- Bengali Word ভিজা ১, ভিজে, ভেজা ১ Bengali definition [ভিজা, ভিজে, ভেজা] (ক্রিয়া) ১ সিক্ত বা আর্দ্র হওয়া (বৃষ্টিতে ভিজে যাওয়া, ঘাসে ভেজা)। ২ নরম বা দয়ার্দ্র বা করুণাপরবশ হওয়া (মন ভেজা)। □(বিশেষণ) ১ পানিতে সিক্ত বা বাষ্পযুক্ত; আর্দ্র (ভিজাবায়ু বয়-মোহিতলাল মজুমদার)। ২ সিক্ত (ঘামে ভেজা জামা)। ভিজা জুলজুল (বিশেষ্য) বৃষ্টিতে বা ঘামে ভিজে জড়সড় অবস্থা (সুন্দরীর বনে বাঘ ভিজে জুলজুল-জীবনানন্দ দাশ)। ভিজা বিড়াল, ভিজা বেড়াল (বিশেষ্য) (আলঙ্কারিক) দেখতে জলে ভিজা অবস্থায় বিড়ালের মতো হলেও প্রকৃতপক্ষে অনিষ্টকারী দুষ্টু লোক; হিংস্র প্রকৃতিযুক্ত কুমতলববাজ (অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আরি দেখি নাই-সুবি)। ভিজা ভাতে দই যে জিনিস খেতে বিস্বাদ; মুখরোচক নয়। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঞ্জন>√ভিজ্+আ}
- Bengali Word ভিজানো, ভেজানো Bengali definition [ভিজানো, ভেজানো] (ক্রিয়া) ১ পানিতে ডুবিয়ে রাখা। ২ সিক্ত করা। {ভিজা+আনো; ক্রিয়ারূপ-ভিজাই, ভেজাই, ভিজাও, ভেজাও, ভেজায়, ভিজায়, ভেজান, ভিজান; অসমপিকা ক্রিয়া-ভিজিয়ে, ভিজালে, ভিজাতে ইত্যাদি}
- Bengali Word অনভিজাত Bengali definition [অনোভিজাতো] (বিশেষণ) অসম্ভ্রান্ত; অকুলীন; বংশমর্যাদাহীন (লেখকগণও সাধারণত অনভিজাত নন-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অভিজাত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অভিজাত Bengali definition [ওভিজাতো/ওভিজাত্] (বিশেষণ) ১ উচ্চবংশীয়; কুলীন। ২ সদ্বংশজাত। ৩ সম্ভ্রান্ত; মর্যাদাসম্পন্ন। ৪ ভদ্রোচিত; শিষ্ট। ৫ জ্ঞানী। আভিজাত্য (বিশেষ্য)। অভিজাততন্ত্র (বিশেষ্য) উচ্চবংশীয় সম্প্রদায়ের দ্বারা রাজ্য শাসন প্রণালী; aristocracy। {(তৎসম বা সংস্কৃত) অভি+জাত}
- Bengali Word আভিজাতিক Bengali definition [আভিজাতিক্] (বিশেষণ) ১ অভিজাত সম্বন্ধীয়; বংশমর্যাদা বিষয়ক। ২ কুল বা বংশ পরিচায়ক (আপনি নিজ আভিজাতিক চিহ্নের বর্ণনা না করিলে মুদ্রা পাইবেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আভিজাত্য (বিশেষ্য) কৌলীন্য; বংশমর্যাদা (আপনি মিথ্যা আভিজাত্যের মোহে আচ্ছন্ন হয়ে আছেন-রখাঁ)। {(তৎসম বা সংস্কৃত) অভিজাত+ইক(ঠঞ্)}
Closing this window will clear all results and return you back to the search section