Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ভুখ, ভুক Bengali definition [ভুখ্‌, ভুক্‌] (বিশেষ্য) ১ ক্ষুধা; উদরে খাদ্যাভাবজনিত অবস্থা (কি করে দেহের সুখ পিঞ্জরায় থেকে লাগে ভুক-অবনীন্দ্রনাথ ঠাকুর; ভুকপিয়াসা-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ তীব্র বাসনা। ৩ হেতু; খাতির (গতির ভুখে চলিস রুখে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভুকপিয়াস (বিশেষ্য) ক্ষুধা-তৃষ্ণা; ক্ষুৎ-পিপাসা (ভুখ পিয়াস ভুলে যাব-মোজাম্মেল হক)। ভুখা (বিশেষণ) ক্ষুধার্ত; ক্ষুৎপীড়িত। ভুখ-মিছিল, ভুখামিছিল (বিশেষ্য) ক্ষুধার্ত জনগণের খাদ্যাভাব প্রতিকারের জন্য শোভাযাত্রা (নগরীর পথে ভুখা মিছিলের আড়ম্বর) hunger march। {(তৎসম বা সংস্কৃত) বুভুক্ষা>ভুক্ষা>}
  • Bengali Word ভুখল, ভখিল Bengali definition [ভুখল্‌, ভুখিল্‌] (বিশেষণ) ক্ষুধিত (ভুখল জন-পীতাম্বর, ভুখল বাঘিনী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ভুখলি (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অন্নাভাবে কৃশা। {ভুখ+অল, ইল}
  • Bengali Word ভুখালু Bengali definition [ভুখালু] ‍(বিশেষণ) ক্ষুধার্ত (যদি সে ভুখালু হয় তথাপি না কায়-সৈয়দ আলাওল)। {ভুখ+আলু}
  • Bengali Word ভুখিল Bengali definition ⇒ ভুখল
Closing this window will clear all results and return you back to the search section