Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word মজলিস, মজলিশ (বিরল) Bengali definition [মোজ্‌লিশ্‌] (বিশেষ্য) ১ আসর; আড্ডা; বৈঠক; সভা (সন্ধ্যায় পুরুষদের জন্য মজলিস বসিত-আবুল মনসুর আহমদ)। ২ সমিতি; সঙ্ঘ (তমুদ্দুন মজলিস)। মজলিসত্ব (বিশেষ্য) মজলিসের গুণ (আজকাল মজলিসের নাম দেয় বটে, কিন্তু তাতে মজলিসত্ব নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মজলিসি, মজলিশি, মজলিসী (বিশেষণ) মজলিস সম্বন্ধীয়; মজলিসে যে বাক্যালাপ বা গান বাজনার সাহায্যে আনন্দ দিতে পারে (সে মজলিস নেই, মজলিশি লোকও নেই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) মজলিস}
Closing this window will clear all results and return you back to the search section