ক্ষয়প্রাপ্ত; শুষ্ক; মৃত। মরার বাড়া গাল নেই- ১ যার উপরে আর মন্দ বাক্য নেই; যতো রকম অমঙ্গল হতে পারে তার মধ্যে মৃত্যুর তুল্য আর কিছু নয়। ২ চরম তিরস্কার। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) √মর্‌+আ}
  • Bengali Word মরাই, মরায় Bengali definition [মরাই, মরায়্‌] (বিশেষ্য) ধানের গোলা (উঠানে তোর শূন্য মরাই মড়ার মত পড়ে-কাজী নজরুল ইসলাম; মরায়ের পাশে চড়ুই শালিক নাচে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মরার>}
  • Bengali Word মরাঞ্চে Bengali definition ⇒ মড়াঞ্চে
  • Bengali Word মরাঠা Bengali definition ⇒ মারাঠা
  • Bengali Word মরানো Bengali definition [মরানো] (ক্রিয়া) ১ মরিয়ে অর্থাৎ শুকিয়ে ফেলা; জ্বাল দিয়ে জলীয় অংশ শুকিয়ে ফেলা (দুধ মরিয়ে ক্ষীরে পরিণত করেছ)। ২ মেরে ফেলা। {মরা+আনো}
  • Bengali Word মরায় Bengali definition ⇒ মরাই
  • Bengali Word মরাল Bengali definition [মরাল্‌] (বিশেষ্য) রাজহাঁস; এক শ্রেণির বড় হাঁস; flamingo; swan (কোথায় জলে মরাল চলে মরালী তার পিছে পিছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। মরালী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মরালগামিনী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)রাজহংসীর মতো মন্থর ও মনোহর গতিযুক্তা। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+আল(আলচ্‌)}
  • Bengali Word আলহামরা Bengali definition [আল্‌হম্‌রা] (বিশেষণ) রক্তবর্ণ; লাল (আলহামরা পাথর)। □ (বিশেষ্য) মুসলিম আমলে স্পেনের একটি বিখ্যাত প্রাসাদ। {(আরবি)আল্‌হুমরা’}
  • Bengali Word কামরা Bengali definition [কামরা] (বিশেষ্য) কক্ষ; কুঠরি; ঘর। {(পর্তুগিজ) Camara}
  • Bengali Word গোঁয়ারা, গোমরা Bengali definition [গোঁয়ারা, গোম্‌রা] (বিশেষ্য) ১ মুহররমের তাজিয়া; হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেনের কৃত্রিম শবাধার। ২ মুহররম উৎসব। {(ফারসি) গোর (=কবর) বহু }
  • Bengali Word গোমরা Bengali definition গোঁয়ারা
  • Bengali Word অমরা ১ Bengali definition [অমরা, অমোরা] (বিশেষ্য) গর্ভকুসুম; গর্ভস্থ শিশুর নাভির সঙ্গে যুক্ত নাড়ির অগ্রভাগস্থ ফুল; placenta। {(তৎসম বা সংস্কৃত) অমর+আ(স্ত্রীলিঙ্গ)}
  • Bengali Word অমরা ২ , অমরাবতী Bengali definition [অমরা/অমোরা, অমরাবোতি] (বিশেষ্য) বেহেশ্‌ত; স্বর্গলোক (ধরায় লাবণ্য আনে অমরার কথা-সত্যেন্দ্রনাথ দত্ত; এ কোন অমরাবতী কহ লো কল্পনে-কায়)। {(তৎসম বা সংস্কৃত) অমরা,+বতী}
  • Bengali Word আমরা , আমারা ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আমরা, আমারা] সর্ব আমি এবং আমার সঙ্গী (আমরা যাব; আমারা চলিল সর্বজন-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) অস্মাকম্>(প্রাকৃত) অম্‌হাণ>অপভ্র. আহ্মরা>}
  • Bengali Word আমরার ((অপপ্রয়োগ)) Bengali definition [আম্‌রার্] সর্ব আমাদের। {(তৎসম বা সংস্কৃত) অস্ম্‌দ>}
  • Bengali Word আমরাস্তা Bengali definition আম২
  • Bengali Word উমরা ১, উমরাহ্‌ Bengali definition ওমরা
  • Bengali Word উমরা ২ Bengali definition [উম্‌রা] ১ (বিশেষ্য) হজের ন্যায় ধর্মীয় অনুষ্ঠান। ২ (বিশেষ্য) জিয়ারত। {আরবি ‘উম্‌রাহ }
  • Bengali Word ওমরা , ওমরাহ্ , উমরা , উমরাহ Bengali definition [ওম্‌রা, ওম্‌রাহ্, উম্‌রা, উম্‌রাহ্‌] (বিশেষ্য) ১ আমিরগণ; বাদশাহের অধীন বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিবর্গ। ২ অভিজাতবর্গ; ক্ষমতাশালী ধনী সম্প্রদায়। {(আরবি) বহুব উমারা একব আমীর }
  • Bengali Word কামরাঙা , কামরাঙ্গা Bengali definition [কাম্‌রাঙা, কাম্‌রাঙ্‌গা] (বিশেষ্য) পাঁচটি শিরাযু্ক্ত অম্লমধুর ফলবিশেষ। কামরাঙা শাঁখা (বিশেষ্য) হাতের অলঙ্কারবিশেষ (সোনাতে বান্ধাইয়া দিবাম কামরাঙ্গা শাখা-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মরঙ্গ>কারাঙ্গ+আ=কামরাঙ্গা, কামরাঙা}
  • Bengali Word গমরাহ Bengali definition গুমরাহ
  • Bengali Word গুমরানো, গুমরনো Bengali definition [গুম্‌রানো, গুমরনো] (ক্রিয়া) চাপা শোক দুঃখ বা ক্রোধ প্রভৃতিতে ক্লেশ পাওয়া। □ (বিশেষ্য ) উক্ত অর্থে (পাট-কাটী তিন ছেলে নিয়া সুয়োরাণী গুম্‌রে গুম্‌রে আগুনে পুড়িয়া ঘর করে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; বোঝে আর গুমরে মরে-রাজিয়া খান)। গুমরানি (বিশেষ্য) ১ অসন্তোষসূচক চাপা গর্জন (শুধু ক্রুদ্ধ শহরের ঘুমহীন গুমরানি-বুদ্ধদেব বসু)। ২ চাপা শোক দুঃখ বা বেদনার কাতরানি। {(ফারসি) গুমার +(বাংলা) আনো}
  • Bengali Word গুমরাহ, গোমরাহ Bengali definition [গুম্‌রাহ্‌, গোমরাহ] (বিশেষণ) বিপথগামী; পথভ্রষ্ট; (গুম হয়ে রয় গুমরাহ যত চোরে- নই; গোমরাহ্‌ লোককেই বেশী হেদায়েত করিবার প্রয়োজনীয়তা-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) গুমরাহ্‌ }
  • Bengali Word গোমরাহ Bengali definition গুমরাহ
  • Bengali Word গোমরাহি Bengali definition [গোম্‌রাহি] (বিশেষ্য) বিপথগমন। {(ফারসি) গুম্‌রাহী }
Closing this window will clear all results and return you back to the search section