Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
  • Bengali Word ভিজা ১, ভিজে, ভেজা ১ Bengali definition [ভিজা, ভিজে, ভেজা] (ক্রিয়া) ১ সিক্ত বা আর্দ্র হওয়া (বৃষ্টিতে ভিজে যাওয়া, ঘাসে ভেজা)। ২ নরম বা দয়ার্দ্র বা করুণাপরবশ হওয়া (মন ভেজা)। □(বিশেষণ) ১ পানিতে সিক্ত বা বাষ্পযুক্ত; আর্দ্র (ভিজাবায়ু বয়-মোহিতলাল মজুমদার)। ২ সিক্ত (ঘামে ভেজা জামা)। ভিজা জুলজুল (বিশেষ্য) বৃষ্টিতে বা ঘামে ভিজে জড়সড় অবস্থা (সুন্দরীর বনে বাঘ ভিজে জুলজুল-জীবনানন্দ দাশ)। ভিজা বিড়াল, ভিজা বেড়াল (বিশেষ্য) (আলঙ্কারিক) দেখতে জলে ভিজা অবস্থায় বিড়ালের মতো হলেও প্রকৃতপক্ষে অনিষ্টকারী দুষ্টু লোক; হিংস্র প্রকৃতিযুক্ত কুমতলববাজ (অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আরি দেখি নাই-সুবি)। ভিজা ভাতে দই যে জিনিস খেতে বিস্বাদ; মুখরোচক নয়। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঞ্জন>√ভিজ্‌+আ}
Closing this window will clear all results and return you back to the search section